'কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল'-
‘চাইতে’ ক্রিয়াটির ব্যবহার কোন ধরনের?
A অনন্বয়ী অব্যয়
B ক্রিয়াবাচক বিশেষণ
C অনুসর্গ তৈরী
D বিশেষণ বাচকতা
Solution
Correct Answer: Option C
বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ
রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে
বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা
কর্মপ্রবচনীয় বলে। অসমাপিকা ক্রিয়ার 'ইতে' > 'তে'
বিভক্তি যুক্ত করে অনুসর্গরূপে ব্যবহার কোন দেশেতে
তরুলতা সকল দেশের চাইতে শ্যামল।'