Southeast Bank Ltd. - Probationary Officer - 2017 (59 টি প্রশ্ন )

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, দুটি পাইপ A এবং B দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে \(37\frac{1}{2}\) মিনিট ও 45 মিনিটে পূর্ণ করা যায় । দুটি পাইপ 

খোলা থাকলে B কত ঘন্টা পর বন্ধ করলে চৌবাচ্চাটি 1 ঘন্টায় পূর্ণ হবে ? 

 পাঠক, অংকটিতে Typist half an hour এর বদলে An hour লিখেছেন, যার কারণে অঙ্কটির সঠিক উত্তর পাওয়া সম্ভব নয় । তবে An hour এর 

বদলে Half an hour থাকলে নিচের মতো করে উত্তর পাওয়া যেত । 

মনে করি, x মিনিট পরে B পাইপটি বন্ধ করতে হবে । 

অতএব, (A + B) দ্বারা x মিনিটে পূরণকৃত অঙ্ক + A দ্বারা (30 - x) মিনিটে পূরণকৃত অংশ = চৌবাচ্চাটির সম্পূর্ণ অংশ । 

অর্থাৎ \(x(\frac{2}{{75}} + \frac{1}{{45}}) + (30 - x)\frac{2}{{75}} = 1\) 

 => \(\frac{{2x}}{{75}} + \frac{x}{{45}} + \frac{{60}}{{75}} - \frac{{2x}}{{75}} = 1\) 

 => \(\frac{x}{{45}} + \frac{{60}}{{75}} = 1\) 

 => \(\frac{x}{{45}} + \frac{4}{5} = 1\) 

 => \(\frac{x}{{45}} = 1 - \frac{4}{5}\)  

 => \(\frac{x}{{45}} = \frac{{5 - 4}}{5} = \frac{1}{5}\) 

 =>  x = \(\frac{{45}}{5}\) = 9 

          অর্থাৎ B পাইপটি 9 মিনিট পর বন্ধ করতে হবে । 


Solution: 

অনুবাদঃ একটি দল 100 টি ম্যাচের মধ্যে 80% খেলায় জিতল এবং বাকি ম্যাচগুলোর মধ্যে মোট 50% খেলায় জিতল । দলটি যদি পুরো বর্ষ জুড়ে 

70% ম্যাচে জিতে,তবে দলটি মোট কতটি খেলায় অংশগ্রহণ করেছিল ? 

মনে করি, Total game খেলেছিল x টি 

 Game win করেছে = (x \( \times \) 70%) = 7x/10 টি 

   প্রশ্নমতে, (100 \( \times \) 80%) + ( x - 100) \( \times \) 50% = 7x/10           => 80 + (x - 100) \( \times \) \(\frac{1}{2} = \frac{{7x}}{{10}}\) 

    => \(\frac{{160 + x - 100}}{2} = \frac{{7x}}{{10}}\)   => 14x = 1,600 + 10x - 1,000      => 14x = 600     x = 150 

 

            Exam Shortcut: শেষ উত্তর অপশন থেকে নিচের মতো Back solve করতে হবে 


 80% of first 100 games      50% of remaining games         70% of for the entire season    
         80    (150 - 100) \( \times \) 50% = 25     150 \( \times \) 70% = 105 i.e (80 + 25)  

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, একজন লোক x টাকা দিয়ে একটি জিনিস কিনে তা 56 টাকায় বিক্রয় করায় x% লাভ হলো, 

জিনিসটির ক্রয়মূল্য কত ? 

প্রশ্নমতে, বিক্রয়মূল্য 56 টাকা এবং ক্রয়মূল্য = x টাকা তাই লাভ = (56 - x) টাকা 

  এখন x% লাভে ক্রয়মূল্য 100 টাকা হলে লাভ x টাকা 

      ক্রয়মূল্য x টাকা হলে লাভ = \(\frac{{x \times x}}{{100}}\) 

                         x = 40 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, একটি ঘড়ি প্রতি 24 ঘন্টায় এক মিনিট Slow হয় । একঘন্টা Slow হতে কত দিন সময় লাগবে ? 

প্রশ্নমতে, ঘড়িটি 1 মিনিট Slow হতে সময় নেয় 24 ঘন্টা বা 1 দিন  

 ঘড়িটি 1 ঘন্টা বা 60 মিনিট Slow হতে সময় নেয় = (1 \( \times \) 60) = 60 দিন  । 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, গতকালের 3 দিন পূর্বের দিন রবিবার হলে, আগামীকালের পূর্বের 2 দিন পর কি বার হবে ? 

Wednesday এর তিন দিন পূর্বের দিন Sunday আর Sunday এর দুই দিন আগের দিন Friday. 

 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, একটি ট্রেন যদি 40 কিমি/ঘন্টা বেগে যায় তবে 11 মিনিট Late করে । আর 50 কিমি/ঘন্টা বেগে গেলে 5 মিনিট 

Late করে । ট্রেনটির যাত্রাস্থানে পৌছাতে প্রকৃত কত সময় লাগবে ? 

ধরি, ট্রেনটির পৌছাতে সময় লাগে = t মিনিট 

 এখন, D = st সূত্রমতে 

     \(40 \times \frac{{(t + 11)}}{{60}} = 50 \times \frac{{(t + 5)}}{{60}}\) 

=>  40 (t + 11)  = 50 (t + 5) 

           t = 19  


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, Lamia এর বয়স ১২ বছর এবং তার বয়স Farzin এর বয়সের তিনগুণ । সে যখন Farzin এর বয়সের দ্বিগুণ হবে তখন তার 

বয়স কত হবে ? 

 লামিয়ার বয়স = 12 বছর 

 ফারজিনের বয়স হবে = 12 \( \div \) 3 = 4 বছর । 

 মনে করি, x বছর পরে লামিয়ার বয়স ফারজিনের বয়সের দ্বিগুণ হবে । 

 প্রশ্নমতে, (12 + x) = 2(4+x)  => 12 + x = 8 + 2x  => 2x - x = 12 - 8    x = 4 বছর  

   4 বছর পর ফারজিনের বয়স হবে = 4 + 4 = 8 বছর 

   অতএব, 4 বছর পর লামিয়ার বয়স হবে = 12 + 4 = 16 বছর । 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে 1,500 কে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার y% কমানো হলে সংখ্যা 1,080 হলো । y এর মান কত ? 

1,500 কে প্রথমে 20% বাড়িয়ে পাই = 1,500 + 1,500 এর 20% = 1,500 + 1,500 \( \times \) 20/100 = 1,500 + 300 = 1,800 

 প্রশ্নমতে, 1,800 - 1,800 এর y% = 1,080 

 => 1,800 - 1800y/100 = 1,080 

 => 1,800 - 18y = 1,080 

 => 18y = 1,800 - 1,080 

 => 18y = 720 

  => y = 720/18 

       y = 40 


Solution: 

          4 + 4a+1  = 4a+2  - 176  

  => 176 = 4a+2  - 4 - 4a+1  

 => 4 \( \times \) 4 - 4 - 4 \( \times \) 4 = 176 

 => 4 \( \times \) 16 - 4 - 4 \( \times \) 4 = 176 

 => 4 (16 - 1 - 4) = 176 

 => 4 (16 - 5 ) = 176 

 => 4 \( \times \) 11 = 176 

 => 4 = 176/11 

 => 4 = 16 

 => 4 = 4 

     a = 2. 

 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, সাকিব 12 টি আম 10 টাকায় কিনে 10 টি আম 12 টাকায় বিক্রয় করলে তার শতকরা কত টাকা লাভ থাকবে ? 

 12টি আমের ক্রয়মূল্য = 10 টাকা 

  1 টি আমের ক্রয়মূল্য = 10/12 = 5/6 টাকা 

 আবার, 10টি আমের বিক্রয়মূল্য = 12 টাকা 

   1টি আমের বিক্রয়মূল্য = 12/10 = 6/5 টাকা 

     লাভ = \((\frac{6}{5} - \frac{5}{6}) \times 100\% \)

           = \((\frac{{36 - 25}}{{30}}) \times 100\% \) 

           = \((\frac{{11}}{{30}} \times 100)\% \) = 36.67% 


Solution: 

দেয়া আছে, x = a + b   .............(1) 

               y = a + 2b   ...........(2)

 (1) => a + b = x  => a = x - b .. (3) 

 (2) নং সমীকরণে a এর মান বসাই, 

 y = a + 2b = x - b + 2b = x + b    b = y - x 

 এখন b এর মানো (3) নং সমীকরণে বসাই, 

   a = x - b = x - y + x = 2x - y 

   প্রদত্ত রাশিমালা = a - b 

                      = 2x - y - (y - x) 

                      = 2x - y - y + x 

                     = 3x - 2y  


Solution: 

যদি y : x = 3 এবং x + y = 80 হয় তবে y = ? 

  Given, y/x = 3 ........... (1) 

     এবং y + x = 80 ........ (2) 

 From (1), y/x = 3 

        y = 3x 

     (1) নং এ y এর মান বসিয়ে পাই 

         y + x = 80 

   => 3x + x = 80 

   => 4x = 80 

          x = 20 

       (1) নং এ x এর মান বসিয়ে পাই 

        y/x = 3 

   => y/20 = 3 

          y = 60  


প্রশ্নে বলা হচ্ছে যে, একজন দোকানদার ৪% লাভে একটি দ্রব্য 540 টাকায় বিক্রয় করলেন । দ্রবটির ক্রয়মূল্য কত ছিল ? 

  ৪% লাভে, ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে = 100 + 8 = 108 টাকা 

  অর্থাৎ বিক্রয়মূল্য 108 টাকা হলে ক্রয়মূল্য = 100 টাকা 

  বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য = 100/108 টাকা 

  বিক্রয়মূল্য 540 টাকা হলে ক্রয়মূল্য = \(\frac{{100 \times 540}}{{108}}\) = 500 টাকা 


Solution: 

 দেয়া আছে, w = 2x = \(\sqrt {2y} \) 

 অর্থাৎ w = \(\sqrt {2y} \) এবং 2x = \(\sqrt {2y} \)     x = \(\frac{{\sqrt {2y} }}{2}\) 

     প্রদত্ত রাশিমালা = w - x 

                        = \(\sqrt {2y}  - \frac{{\sqrt {2y} }}{2}\)

                        = \(\frac{{2\sqrt {2y}  - \sqrt {2y} }}{2}\) 

                        = \(\frac{{\sqrt {2y} (2 - 1)}}{2} = \frac{{\sqrt {2y} }}{2}\) 


Solution: 

 দেয়া আছে, b = a + c 

   => a + c = 3 

    প্রদত্ত রাশিমালা = ab + bc 

                       = b(a+c) 

                       = 3 \( \times \) 3 

                       = 9 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা 2,450 কে গুণ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া যাবে ? 

পাঠক, আসুন আমরা অপশনগুলো দিয়ে 2,450 কে গুণ করে দেখি, কোনটি দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ বর্গসংখ্যা হয় । 

   2,450 \( \times \) 2 = 4,900 

 এই 4,900 একটি পূর্ণ বর্গসংখ্যা, কারণ = \(\sqrt {4900}  = \sqrt {{{(70)}^{2\;}}}  = 70\) 

     অতএব, আমরা উত্তর পেয়ে গেলাম । তাই আর অন্যগুলো দিয়ে টেষ্ট করলাম না । 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, 70 জন লোক একটি কাজ 30 দিনে করে । 12 দিনে ঐ কাজ সম্পন্ন করতে হলে কতজন শ্রমিক দরকার হবে ? 

 30 দিনে কাজটি করে = 70 জন লোক 

 1 দিনে কাজটি করে = (70 \( \times \) 30) জন লোক 

 12 দিনে কাজটি করে = \(\frac{{70 \times 30}}{{12}}\) = 175 জন লোক 


Solution: 

 অনুবাদঃ এই সিরিজের ৬ষ্ঠ ও ৫ম পদের পার্থক্য কত যেখানে বিন্যস্ত সংখ্যাগুলো 2, 4, 7, .... যার n তম পদ n + 2n-1  ?  

 nth  term     6th  term     5th  term   6th  term - 5th  term    
 n + 2n-1       6 + 26-1  = 38   5 + 25-1  = 21     38 - 21 = 17 

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, 30 জন চাকুরী প্রার্থীর মধ্যে কমপক্ষে 14 জনের 4 বছরের Experience আছে এবং 3 জনের 4 বছরের কম 

Experience আছে এবং তাদের কোনো Degree নেই এবং 18 জনের Degree আছে । কতজন চাকুরী প্রার্থীর কমপক্ষে 4 বছরের 

Experience এবং Degree আছে ? 

Shortcut 1: All = All single - Both + None 

  => 30 = 14 + 18 - Both + 3 

 => Both = 35 - 30 

          [ উল্লেখ্য এখানে None বলতে 4 বছরের Experience এবং Degree কোনোটিই নেই এরকম প্রার্থীদের বুঝানো হচ্ছে । ] 

  Both = 5 অর্থাৎ 5 জন প্রার্থীর Experience এবং Degree উভয়ই আছে । 

    Shortcut 2: নিচের মতো ছক একেও করতে পারেন 

      Less than 4 years' experience     At least 4 year' experience      Total       
 Degree                     13               5      18 
 Not have a degree                        3               9      12 
       Total                     16               14       30 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, বর্গাকৃতির একটি আয়নার একটি কর্ণের দৈর্ঘ্য 20 ইঞ্চি । আয়নাটির সম্ভাব্য পরিসীমা কত ? 

আমরা জানি, বর্গের কর্ণ = \(\sqrt 2  \times \) বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা = 4 \( \times \) বাহুর দৈর্ঘ্য 

এখন, বাহুর দৈর্ঘ্য = a হলে প্রশ্নমতে, \(\sqrt 2 \) a = 20      a = \(\frac{{20}}{{\sqrt 2 }}\) 

 আয়নাটির সম্ভাব্য পরিসীমা = \(4a = 4 \times \frac{{20}}{{\sqrt 2 }} = 2 \times 2 \times \frac{{20}}{{\sqrt 2 }} = 2 \times \sqrt 2  \times \sqrt 2  \times \frac{{20}}{{\sqrt 2 }} = 40\sqrt 2  = 56.57 \approx 57\)


Solution: 

২০১৬ সালের ২৩শে ডিসেম্বর United Nations General Assembly তে Turkey এর গেজি পার্কে অনুন্নত 

দেশগুলোর জন্য Technology Bank এর Headquarter স্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে । 


Solution: 

২০১৬ সালে অর্থনৈতিতে নোবেল পুরস্কার পান অলিভার হার্ট (ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক) ও ছোট হমস্ট্রোম 

(ফিনল্যান্ডে জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক) । 

 Name   Angus Deaton   Tomas Lindahl    Paul Modrich   Juan Manuel Santos  
 Date   12th  October 2015     7th  October 2015     7th  October 2015   10th December 2016 
 Subject   Economics      Chemistry     Chemistry       Peace 
 Country    England-America      Sweden      America       Colombia 


Solution: 

BASIC Bank এবং Rajshahi Krishi Unnayan Bank হচ্ছে Scheduled & Speciallzed bank. আবার NRB 

Commercial Bank হচ্ছে একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক । 


Solution: 

    দেশের নাম       নাইজেরিয়া      সোমালিয়া     কলম্বিয়া       লেবানন   
 জঙ্গি সংগঠনের নাম        Boko Haram      Al Shabaab       FARC    Hezbollah    

1971 সালের 25 শে মার্চ রাতে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী "অপরেশন সার্চলাইটের" অধীনে ঘুমন্ত ঢাকাবাসীর উপর যে 

নির্মম হত্যাকাণ্ড সংঘঠিত হয় তা প্রচার করেছিলেন । তাই সঠিক উত্তর d) এর Simon Dring. 


- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়।
- ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে "Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো: 
- প্রথম : দারিদ্র্য নির্মূল 
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
 - চতুর্থ : মানসম্মত শিক্ষা 
- পঞ্চম : লিঙ্গ সমতা 
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন 
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি 
- অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি 
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো 
- দশম : বৈষম্য হ্রাস
 - একাদশ : টেকসই শহর ও জনগণ 
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন 
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ 
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান 
- পঞ্চদশ : স্থলভাগের জীবন 
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
 - সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

Solution: 

WTO এর পূর্ণরূপ হচ্ছে World Trade Organization. যা ১৯৯৫ সালের ১লা জানুযায়ী Uruguay Round এর 

মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ।  


Solution: 

1981 সালের 31 December 'AB Bank' দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে আবির্ভূত হয় । 1982 সালের 12 

April ব্যাংকটি তার কার্যক্রম শুরু করে । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- 'Herd loan' সম্পর্কে জানার পূর্বে 'Hard Currency' সম্পর্কে ধারণা থাকলে ভালো । 'Hard Currency' হলো ঐ সকল দেশের মুদ্রা যে সকল দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রয়েছে এবং বহির্বিশ্বে ঐ দেশের মুদ্রার মানের উঠানামা খুব কম হয় ।
- অন্যদিকে 'Hard loan' হলো এক ধরণের ঋণ যা ভিন্ন দেশ থেকে নেয়া হয় এবং এই ঋণ পরিশোধ করার সময় তা 'Hard Currency' দিয়ে পরিশোধ করলে ঐ Loan কে 'Hard loan' বলা হয় । অর্থাৎ উন্নত দেশগুলোর মুদ্রা দ্বারা ঋণ পরিশোধ করা হলে সেই লোনকে 'Hard Loan' বলা হয়।


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0