Mutual Trust Bank Ltd. - Probationary Officer - 2016 (54 টি প্রশ্ন )

Solution: 

 To এর পরে Verb এর Present from বসে । তাই অপশন b) এর Investing এর পরিবর্তে Invest হবে । 

সঠিক বাক্যঃ Diversification is a strategy to INVEST in many unrelated businesses. 

 বাক্যের অর্থঃ বহুমুখীকরণ হলো ভিন্ন ভিন্ন অনেকগুলো ব্যবসায় বিনিয়োগ করার একটি কৌশল । 


Solution:  

 বাক্যটিতে Subject হলো Report যা 3rd  person singular number. তাই Verb হিসেবে 

অপশন a) এর Show এর পরিবর্তে Shows হবে । 

সঠিক বাক্যঃ Your progress report SHOWS you have more things to learn. 

বাক্যের অর্থঃ তোমার উন্নতির রিপোর্ট দেখায় যে তোমার আরো কিছু শেখার আছে । 


Solution: 

 Preposition পরে Verb এর সাথে ing যুক্ত হয় বলে অপশন b) এর Make এর পরিবর্তে Verb টির সাথে 'ing' যুক্ত হয়ে Making হবে । 

 সঠিক বাক্যঃ She always gets away with MAKING mistakes since the boss really likes her. 


Solution: 

 বাক্যটিতে Subject হলো One যা 3rd  person singular number. তাই Verb হিসেবে অপশন b) এর Have না হয়ে Has হবে । 

 সঠিক বাক্যঃ Not one of the children has even performed in public before. 

 বাক্যের অর্থঃ ছেলে-মেয়েদের কেউই জনগণের সামনে আগে কখনো পারফর্ম করেনি । 


Solution: 

 এই বাক্যটিতে কোন ভুল নেই । তাই উত্তর অপশন d) এর No Error. 

বাক্যের অর্থঃ কর্তৃত্বপরায়ণ স্বভাবের একজন মানুষ বর্তমান পরিস্থিতিকে গ্রহণ করবে না 


Solution: 

 Me এর বদলে Me শব্দটির Subjective case হিসেবে I হবে । 

 সঠিক বাক্যঃ He didn't know that it was I who did it. 

 বাক্যের অর্থঃ তিনি জানতেন না যে আমিই এটা করেছিলাম । 


Solution: 

 দেখুন is এর পরে Often আছে যা Adverb; তাই Often এরপরে আর একটি Adverb হিসেবে Difficulty 

 টি না বসে বরং Adjective হিসেবে Difficult বসবে । তাই উত্তর b). 

 বাক্যের অর্থঃ নতুন পরিবেশে খাপ খাইয়ে নেয়াটা কোন ব্যক্তির জন্য প্রায়ই কষ্টকর/কঠিন হয়ে পড়ে । 


এই ধরনের বাক্য সমাধান করতে হলে কখন Since বসে আর কখন For বসে তা যেমন জানতে হবে, ঠিক তেমনি কখন Form বসে তাও আপনাকে জানতে হবে । 

 Since 1960 to 1975 দ্বারা আসলে কোন সময় থেকে শুরু হয়ে কোন সময় পর্যন্ত ঘটনাটি চলেছে তার কথা বলা হয়েছে, তাই এই বাক্যে Since এর পরিবর্তে From হবে । 

আর From 1960 to 1975 দ্বারা আসলে Mr. Ashfaq 1960 থেকে শুরু করে 1975 পর্যন্ত Dhaka'য় ছিলেন বুঝানো হচ্ছে বলে উত্তর b). 

মনে রাখবেন, Since দ্বারা কোন সময় থেকে ঘটনাটির শুরু হয়েছে তা নিদির্ষ্ট করে বলা হয় । কিন্তু ঘটনাটির কোন সময়ে শেষ হয়েছে বা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত চলেছে তা 

 Since দ্বারা বুঝায় না । 

 Shortcut: আপনি 1960 to 1975 এই সময়ের মধ্য to শব্দটি লক্ষ্য করুন । এখানে From ........ to এর Structure ব্যবহৃত হয়েছে । মনে রাখবেন, দুটি নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বুঝাতে

সাধারণত form ....... to ........ হয় । তাই বাক্যে সমাধানের ক্ষেত্রে আপনি বিভিন্ন Structure সম্পর্কে ধারণা রাখবেন । 

 বাক্যের অর্থঃ Mr. Ashfaq 1960 থেকে 1975 পর্যন্ত ঢাকায় বাস করেছেন কিন্তু এখন তিনি সিলেটে বাস করছেন । 

 


Solution: 

 দেখুন বাক্যের শেষ শব্দ Now এর আগে Than আছে; যা Comparative degree প্রকাশ করে । তাই 

 A great deal এরপর Low না হয়ে Low এর Comparative degree হিসেবে Lower হবে । তাই উত্তর হবে d). 

 বাক্যের অর্থঃ Crude oil এর দাম বর্তমানের চেয়েও পূর্বে কম ছিল । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

  Argue with মানে কারো সাথে তর্ক করা বা রাগান্বিত হয়ে কথা বলা । যেহেতু এখানে Argued এর 

পরে at আছে, তাই Argue এরপরে at এর পরিবর্তে With বসবে । 

 বাক্যের অর্থঃ সে শুধু পরীক্ষার হলে নকলই করল না, শিক্ষকের সাথে রুঢভাবে তর্কও করল । 


Solution: 

 বাক্যের অর্থঃ তহবিলের অভাবে, আমরা আর আমাদের ব্যবসা চালিয়ে যেতে পারলাম না । 


Inquiry into মানে কোন বিষয়ের তদন্ত করা । এখানে অধ্যক্ষ Case বা ঘটনাটির তদন্ত করেছিলেন বলে 
Inquiry এর পরে Into হবে । 

অনুবাদঃ অধ্যক্ষ ঘটনাটির তদন্ত করেছিলেন । 


Solution: 

 কোন কিছুর নিশ্চয়তা প্রদান করা বোঝাতে Assurance এর পর for বসে । 

 বাক্যের অর্থঃ আমি তোমাকে সাহায্যের জন্য কোন নিশ্চয়তা দিতে পারি না । 


  Apology to মানে কারো কাছে ক্ষমা প্রার্থনা করা । আর এই ক্ষমা প্রার্থনা করা হচ্ছে Rudeness বা খারাপ ব্যবহারের জন্য । তাই 

  Rudeness এর আগে for বসবে । এ কারণে c) to, for সঠিক । মনে রাখবেন   

  Apology to  ( কারো কাছে ক্ষমা চাওয়া ) = You must ask apology to him 
  Apology for ( কোন কারণে ক্ষমা চাওয়া ) = Masum must apologize for what he has done

   বাক্যের অর্থঃ তোমাকে অবশ্যই তোমার রুঢ় ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চাইতে হবে । 


Solution: 

 Welcome এর পরে to বসে । এখানে মেহেদী প্রতিনিধি দলকে কনফারেন্সে স্বাগত জানাচ্ছে বলে Welcome to হবে । 

 অনুবাদঃ জনাব মেহেদী প্রতিনিধি দলকে সম্মেলনে স্বাগত জানালেন । 


যেহেতু পিয়াজের মূল্য এ মাসে খুব বেশি বৃদ্ধি পেয়েছে, তাই Risen হয়েছে । 

অনুবাদঃ পিয়াজের মূল্য এ মাসে অত্যাধিক বৃদ্ধি পেয়েছে । 

মনে রাখবেন Raise, Rise এবং Arise এর মূধ্যে অনেক পার্থক্য আছে । নিচের ছকটি দেখুনঃ   
Present → Past → Participle
» Raise (উঠানো; বাড়ানো; উন্থাপন করা; গড়ে তোলা; লালন-পালন করা ) → Raised → Raised
» Rise (ওঠা; বৃদ্ধি পাওয়া ) → Rose → Risen 
» Arise (জেগে ওঠা; জটিল পরিস্থিতি সৃষ্টি হওয়া )  → Arose → Arisen 


Solution: 

 Lie down for a while মানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়া এবং Laid down অর্থ উৎসর্গ করা । এখানে সে যেহেতু 

অনেক ক্লান্ত ছিল, তাই সে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছে । এ কারণে Lie down for a while হয়েছে । 

অনুবাদঃ সে এত ক্লান্ত ছিলো যে, সে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিল ।  

 মনে রাখবেন Lay এবং Lie এর মধ্যে অনেক পার্থক্য আছে । নিচের ছকটি দেখুনঃ  

 Present     Past   Participle   Gerund  

 Lie (শুয়ে থাকা/ পড়ে 

   থাকা ) 

 Lay    Lain    Lying 
   Lie (মিথ্যা কথা বলা )     Lied    Lied    Lying 

  Lay (শোয়ানো, রাখা; ডিম 

     পাড়া; উৎসর্গ করা ; 

         স্থাপন করা )  

 Laid    Laid    Laing 

 pore over - সতর্কতার/নিবিষ্টভাবে সাথে (বই) পড়া । 

 বাক্যের অর্থঃ পরীক্ষার আগের রাতে তাকে নিবিষ্টভাবে বই পড়তে দেখা গিয়েছিল । 


Solution: 

 Lead পরে Preposition হিসেবে to বসে; যার অর্থ কোনো কিছু ঘটানো । এ কারণে অপশন c) এবং d) বাদ । আর এক্ষেত্রে Yield এর পরে Preposition হিসেবে 

 of বসবে বলে অপশন a) এর for না হয়ে উত্তর হবে অপশন b) এর of. 

 সঠিক বাক্যঃ The traditional method of rice cultivation leads to a yield of about 700 kg./acre of Amon paddy. 

 বাক্যের অর্থঃ চাল চাষের প্রচলিত পদ্ধতি প্রতি একরে প্রায় ৭০০ কেজি আমন ধান উৎপাদন করে ।  


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 Costs যেহেতু অনেক বেশি, তাই Too হবে । একারণে অপশন c) এবং d) বাদ । আর Jacket costs যেহেতু Uncountabel noun, তাই এর আগে Much বসে । একারণে 

অপশন b) এর Too many না হয়ে অপশন a) এর Too much হবে । 

বাক্যের অর্থঃ জ্যাকেটটির দাম খুব বেশি ।  


Passage :

The manager of a Cineplex is going to schedule six movies -- M, N, P, Q, R, and S --- during the course of one week. He will schedule one movie on each day from Monday through Saturday. The manager must schedule the movies according to the following conditions: 

. M must be scheduled earlier in the week than R. 

. P must be scheduled on Tuesday. 

. Q must be scheduled on the day immediately before or immediately after the day on which N is scheduled.  

Solution: 

 প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে, যদি S কে Saturday তে দেখানো হয় তবে Manager এর কাছে 

 গ্রহণযোগ্য কয়টি Schedule থাকতে পারে ? 

দুটি Movie যথাক্রমে P ও Q কে Fixed করে Tuesday ও Saturday তে রেখে বাকি Movie গুলোর 

 Schedule শর্তগুলো মেনে নিম্নোক্তভাবে করা যেতে পারেঃ 

          

 কিন্তু M কে সামনে দিয়ে এবং R কে পেছনে দিলে শর্ত ভঙ্গ হয় বলে আর কোনো গ্রহণযোগ্য অপশন Manager এর 

 হাতে থাকে না । তাই এই দুটি হলো Acceptable schedule. সঠিক উত্তর b). 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, S কে যদি Tuesday তে দেখানো হয় তবে নিচের কোনটি সত্য হবে না ? 

 পাঠক, শর্তানুযায়ী সাজিতে আমরা নিচের চিত্রটি পেতে পারি 

            

   এখানে S ও P এর Schedule আগে থেকেই ঠিক করে দেয়া হয়েছে । পাশাপাশি রাখার জন্য N ও Q কে 

 Friday ও Saturday তে রাখা হয়েছে । আর R কে যেহেতু M এর পরে বসাতে হবে, তাই Wednesday তে 

M না বসে R বসবে । সুতরাং M কে অবশ্যই Monday তে দেখাতে হবে । তাই অপশন a) সত্য নয় । 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, Monday তে কোন Movie দেখানো যেতে পারে ? 

 N ও Q দুটি Movie যেহেতু পরপর দেখাতে হবে তাই  Monday তে হবে না । তাই P কে Tuesday তে রেখে বাকি M ও R কে 

যথাক্রমে Friday ও Saturday তে রাখলে 32 নং প্রশ্নের উত্তরে প্রদত্ত চিত্রের মতো Monday তে S এর Schedule হতে পারে । 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, Q কে যদি Thursday তে দেখানো হয় তবে M কে সর্বশেষ কোন দিন দেখানো যেতে পারে ? 

 দেখুন Q কে দেখানো হবে Thursday তে । আর P কে দেখানো হবে Tuesday তে । 

আর N কে যেহেতু Q এর আগেও Schedule করা যাবে, তাই N কে Wednesday তে দেখানো যেতে পারে । পরে বাকি থাকে R ও M . এখন M কে 

 যেহেতু R এর পূর্বে দেখাতে হবে তাই M কে Friday তে দিয়ে R কে Saturday তে দেখা যেতে পারে । অর্থাৎ নিচের মতো করে Movie গুলো Schedule হতে পারেঃ 

          

  


Solution: 

 এখানে বলা হচ্ছে যে, S কে যদি Friday তে দেখানো হয়, তাহলে M কে অবশ্যই কোন দিনে দেখানো হবে ? 

 S কে  Friday তে, P কে Tuesday তে এবং R কে M এর পরে রেখে নিচের মতো করে Schedule করা যেতে পারেঃ 

      

অর্থাৎ M কে অবশ্যই Monday তে দেখাতে হবে । কারণ N ও Q কে তো Alter করা গেলেও তাদেরকে Wednesday ও 

 Thursday এর মধ্যেই রাখতে হবে । আর R কে তো সবসময় M এর পরে দেখাতে হবে, তাই M কে অবশ্যই Monday তেই দেখাতে হবে ।  


Solution: 

  প্রশ্নে বলা হচ্ছে যে,N কে যদি বৃহঃস্পতিবার দেখানো হয়, তাহলে R কে তার আগে কোন দিন দেখানো যেতে পারে ? 

 নিচের চিত্রটি শর্তগুলো অনুসরণ করে অঙ্কন করা হলোঃ 

              

অর্থাৎ (3) নং শর্তানুযায়ী N কে যদি বৃহঃস্পতিবার দেখানো হয় তবে Q কে তার পরের দিন দিয়ে বুধবার R কে Schedule করা যায় । তাই সঠিক উত্তর c) Wednesday  


Passage :

In an Exhibition, seven cars of different companies - Cadillac, Ambassador, Fiat, Maruti, Mercedes, Bedford and Fargo are standing facing east in the following order: 

 1. Cadillac is next to the right of Fargo. 

 2. Fargo is fourth to the right of  Fiat. 

 3. Maruti car is between Ambassador and Bedford. 

 4. Fiat, which is third to the left of Ambassador, is at one end. 

Solution: 

 প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে, Mercedes এর আসল অবস্থান কোথায় ? 

 Maruti থেকে চতুর্থ স্থানে Mercedes রয়েছে । সঠিক উত্তর হবে d). 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, নিচের কোন গাড়িগুলো Ambassador গাড়িটির ডানপাশে রয়েছে ? 

 চিত্রে দেখুন Ambassador এর ডান পাশে রয়েছে Fargo, Cadillac এবং Mercedes. তাই সঠিক 

উত্তর c). 


Solution: 

 বলা হচ্ছে, নিচের কোন বক্তব্যটি সত্য ? 

 অপশন a) তে বলা হচ্ছে যে, Maruti গাড়িটি Ambassador এর বামে । হ্যাঁ এটিই উত্তর হবে । 

উপরের চিত্র হতে তাই দেখা যাচ্ছে । 

আর বাকি অপশন b), c) এবং d) তে যা বলা হচ্ছে তা যে সত্য নয় সেটা উপরের চিত্র দেখলেই অনুধাবন করা যায় । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 এখানে বলা হচ্ছে যে, Cadillac'র গাড়ি উভয় পাশে কোন গাড়ি দুটি রয়েছে ? 

 শর্তগুলো অনুসরণ করে নিচের মতো করে গাড়িগুলো সাজানো যায়ঃ 

 

 তাই দেখা যাচ্ছে, Cadillac এর উভয় পাশে রয়েছে Forgo এবং Mercedes. তাই সঠিক উত্তর c). 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0