- ১৩ সেপ্টেম্বর, ২০২৩ জাতীয় সংসদে 'সাইবার নিরাপত্তা বিল' পাস হয়। - ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনকে প্রতিস্থাপন করে এই আইনটি প্রণয়ন করা হয়। - এ আইনে মোট ধারা ৬০টি এবং অজামিনযোগ্য ধারা ৪টি (১৭, ১৯, ২৭ ও ৩২)।
- PNG, GIF, BMP, JPG, JPEG, GIF প্রভৃতি image/graphic file format. - অন্যদিকে, গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে। - এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করা হয়।
- ASCII (American Standard Code for Information Interchange) কোডিং সিস্টেমে মোট 256টি আলাদা অক্ষর (characters) থাকতে পারে। - ASCII কোড ৭-বিট সিস্টেম হিসেবে শুরু হয়েছিল, যা মোট 128টি চরিত্রের প্রতিনিধিত্ব করতে সক্ষম ছিল। - পরবর্তীতে এটি ৮-বিট সিস্টেমে সম্প্রসারিত হয়, যা 256টি চরিত্রের সমর্থন প্রদান করে। - এর মধ্যে আছে ইংরেজি অক্ষর, সংখ্যা, সিম্বল, এবং কন্ট্রোল ক্যারেক্টার (যেমন: newline, tab ইত্যাদি)।
- ABACUS (A hand operated calculating tool) আড়াআড়ি তারে ছোট গোলক বা পুঁতি লাগানো চারকোণা কাঠের একটি কাঠামো। - গণিতবিদরা এটিকে পৃথিবীর প্রথম অংক ভিত্তিক গণনাযন্ত্র হিসেবে চিহ্নিত করেছেন। - খ্রিষ্টপূর্ব ৩০০০ সালে ব্যাবিলনে এটি আবিষ্কার করা হয়। - পরবর্তীতে অ্যাবাকাস চীন, জাপান ও প্রাচ্যের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। - অ্যাবাকাস দিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ ও বর্গমূল নির্ণয় করা যায়। - এ যন্ত্রটিকে চীনে সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়ায় স্কেসিয়া (Sketia) বলা হয়।
- জাভা একটি প্রোগ্রামিং ভাষা। - এর প্রতিষ্ঠাকালীন নাম ছিল ওক (oak)। - বর্তমানে জাভার মালিকানা প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশন। - ৯০ এর দশকে সান মাইক্রোসিস্টেম জাভা ডিজাইন করার পর এটি বিশ্বের জনপ্রিয় প্রোগ্রামিং ভাষায় পরিণত হয়। - এ ভাষার জনক জেমস গসলিং। - জাভার জনপ্রিয়তার মূল কারণ এর বহনযোগ্যতা, নিরাপত্তা এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ওয়েব প্রোগ্রামিং এর প্রতি পরিপূর্ণ সাপোর্ট। - JAVA-ই প্রথম প্রোগ্রামিং ভাষা, যা এক অপারেটিং সিস্টেমের জন্য লিখিত প্রোগ্রাম অন্য অপারেটিং সিস্টেমে চালানো যেত। - এটি ইন্টারনেটের জন্য Application Software এবং ওয়েবসাইট উন্নয়নে অধিক উপযোগী। - অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ JAVA ব্যবহার করা হয়। - জাভার নিজস্ব প্লাটফর্মের নাম JVM (Java Virtual Machine) |
- কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান মেমরির মধ্যবর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিই হলো ক্যাশ মেমোরি। - কম্পিউটারের গতি নির্ভর করে ক্যাশ মেমোরির উপর। এটা অনেকটা র্যামের মতই কাজ করে। - প্রসেসর যখন কোন কাজ করে তখন তথ্য ক্যাশ মেমোরিতে সংরক্ষিত থাকে। - কম্পিউটারে পাঠানো কমান্ড এবং স্বল্প সময়ের জন্য ছোটখাটো তথ্য সংরক্ষণে এই মেমোরি ব্যবহৃত হয়। - তাই প্রসেসরে ক্যাশ মেমরি যত বেশি হবে, তত গতিময় হবে কম্পিউটার।
- মোবাইল ব্যাংকিং অ্যাপস হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যা গ্রাহকদের একাউন্টগুলো পরিচালনা করার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে। - Nexus Pay (Dutch Bangla Bank), CellFin (Islamic Bank), Citytouch (City Bank), UPAY (United Commercial Bank) and SKYBANKING (Eastern Bank LTD) হলো মোবাইল ব্যাংকিং অ্যাপস। - এই অ্যাপসগুলোর মাধ্যমে গ্রাহকগণ ব্যালেন্স অনুসন্ধান, একাউন্ট স্টেটমেন্ট, ফান্ড ট্রান্সফার, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, ইউটিলিটি বিল পরিশোধ মোবাইল রিচার্জসহ সকল ধরনের বিল পরিশোধ করা যায়।
- NPSB (National Payment Switch Bank) আন্তঃব্যাংক ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সম্পাদনের লক্ষ্যে ব্যাংকগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করেছে। - NPSB এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের ATM হতে টাকা উত্তোলন, POS টার্মিনালের মাধ্যমে সেবার মূল্য পরিশোধ, নিজের একাউন্ট/কার্ড থেকে অন্য গ্রাহকের ব্যাংকের একাউন্ট হোল্ডারকে টাকা পাঠাতে পারেন।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ক্রিপ্টোকারেন্সি (বিটকয়েন) ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে লেনদেন হওয়া এক ধরনের ডিজিটাল মুদ্রা। - মাইনিং হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি সৃষ্টি করা হয়। - বিটকয়েন মাইনিং হলো বিটকয়েন সৃষ্টি করা। - ২০০৮ সালে জাপানের সাতোশি নাকামোতো এ মুদ্রা উদ্ভাবন করেন এবং ২০০৯ সাল থেকে এর প্রচলন শুরু হয়। - এল সালভেদর হচ্ছে বিশ্বের প্রথম দেশ যারা ২০২১ সালে বিটকয়েনকে অর্থনৈতিক লেনদেনের জন্য সরকারিভাবে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়।
- ফজলুর রহমান খান ছিলেন বিশ্ববিখ্যাত বাংলাদেশি- আমেরিকান স্থপতি। - তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমান উহলিস টাওয়ার) এর নকশা প্রণয়ন করেন। - তার অন্যান্য অবদানের মধ্যে রয়েছে জন হ্যানকক সেন্টার, জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দর ও বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য মডেল অংকন। - তাকে 'আইনস্টাইন অব স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলা হয়।
- স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক। - ১৯৭৭ সালে সরকার এ পুরস্কার প্রবর্তন করেন। - জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৪ সালের স্বাধীনতা পুরস্কার পায়। - শুক্রবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ৩ জন: ১. কাজী আব্দুস সাত্তার ২. বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মোঃ ফজলুল হক (মরণোত্তর) ৩. বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মোঃ নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর)
- আকবর আলী খান ছিলেন বাংলাদেশের একজন আমলা, অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ। - অর্থনীতি বিষয়ে তার দুটি পাঠক প্রিয় গ্রন্থ 'পরার্থপরতার অর্থনীতি' এবং 'আজব ও জবর-আজব অর্থনীতি'। - 'ডিসকভারি অব বাংলাদেশ', 'ফ্রেন্ডলি ফায়ারস', 'গ্রেশাম'স ল', 'দারিদ্র্যের অর্থনীতি: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ' প্রভৃতি তার উল্লেখযোগ্য গ্রন্থ।
বিশ্ব সুখ প্রতিবেদন ২০২৪: • প্রকাশিত হয় ২০ মার্চ, ২০২৪। • প্রকাশক - United Nations Sustainable Development Solutions Network. • সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। • এশিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে সুখী দেশ - সিঙ্গাপুর। • ২০২৪ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান - ১২৯তম। • সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান।
- জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রতিবেদন অনুযায়ী, সাক্ষরতার হারে শীর্ষে পিরোজপুর জেলা এবং সর্বনিম্নে রয়েছে জামালপুর জেলা। - সাক্ষরতার হারে শীর্ষে ঢাকা বিভাগ এবং পিছিয়ে রয়েছে ময়মনসিংহ বিভাগ।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ২০২৩ হিসাব অনুযায়ী, মাথাপিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ মালদ্বীপ। - দেশটির মাথাপিছু আয় ১০৩৩৩ মার্কিন ডলার। - আর ২য় ও ৩য় অবস্থানে রয়েছে যথাক্রমে শ্রীলংকা ও ভুটান। - মাথাপিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ৪র্থ এবং মাথাপিছু আয় ২৬২১ মার্কিন ডলার।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এ. এন. এম. হামিদুল্লাহ্। - বাংলাদেশ ব্যাংকের বর্তমান (১৩তম) গভর্নর হলেন - আহসান এইচ মনসুর। - তিনি ২০২৪ সালের ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ১৩তম গর্ভনর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। - গভর্নরের মেয়াদকাল: ৪ বছর। - গভর্নরের বয়সসীমা: কোন সময়সীমা নেই। - বাংলাদেশ ব্যাংক ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরবৃন্দ: - প্রথম : এ.এন. হামিদুল্লাহ - দ্বিতীয় : এ.কে.এন. আহমেদ - তৃতীয় : এম. নুরুল ইসলাম - চতুর্থ : সেগুফতা বখত চৌধুরী - পঞ্চম : খোরশেদ আলম - ষষ্ঠ : লুৎফর রহমান সরকার - সপ্তম : মোহাম্মদ ফরাসউদ্দিন - অষ্টম : ড. ফখরুদ্দিন আহমেদ - নবম : ড. সালেহউদ্দিন আহমেদ - দশম : ড. আতিউর রহমান - ১১তম : ড. ফজলে কবীর - ১২ তম : আব্দুর রউফ তালুকদার - ১৩ তম: আহসান এইচ মনসুর।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- BRICS হল উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের একটি জোট । - এটি ২০০৮ সালে BRIC নামে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর এর নামকরণ করা হয় BRICS . - BRICS এর সদর দপ্তর নেই। - BRICS এর উদ্যোগে ২০১৪ সালে New Development Bank প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং - ২১ জুলাই, ২০১৫ সালে NDB এর পরিচালনা পর্ষদ BRICS জোটের বাহিরে বাংলাদেশ ,সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয়। - ১৬ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশ এ ব্যাংকে সদস্য হিসেবে যোগদান করে। - ১ জানুয়ারি ২০২৪ এ নতুন ৫টি (মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) এ সংস্থায় যোগদান করে। - উল্লেখ্য, ৬টি(আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) দেশকে যোগদানের আমন্ত্রন জানানো হলেও BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছে আর্জেন্টিনা। - BRICS এর বর্তমান সদস্য ১০ টি।
- জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার। - তিনি মাত্র ১২.১১ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার দৌড় সম্পন্ন করে এই খেতাব অর্জন করেন। - এটি ছিল তার অসাধারণ অর্জনের একটি নতুন অধ্যায়।
- শামসুর রাহমান মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধের পটভূমিতে 'মজলুম আদিব' ছদ্মনামে 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটি রচনা করেন। - এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে। - কাব্যটির ৩৮টি কবিতার মধ্যে অন্যতম কবিতা 'স্বাধীনতা তুমি'। - এ কবিতাটি তিনি মহান মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের প্রথমদিকে যুদ্ধের ধ্বংসলীলা দেখে রচনা করেন। - কবিতাটির বিখ্যাত পঙ্ক্তি- 'স্বাধীনতা তুমি / ফসলের মাঠে কৃষকের হাসি। / স্বাধীনতা তুমি / রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।'
তাঁর রচিত অন্যান্য বিখ্যাত কবিতা: - ‘হাতির শুড়’, - ‘টেলেমেকাস', - ‘বর্ণমালা, - আমার দুঃখিনী বর্ণমালা’, - ‘আসাদের শার্ট’, - ‘স্বাধীনতা তুমি’, - ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা।'
- আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় ১৮ জানুয়ারি ,১৯৬৮ সালে। - ২২ ফেব্রুয়ারি ,১৯৬৯ সালে আগরতলা মামলা প্রত্যাহার করা হলে তাকে মুক্তি দেওয়া হয় । - ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদেড় এক গণসংবর্ধনা দেওয়া হয় এবং একই দিনে তোফায়েল আহমেদ শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন ।
- Generative Pre-trained Transformer (GPT) হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। - এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় চ্যাটবট। - ওপেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠান (ওপেনএআই) এটি তৈরি করে।
- ৫০ বছর পর ২২ ফেব্রুয়ারি, ২০২৪ সালে চাঁদে মহাকাশযান প্রেরণ করে যুক্তরাষ্ট্র। - চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী রোবটটির নাম Odysseus। - এটি ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে চাঁদে পাঠানো যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশযান। - টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান 'ইনটুইটিভ মেশিন' এই মহাকাশযানটি তৈরি করে। উল্লেখ্য, সর্বশেষ নাসা ১৯৭২ সালে সফলভাবে চাঁদে অ্যাপোলো-১৭ মিশন পরিচালনা করে।
- পিথাগোরোস ছিলেন একজন গ্রিক দার্শনিক ও গণিতবিদ। - তিনি অধিবিদ্যা, নীতিশাস্ত্র, সংগীত, ধর্ম রাজনীতি ইত্যাদি বিষয় নিয়ে আগ্রহী ছিলেন। - তিনি বস্তুজগৎ ও সংগীতে সংখ্যার গুরুত্ব ও কার্যকারিতা বিষয়ক তত্ত্বের জনক। - গণিতে পিথাগোরাসের উপপাদ্য হলো ইডক্লিডীয় জ্যামিতির অন্তর্ভুক্ত সমকোণী ত্রিভুজের তিনটি বাহু সম্পর্কিত একটি সম্পর্ক। এই উপপাদ্যটি তার নামানুসারে করা হয়েছে।
- বাস্তববাদী দার্শনিক এরিস্টটলের বিখ্যাত গ্রন্থ 'দ্য পলিটিক্স'। - এ গ্রন্থে তিনি রাষ্ট্রের প্রকৃতি, উদ্ভব, উপাদান, শাসন ব্যবস্থার সংবিধান, শাসন ব্যবস্থার প্রকারভেদ, শাসক ও শাসিতের সম্পর্ক, শাসক ও নাগরিকের সংজ্ঞা, দাস ব্যবস্থার পক্ষে যুক্তি প্রদান প্রভৃতি বিষয়ে আলোচনা করেছেন। - তিনি লাইসিয়াম নামে একটি গ্রন্থাগার বা একাডেমি প্রতিষ্ঠা করেন। তাঁকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয়।
- লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন ইতালির কালজয়ী চিত্রকর, ভাস্কর, স্থপতি, সংগীতজ্ঞ ও বিজ্ঞানী। - তিনি ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে (ষোড়শ শতাব্দী) তাঁর অমর সৃষ্টি 'মোনালিসা' ছবিটি আঁকেন। - ১৮২১ সাল থেকে এটি ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। - অনেক শিল্প- গবেষক রহস্যময় হাসির এ নারীকে ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর স্ত্রী লিসা গেরাদিনি বলে শনাক্ত করেন।
- ২০১৫ সালের ১ জুলাই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেয়। - বিশ্বব্যাংকের শ্রেণীবিন্যাস অনুযায়ী যেসব দেশের মাথাপিছু আয় ১০৪৫ মার্কিন ডলার বা তার নিচে সেসব দেশ নিম্ন আয়ের দেশ আর যেসব দেশের মাথাপিছু আয় ১০৪৬-৪১২৫ মা. ডলার পর্যন্ত সেসব দেশ নিম্ন মধ্যম আয়ের দেশ। - বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিম্ন আয়ের দেশের কাতারে ছিলো। - ২০১৫ সালের ১ জুলাই বাংলাদেশের মাথাপিছু আয় ১৩১৪ মার্কিন ডলার হওয়ায় বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
(সূত্র: দৈনিক প্রথম আলো)
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- BASIS (Bangladesh Association of Software and Information Services) হলো বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি ব্যবসা প্রতিষ্ঠান সমূহের একটি সংস্থা যা জাতীয়ভাবে সফটওয়্যার ও তথ্য প্রযুক্তির বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। - এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।