এই ধরনের বাক্য সমাধান করতে হলে কখন Since বসে আর কখন For বসে তা যেমন জানতে হবে, ঠিক তেমনি কখন Form বসে তাও আপনাকে জানতে হবে ।
Since 1960 to 1975 দ্বারা আসলে কোন সময় থেকে শুরু হয়ে কোন সময় পর্যন্ত ঘটনাটি চলেছে তার কথা বলা হয়েছে, তাই এই বাক্যে Since এর পরিবর্তে From হবে ।
আর From 1960 to 1975 দ্বারা আসলে Mr. Ashfaq 1960 থেকে শুরু করে 1975 পর্যন্ত Dhaka'য় ছিলেন বুঝানো হচ্ছে বলে উত্তর b).
মনে রাখবেন, Since দ্বারা কোন সময় থেকে ঘটনাটির শুরু হয়েছে তা নিদির্ষ্ট করে বলা হয় । কিন্তু ঘটনাটির কোন সময়ে শেষ হয়েছে বা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত চলেছে তা
Since দ্বারা বুঝায় না ।
Shortcut: আপনি 1960 to 1975 এই সময়ের মধ্য to শব্দটি লক্ষ্য করুন । এখানে From ........ to এর Structure ব্যবহৃত হয়েছে । মনে রাখবেন, দুটি নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বুঝাতে
সাধারণত form ....... to ........ হয় । তাই বাক্যে সমাধানের ক্ষেত্রে আপনি বিভিন্ন Structure সম্পর্কে ধারণা রাখবেন ।
বাক্যের অর্থঃ Mr. Ashfaq 1960 থেকে 1975 পর্যন্ত ঢাকায় বাস করেছেন কিন্তু এখন তিনি সিলেটে বাস করছেন ।
যেহেতু পিয়াজের মূল্য এ মাসে খুব বেশি বৃদ্ধি পেয়েছে, তাই Risen হয়েছে ।
অনুবাদঃ পিয়াজের মূল্য এ মাসে অত্যাধিক বৃদ্ধি পেয়েছে ।
মনে রাখবেন Raise, Rise এবং Arise এর মূধ্যে অনেক পার্থক্য আছে । নিচের ছকটি দেখুনঃ Present → Past → Participle » Raise (উঠানো; বাড়ানো; উন্থাপন করা; গড়ে তোলা; লালন-পালন করা ) → Raised → Raised » Rise (ওঠা; বৃদ্ধি পাওয়া ) → Rose → Risen » Arise (জেগে ওঠা; জটিল পরিস্থিতি সৃষ্টি হওয়া ) → Arose → Arisen
Costs যেহেতু অনেক বেশি, তাই Too হবে । একারণে অপশন c) এবং d) বাদ । আর Jacket costs যেহেতু Uncountabel noun, তাই এর আগে Much বসে । একারণে
অপশন b) এর Too many না হয়ে অপশন a) এর Too much হবে ।
বাক্যের অর্থঃ জ্যাকেটটির দাম খুব বেশি ।
Passage :
The manager of a Cineplex is going to schedule six movies -- M, N, P, Q, R, and S --- during the course of one week. He will schedule one movie on each day from Monday through Saturday. The manager must schedule the movies according to the following conditions:
. M must be scheduled earlier in the week than R.
. P must be scheduled on Tuesday.
. Q must be scheduled on the day immediately before or immediately after the day on which N is scheduled.
প্রশ্নে বলা হচ্ছে যে,N কে যদি বৃহঃস্পতিবার দেখানো হয়, তাহলে R কে তার আগে কোন দিন দেখানো যেতে পারে ?
নিচের চিত্রটি শর্তগুলো অনুসরণ করে অঙ্কন করা হলোঃ
অর্থাৎ (3) নং শর্তানুযায়ী N কে যদি বৃহঃস্পতিবার দেখানো হয় তবে Q কে তার পরের দিন দিয়ে বুধবার R কে Schedule করা যায় । তাই সঠিক উত্তর c) Wednesday
Passage :
In an Exhibition, seven cars of different companies - Cadillac, Ambassador, Fiat, Maruti, Mercedes, Bedford and Fargo are standing facing east in the following order:
1. Cadillac is next to the right of Fargo.
2. Fargo is fourth to the right of Fiat.
3. Maruti car is between Ambassador and Bedford.
4. Fiat, which is third to the left of Ambassador, is at one end.
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।