Bangladesh Krishi Bank 2015 (Sr. Officer) (77 টি প্রশ্ন )


Subservient (আনুগত / অধীনস্থ) means excessively obedient or submissive.
Example: "He refused to be subservient to authoritarian demands."

Dignified (মর্যাদাপূর্ণ / স্বাধীনচেতা) is its antonym, implying self-respect and independence.
Example: "She maintained a dignified silence despite provocations."

Why Not Other Options?
A) Aggressive (আক্রমণাত্মক) → Implies hostility, not the opposite of subservience.

B) Straightforward (সরল) → Means honest/direct, unrelated to obedience.

D) Supercilious (অহংকারী) → Means arrogant, which is a negative trait like subservience.


8ab (a + b

= 4ab.2(a + b

= { (a+b) - (a-b) } { (a+b) + (a-b)

= { (\(\sqrt 3 \) - (\(\sqrt 2 \) } {  (\(\sqrt 3 \) + (\(\sqrt 2 \)
=  (3-2) (3+2) = 5.1 = 5 


প্রাথমিক মূলধন ধরি = ক

৪ বছরে সুদে-আসলে দাড়ায় = ৭ক/৫

৪ বছরে সুদ = ৭ক/৫ - ক = (৭ক-৫ক)/৫ = ২ক/৫

১ বছরে সুদ = ২ক/২০ = ক/১০

এখন,

আসল ক টাকা হলে, সুদ ক/১০

আসল ১ টাকা হলে, সুদ ক/(ক*১০)

আসল ১০০ টাকা হলে, সুদ (ক*১০০)/(ক*১০) = ১০%


 

৪ মিনিটে দৌড়ায় ১ কি.মি 

১ মিনিটে দৌড়ায় ১/৪ কি.মি 

৬০ মিনিটে দৌড়ায় ১*৬০/৪ = ১৫ কি.মি 

এখন,

১৫ ৪ কি.মি/ঘণ্টা, ৭৫ কি.মি/ঘণ্টা এর শতকরা = ১৫*১০০/৭৫ = ২০%

 

 

মধ্যবিন্দুর সংযোগ রেখা যে রেখা উৎপন্ন করে তা অপর বাহুর অর্ধেক হবে।

অর্থাৎ, ৮/২ = ৪

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

প্রশ্নানুসারে, আয়তক্ষেত্রটি আসলে একটি বর্গক্ষেত্র কেননা কর্ণের উপর বিপরীত শীর্ষ হতে অংকিত লম্ব হবে অপর কর্ণের অর্ধেক দৈর্ঘ্য। যা ৮ এর অর্ধেক।

বর্গক্ষেত্রের কর্ণ এবং বাহুর সম্পর্ক হলঃ

কর্ণ = √২ * বাহু

৮ = √২ * বাহু

বাহু = ৮ / √২

এখন,

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)২ 

                        = (৮ / √২)২

                        = ৬৪/২ = ৩২

 

 

Option ধরে আগালেই উত্তর বের হয়ে যায় ।

 

 

ঘন্টায় ২০ কি মি বেগে চলে ২০ দিনে কোন বন্দরে পৌঁছালো

ঘন্টায় ১ কি মি বেগে চলে ২০*২০ দিনে কোন বন্দরে পৌঁছাবে

ঘন্টায় ১০ কি মি বেগে চলে ২০*২০/১০ = ৪০ দিনে কোন বন্দরে পৌঁছাবে

৩ দিন দেরী করায় সময় বাড়বে আরও ৩ দিন।

মোট সময় লাগবে = ৪০ + ৩ = ৪৩ দিন

আগের থেকে সময় বেশি লাগবে = ৪৩ - ২০ দিন = ২৩ দিন

 

 

 

ঘরের ক্ষেত্রফল = ২২০৫/৭.৫০ = ২৯৪ বর্গ মিটার 

এখন, বিস্তার = ক হলে,

দৈর্ঘ্য = ৩*ক/২

সুতরাং, ক*৩*ক/২ = ২৯৪

বা, ক*ক = ২৯৪*২/৩ = ১৯৬

বা, ক = √১৯৬ = ১৪

বিস্তার = ১৪

দৈর্ঘ্য = ৩*১৪/২ = ২১

সুতরাং,

পরিসীমা = ২১+২১+১৪+১৪ = ৭০

 

 

ক ১ দিনে করে ১/৩০ কাজ

খ এক দিনে করে ১/১৫ কাজ

গ এক দিনে কাজ করে ১/১০ কাজ

এখন,

১ম দিনে ক একা কাজ করে ১/৩০ কাজ

২য় দিনে ক এবং খ একত্রে কাজ করে ১/৩০ + ১/১৫ কাজ = ৩/৩০ = ১/১০ কাজ

৩য় দিনে ক এবং গ একত্রে কাজ করে ১/৩০ + ১/১০ কাজ ক = ৪/৩০ কাজ 

প্রতি তিন দিনে মোট কাজ হয় = ১/৩০ + ১/১০ + ৪/৩০ = (১+৩+৪)/৩০ = ৮/৩০ কাজ

এখন,

৮/৩০ কাজ হবে ৩ দিনে

১ কাজ হবে ৩*৩০/৮ দিনে = ১১.২৫ দিনে = ১২ দিনে 

 


 

বিজয় হল কম্পিঊটারে বাংলা টাইপ করার সফটওয়্যার । 

 

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড শো শুরু করার জন্য ব্যবহৃত ফাংশন কী হলো F5।

ফাংশন কীগুলোর কাজ:

F1: সহায়তা (Help) মেনু খোলে।
F2: নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করার জন্য।
F3: ফাইল বা ফোল্ডার খোঁজার জন্য (Find)।
F4: বর্তমান উইন্ডো বন্ধ করার জন্য। এছাড়াও, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে পুনরাবৃত্তি করার জন্য (Repeat the last action)।
F5: মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু করার জন্য। এছাড়াও, ব্রাউজারে পেজ রিফ্রেশ (Refresh) করার জন্য।
F6: বিভিন্ন স্ক্রীন এলিমেন্টের মধ্যে ফোকাস পরিবর্তন করার জন্য।
F7: স্পেলিং এবং ব্যাকরণ পরীক্ষার জন্য (Spell check)।
F8: মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট সিলেকশন মোড চালু করার জন্য।
F9: মাইক্রোসফট এক্সেলে ওয়ার্কশীটে সব ফর্মুলা পুনর্গণনা করার জন্য।
F10: সক্রিয় অ্যাপ্লিকেশনের মেনু বার সক্রিয় করার জন্য। Shift + F10 মাউস রাইট-ক্লিকের সমান।
F11: ব্রাউজারে পূর্ণ স্ক্রীন মোডে যাওয়ার জন্য।
F12: মাইক্রোসফট ওয়ার্ডে Save As ডায়ালগ বক্স খোলার জন্য।

এই ফাংশন কীগুলোর কাজ বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে ভিন্ন হতে পারে, তবে উপরের তালিকাটি সাধারণত ব্যবহৃত কাজগুলোর একটি সারসংক্ষেপ।


টাইটেল বার: আমাদের খোলা পাতার উপরে গাঢ় রঙের লম্বা সারির মধ্যে ডব্লিউ চিহ্নিত ‘মাউক্রোসফট ওয়ার্ড-ডকুমেন্ট ১’ লেখা সারিটির নাম টাইটেল বার। এখানে আমাদের তৈরী সেভ করা ফাইলের নাম দেখায় তাই এর নাম টাইটেল বার।

মেনু বার: টাইটেল বারের নীচে ফাইল, এডিট, ভিউ, লেখা ইত্যাদি শব্দ গুলিকে বলা হয় মেনু এবং এই লেখা গুলি যে সারিতে সারিবদ্ধ আছে- সেই লাইনকে বলা হয় মেনুবার। এই মেনুবারের প্রত্যেকটি মেনুর অধীনে রয়েছে অনেক গুলি সাবমেনু।পরবর্তীতে এই সাবমেনু নিয়ে বিষদ ভাবে আলোচনা করা হবে।

ষ্ট্যান্ডার্ড টুলবার: মেনু বারের নীচে বিভিন্ন ছবি সম্বলিত বা বেশ কিছু চিহ্ন সম্বলিত একটি সারি রয়েছে এর নাম ষ্ট্যান্ডার্ড টুলবার।

ফরম্যাটিং টুলবার: ষ্ট্যান্ডার্ড টুল বারের নীচে বিভিন্ন বক্স সম্বলিত বারটিকে ফরম্যাটিং টুলবার বলে। ফরম্যাটিং টুলবারের বাম দিকে রয়েছে ষ্টাইল বক্স। এই বক্সের সাহায্যে আমাদের তৈরি করা তথ্য গুলিকে বিভিন্ন ষ্টাইলে সাজিয়ে নিতে পারি।

ফন্ট বক্স: ফরম্যাটিং টুলবারের ফন্ট বক্সের মধ্যে অসংখ্য বিভিন্ন ধরণের ফন্ট রয়েছে। 
এখানে, ৩৪ ছাড়া (১৫, ২৪, ৪৮) কে ৩ দ্বারা ভাগ যায়।

সুতরাং ধারার ভুল সংখ্যা = ৩৪


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত পালাগানগুলোকে একত্রে মৈমনসিংহ গীতিকা বলা হয়। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩-৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো সম্পাদনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। বর্তমান নেত্রকোনা জেলার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাঁথা সংগ্রহ করছিলেন।

 










ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0