Which of the following sentences is correct ? 

A  He is comparatively better today 

B  He is good today than before 

C  He is better today 

D He is best today than yesterday 

Solution

Correct Answer: Option C

Better হচ্ছে well এবং good - এর comparative form। সুতরাং better - এর পূর্বে comparatively আর comparative বাক্যে good and best ব্যবহার সঠিক নয়।

অন্যান্য অপশন কেন সঠিক নয়?
ক) এইখানে comparatively ব্যবহার করা অপ্রয়োজনীয় কারণ ইতিমধ্যে better ব্যাবহার করা হয়েছে। একই বাক্য দুইটি comparative বসে না। 

খ) এই বাক্য 'than' দ্বারা বুঝাচ্ছে এটি দুইটি বাক্যার মধ্যে তুলনা করতেছে, তাই বাক্য better বসবে, better মিসিং আছে, সঠিক বাক্য এইরকম হবেঃ "He is having a better day than before."

ঘ) এই বাক্য best ব্যাবহার করা হয়েছে, এটি superlative ফর্মে আছে। কিন্তু than দ্বারা এটি comparative বুঝাচ্ছে। সঠিক বাক্য হবেঃ "He is better today than yesterday."

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions