সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (অফিসার - সাধারণ) - ০৮.০৩.২০২৪ (100 টি প্রশ্ন )
- ১৩ সেপ্টেম্বর, ২০২৩ জাতীয় সংসদে 'সাইবার নিরাপত্তা বিল' পাস হয়।
- ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনকে প্রতিস্থাপন করে এই আইনটি প্রণয়ন করা হয়।
- এ আইনে মোট ধারা ৬০টি এবং অজামিনযোগ্য ধারা ৪টি (১৭, ১৯, ২৭ ও ৩২)।
- PNG, GIF, BMP, JPG, JPEG, GIF প্রভৃতি image/graphic file format.
- অন্যদিকে, গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করা হয়।
Keyboard শর্টকাট - 
- CTRL + C: কপি। 
- CTRL + X: কাট। 
- CTRL + V: পেস্ট। 
- CTRL + Z: আনডু। 
- CTRL + B: অক্ষর বোল্ড করা। 
- CTRL + U: অক্ষর আন্ডার লাইন করা। 
- CTRL + I: অক্ষর ইটালিক করা। 
- CTRL + K: হাইপারলিংক ডায়ালগ ওপেন হওয়া। 
- CTRL + Home: ডকুমেন্ট এর শুরুতে যাওয়া। 
- CTRL + End: ডকুমেন্ট এর শেষে যাওয়া। 

- ASCII (American Standard Code for Information Interchange) কোডিং সিস্টেমে মোট 256টি আলাদা অক্ষর (characters) থাকতে পারে।
- ASCII কোড ৭-বিট সিস্টেম হিসেবে শুরু হয়েছিল, যা মোট 128টি চরিত্রের প্রতিনিধিত্ব করতে সক্ষম ছিল।
- পরবর্তীতে এটি ৮-বিট সিস্টেমে সম্প্রসারিত হয়, যা 256টি চরিত্রের সমর্থন প্রদান করে।
- এর মধ্যে আছে ইংরেজি অক্ষর, সংখ্যা, সিম্বল, এবং কন্ট্রোল ক্যারেক্টার (যেমন: newline, tab ইত্যাদি)।
- ABACUS (A hand operated calculating tool) আড়াআড়ি তারে ছোট গোলক বা পুঁতি লাগানো চারকোণা কাঠের একটি কাঠামো।
- গণিতবিদরা এটিকে পৃথিবীর প্রথম অংক ভিত্তিক গণনাযন্ত্র হিসেবে চিহ্নিত করেছেন।
- খ্রিষ্টপূর্ব ৩০০০ সালে ব্যাবিলনে এটি আবিষ্কার করা হয়।
- পরবর্তীতে অ্যাবাকাস চীন, জাপান ও প্রাচ্যের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে।
- অ্যাবাকাস দিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ ও বর্গমূল নির্ণয় করা যায়।
- এ যন্ত্রটিকে চীনে সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়ায় স্কেসিয়া (Sketia) বলা হয়।
- জাভা একটি প্রোগ্রামিং ভাষা।
- এর প্রতিষ্ঠাকালীন নাম ছিল ওক (oak)।
- বর্তমানে জাভার মালিকানা প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশন।
- ৯০ এর দশকে সান মাইক্রোসিস্টেম জাভা ডিজাইন করার পর এটি বিশ্বের জনপ্রিয় প্রোগ্রামিং ভাষায় পরিণত হয়।
- এ ভাষার জনক জেমস গসলিং।
- জাভার জনপ্রিয়তার মূল কারণ এর বহনযোগ্যতা, নিরাপত্তা এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ওয়েব প্রোগ্রামিং এর প্রতি পরিপূর্ণ সাপোর্ট।
- JAVA-ই প্রথম প্রোগ্রামিং ভাষা, যা এক অপারেটিং সিস্টেমের জন্য লিখিত প্রোগ্রাম অন্য অপারেটিং সিস্টেমে চালানো যেত।
- এটি ইন্টারনেটের জন্য Application Software এবং ওয়েবসাইট উন্নয়নে অধিক উপযোগী।
- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ JAVA ব্যবহার করা হয়।
- জাভার নিজস্ব প্লাটফর্মের নাম JVM (Java Virtual Machine) |
- কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান মেমরির মধ্যবর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিই হলো ক্যাশ মেমোরি।
- কম্পিউটারের গতি নির্ভর করে ক্যাশ মেমোরির উপর। এটা অনেকটা র‍্যামের মতই কাজ করে।
- প্রসেসর যখন কোন কাজ করে তখন তথ্য ক্যাশ মেমোরিতে সংরক্ষিত থাকে।
- কম্পিউটারে পাঠানো কমান্ড এবং স্বল্প সময়ের জন্য ছোটখাটো তথ্য সংরক্ষণে এই মেমোরি ব্যবহৃত হয়।
- তাই প্রসেসরে ক্যাশ মেমরি যত বেশি হবে, তত গতিময় হবে কম্পিউটার।
- মোবাইল ব্যাংকিং অ্যাপস হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যা গ্রাহকদের একাউন্টগুলো পরিচালনা করার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে।
- Nexus Pay (Dutch Bangla Bank), CellFin (Islamic Bank), Citytouch (City Bank), UPAY (United Commercial Bank) and SKYBANKING (Eastern Bank LTD) হলো মোবাইল ব্যাংকিং অ্যাপস।
- এই অ্যাপসগুলোর মাধ্যমে গ্রাহকগণ ব্যালেন্স অনুসন্ধান, একাউন্ট স্টেটমেন্ট, ফান্ড ট্রান্সফার, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, ইউটিলিটি বিল পরিশোধ মোবাইল রিচার্জসহ সকল ধরনের বিল পরিশোধ করা যায়।
- NPSB (National Payment Switch Bank) আন্তঃব্যাংক ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সম্পাদনের লক্ষ্যে ব্যাংকগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করেছে।
- NPSB এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের ATM হতে টাকা উত্তোলন, POS টার্মিনালের মাধ্যমে সেবার মূল্য পরিশোধ, নিজের একাউন্ট/কার্ড থেকে অন্য গ্রাহকের ব্যাংকের একাউন্ট হোল্ডারকে টাকা পাঠাতে পারেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ক্রিপ্টোকারেন্সি (বিটকয়েন) ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে লেনদেন হওয়া এক ধরনের ডিজিটাল মুদ্রা।
- মাইনিং হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি সৃষ্টি করা হয়।
- বিটকয়েন মাইনিং হলো বিটকয়েন সৃষ্টি করা।
- ২০০৮ সালে জাপানের সাতোশি নাকামোতো এ মুদ্রা উদ্ভাবন করেন এবং ২০০৯ সাল থেকে এর প্রচলন শুরু হয়।
- এল সালভেদর হচ্ছে বিশ্বের প্রথম দেশ যারা ২০২১ সালে বিটকয়েনকে অর্থনৈতিক লেনদেনের জন্য সরকারিভাবে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়।
এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়নদের তালিকা:

১৯৯২: চ্যাম্পিয়ন - জাপান
১৯৯৬: চ্যাম্পিয়ন - সৌদি আরব
২০০০: চ্যাম্পিয়ন - জাপান
২০০৪: চ্যাম্পিয়ন - জাপান
২০০৭: চ্যাম্পিয়ন - ইরাক
২০১১: চ্যাম্পিয়ন - জাপান
২০১৫: চ্যাম্পিয়ন - অস্ট্রেলিয়া
২০১৯: চ্যাম্পিয়ন - কাতার
২০২৪: চ্যাম্পিয়ন - কাতার

কাতার দুইবার টানা এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়ে নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে, সর্বশেষ ২০২৪ সালে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে।
- ফজলুর রহমান খান ছিলেন বিশ্ববিখ্যাত বাংলাদেশি- আমেরিকান স্থপতি।
- তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমান উহলিস টাওয়ার) এর নকশা প্রণয়ন করেন।
- তার অন্যান্য অবদানের মধ্যে রয়েছে জন হ্যানকক সেন্টার, জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দর ও বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য মডেল অংকন।
- তাকে 'আইনস্টাইন অব স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলা হয়।
- স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক।
- ১৯৭৭ সালে সরকার এ পুরস্কার প্রবর্তন করেন।
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৪ সালের স্বাধীনতা পুরস্কার পায়।
- শুক্রবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ৩ জন:
১. কাজী আব্দুস সাত্তার
২. বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মোঃ ফজলুল হক (মরণোত্তর)
৩. বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মোঃ নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর)

সমাজসেবা/জনসেবা ৩জন :
১. অরন্য চিরান
২. বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোল্লা ওবায়েদুল্লাহ বাকী
৩. এস.এম. আব্রাহাম লিংকন

- ড. মোবারক আহমদ খান(বিজ্ঞান ও প্রযুক্তি)
- ডাঃ হরিশংকর দাশ(চিকিৎসাবিদ্যা)
- মোহাম্মদ রফিকউজ্জামান(সংস্কৃতি)
- ফিরোজা খাতুন(ক্রীড়া)
নোবেল পুরস্কার ২০২৪
• মোট বিজয়ী : ১১ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।
• পুরুষ ১০ ও নারী ১।

• চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্ব:
১) ভিক্টর অ্যামব্রোস (যুক্তরাষ্ট্র)
২) গ্যারি রাভকুন (যুক্তরাষ্ট্র)

• পদার্থবিজ্ঞান:
১) জন জে হপফিল্ড (যুক্তরাষ্ট্র)
২) জিওফ্রে ই হিন্টন (কানাডা)

• রসায়ন:
১) ডেভিড বেকার (যুক্তরাষ্ট্র)
২) ডেমিস হাসাবিস (যুক্তরাজ্য)
৩) জন এম জাম্পার (যুক্তরাজ্য)

• সাহিত্য:
১) হান ক্যাং (দ. কোরিয়া)

• শান্তি:
১) নিহন হিদানকিও (জাপান) [প্রতিষ্ঠান]

• অর্থনীতি:
১) ড্যারন আসেমোগলু (যুক্তরাষ্ট্র)
২) সাইমন জনসন (যুক্তরাষ্ট্র)
৩) জেমস রবিনসন (যুক্তরাষ্ট্র)
- আকবর আলী খান ছিলেন বাংলাদেশের একজন আমলা, অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ।
- অর্থনীতি বিষয়ে তার দুটি পাঠক প্রিয় গ্রন্থ 'পরার্থপরতার অর্থনীতি' এবং 'আজব ও জবর-আজব অর্থনীতি'।
- 'ডিসকভারি অব বাংলাদেশ', 'ফ্রেন্ডলি ফায়ারস', 'গ্রেশাম'স ল', 'দারিদ্র্যের অর্থনীতি: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ' প্রভৃতি তার উল্লেখযোগ্য গ্রন্থ।
বিশ্ব সুখ প্রতিবেদন ২০২৪:
• প্রকাশিত হয় ২০ মার্চ, ২০২৪।
• প্রকাশক - United Nations Sustainable Development Solutions Network.
• সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। 
• এশিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে সুখী দেশ - সিঙ্গাপুর।
• ২০২৪ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান - ১২৯তম।
• সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান।
- জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রতিবেদন অনুযায়ী, সাক্ষরতার হারে শীর্ষে পিরোজপুর জেলা এবং সর্বনিম্নে রয়েছে জামালপুর জেলা।
- সাক্ষরতার হারে শীর্ষে ঢাকা বিভাগ এবং পিছিয়ে রয়েছে ময়মনসিংহ বিভাগ।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ২০২৩ হিসাব অনুযায়ী, মাথাপিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ মালদ্বীপ।
- দেশটির মাথাপিছু আয় ১০৩৩৩ মার্কিন ডলার।
- আর ২য় ও ৩য় অবস্থানে রয়েছে যথাক্রমে শ্রীলংকা ও ভুটান।
- মাথাপিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ৪র্থ এবং মাথাপিছু আয় ২৬২১ মার্কিন ডলার।
- বাংলাদেশ ব্যাংকের  প্রথম গভর্নর ছিলেন এ. এন. এম. হামিদুল্লাহ্‌।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান (১৩তম) গভর্নর হলেন - আহসান এইচ মনসুর।
- তিনি ২০২৪ সালের ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ১৩তম গর্ভনর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 
- গভর্নরের মেয়াদকাল: ৪ বছর।
- গভর্নরের বয়সসীমা: কোন সময়সীমা নেই। 
- বাংলাদেশ ব্যাংক ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরবৃন্দ:
- প্রথম : এ.এন. হামিদুল্লাহ
- দ্বিতীয় : এ.কে.এন. আহমেদ
- তৃতীয় : এম. নুরুল ইসলাম
- চতুর্থ : সেগুফতা বখত চৌধুরী
- পঞ্চম : খোরশেদ আলম
- ষষ্ঠ : লুৎফর রহমান সরকার
- সপ্তম : মোহাম্মদ ফরাসউদ্দিন
- অষ্টম : ড. ফখরুদ্দিন আহমেদ
- নবম : ড. সালেহউদ্দিন আহমেদ
- দশম : ড. আতিউর রহমান
- ১১তম : ড. ফজলে কবীর
- ১২ তম : আব্দুর রউফ তালুকদার
- ১৩ তম: আহসান এইচ মনসুর।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- BRICS হল উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের একটি জোট ।
- এটি ২০০৮ সালে BRIC নামে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর এর নামকরণ করা হয় BRICS .
- BRICS এর সদর দপ্তর নেই। 
- BRICS এর উদ্যোগে ২০১৪ সালে New Development Bank প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং
- ২১ জুলাই, ২০১৫ সালে NDB এর পরিচালনা পর্ষদ BRICS জোটের বাহিরে বাংলাদেশ ,সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয়। 
- ১৬ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশ এ ব্যাংকে সদস্য হিসেবে যোগদান করে। 
- ১ জানুয়ারি ২০২৪ এ নতুন ৫টি (মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) এ সংস্থায় যোগদান করে।
- উল্লেখ্য, ৬টি(আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) দেশকে যোগদানের আমন্ত্রন জানানো হলেও BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছে আর্জেন্টিনা।
- BRICS এর বর্তমান সদস্য ১০ টি।
- জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার।
- তিনি মাত্র ১২.১১ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার দৌড় সম্পন্ন করে এই খেতাব অর্জন করেন।
- এটি ছিল তার অসাধারণ অর্জনের একটি নতুন অধ্যায়।
- শামসুর রাহমান মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধের পটভূমিতে 'মজলুম আদিব' ছদ্মনামে 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটি রচনা করেন।
- এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে।
- কাব্যটির ৩৮টি কবিতার মধ্যে অন্যতম কবিতা 'স্বাধীনতা তুমি'।
- এ কবিতাটি তিনি মহান মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের প্রথমদিকে যুদ্ধের ধ্বংসলীলা দেখে রচনা করেন।
- কবিতাটির বিখ্যাত পঙ্ক্তি- 'স্বাধীনতা তুমি / ফসলের মাঠে কৃষকের হাসি। / স্বাধীনতা তুমি / রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।'

তাঁর রচিত অন্যান্য বিখ্যাত কবিতা:
- ‘হাতির শুড়’,
- ‘টেলেমেকাস',
- ‘বর্ণমালা,
- আমার দুঃখিনী বর্ণমালা’,
- ‘আসাদের শার্ট’,
- ‘স্বাধীনতা তুমি’,
- ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা।'
- আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় ১৮ জানুয়ারি ,১৯৬৮ সালে।
- ২২ ফেব্রুয়ারি ,১৯৬৯ সালে আগরতলা মামলা প্রত্যাহার করা হলে তাকে মুক্তি দেওয়া হয় ।
- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদেড় এক গণসংবর্ধনা দেওয়া হয় এবং একই দিনে তোফায়েল আহমেদ শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন ।
- Generative Pre-trained Transformer (GPT) হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।
- এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় চ্যাটবট।
- ওপেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠান (ওপেনএআই) এটি তৈরি করে।
- ৫০ বছর পর ২২ ফেব্রুয়ারি, ২০২৪ সালে চাঁদে মহাকাশযান প্রেরণ করে যুক্তরাষ্ট্র।
- চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী রোবটটির নাম Odysseus।
- এটি ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে চাঁদে পাঠানো যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশযান।
- টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান 'ইনটুইটিভ মেশিন' এই মহাকাশযানটি তৈরি করে।
উল্লেখ্য, সর্বশেষ নাসা ১৯৭২ সালে সফলভাবে চাঁদে অ্যাপোলো-১৭ মিশন পরিচালনা করে। 
- পিথাগোরোস ছিলেন একজন গ্রিক দার্শনিক ও গণিতবিদ।
- তিনি অধিবিদ্যা, নীতিশাস্ত্র, সংগীত, ধর্ম রাজনীতি ইত্যাদি বিষয় নিয়ে আগ্রহী ছিলেন।
- তিনি বস্তুজগৎ ও সংগীতে সংখ্যার গুরুত্ব ও কার্যকারিতা বিষয়ক তত্ত্বের জনক।
- গণিতে পিথাগোরাসের উপপাদ্য হলো ইডক্লিডীয় জ্যামিতির অন্তর্ভুক্ত সমকোণী ত্রিভুজের তিনটি বাহু সম্পর্কিত একটি সম্পর্ক। এই উপপাদ্যটি তার নামানুসারে করা হয়েছে।
- বাস্তববাদী দার্শনিক এরিস্টটলের বিখ্যাত গ্রন্থ 'দ্য পলিটিক্স'।
- এ গ্রন্থে তিনি রাষ্ট্রের প্রকৃতি, উদ্ভব, উপাদান, শাসন ব্যবস্থার সংবিধান, শাসন ব্যবস্থার প্রকারভেদ, শাসক ও শাসিতের সম্পর্ক, শাসক ও নাগরিকের সংজ্ঞা, দাস ব্যবস্থার পক্ষে যুক্তি প্রদান প্রভৃতি বিষয়ে আলোচনা করেছেন।
- তিনি লাইসিয়াম নামে একটি গ্রন্থাগার বা একাডেমি প্রতিষ্ঠা করেন। তাঁকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয়।
- লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন ইতালির কালজয়ী চিত্রকর, ভাস্কর, স্থপতি, সংগীতজ্ঞ ও বিজ্ঞানী।
- তিনি ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে (ষোড়শ শতাব্দী) তাঁর অমর সৃষ্টি 'মোনালিসা' ছবিটি আঁকেন।
- ১৮২১ সাল থেকে এটি ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে।
- অনেক শিল্প- গবেষক রহস্যময় হাসির এ নারীকে ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর স্ত্রী লিসা গেরাদিনি বলে শনাক্ত করেন।
- ২০১৫ সালের ১ জুলাই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
- বিশ্বব্যাংকের শ্রেণীবিন্যাস অনুযায়ী যেসব দেশের মাথাপিছু আয় ১০৪৫ মার্কিন ডলার বা তার নিচে সেসব দেশ নিম্ন আয়ের দেশ আর যেসব দেশের মাথাপিছু আয় ১০৪৬-৪১২৫ মা. ডলার পর্যন্ত সেসব দেশ নিম্ন মধ্যম আয়ের দেশ।
- বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিম্ন আয়ের দেশের কাতারে ছিলো।
- ২০১৫ সালের ১ জুলাই বাংলাদেশের মাথাপিছু আয় ১৩১৪ মার্কিন ডলার হওয়ায় বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

(সূত্র: দৈনিক প্রথম আলো)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- BASIS (Bangladesh Association of Software and Information Services) হলো বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি ব্যবসা প্রতিষ্ঠান সমূহের একটি সংস্থা যা জাতীয়ভাবে সফটওয়্যার ও তথ্য প্রযুক্তির বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।
- এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0