২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয়—

A.    ১০২৪ মার্কিন ডলার

B.    ১০৪৪ মার্কিন ডলার

C.    ৯৪৬ মার্কিন ডলার

D.    ৮৯৬ মার্কিন ডলার

Answer: Option B

Solution(By Myexaminer Team)
 

অর্থনৈতিক সমীক্ষা-২০১৬ অনুযায়ী, বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ১,৪৬৬ মার্কিন ডলার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাব মতে, ২০১৫-১৬ অর্থবছরে মাথাপিছু আয় ১,৪৬৫ মার্কিন ডলার।

Updated: 25 Nov. 2016

আজ Thursday, May 02, 2024 প্রতিযোগিতামূলক LIVE পরীক্ষায় অংশগ্রহণ করুন।

কোর্সের নাম পরীক্ষার নাম ও সিলেবাস
সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সাপ্তাহিক প্রবাহ- ৭
বিগত সপ্তাহের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও গত একবছরের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক।
(১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ। পরীক্ষা- ৭

বাংলা সাহিত্য

মধ্যযুগের উল্লেখযোগ্য সাহিত্যিক ও সাহিত্যকর্মঃ আবদুল হাকিম, আলাওল, এন্টনি ফিরিঙ্গি , কৃত্তিবাস ওঝা ,কোরেশী মাগন ঠাকুর , কানাহরি দত্ত , গোবিন্দদাস , চণ্ডীদাস , চন্দ্ৰাবৰ্তী , জ্ঞানদাস , দৌলত উজির বাহারাম খান , দৌলত কাজী ফকির গরিবুল্লাহ , বড়ু চণ্ডীদাস , বিদ্যাপতি , ভারতচন্দ্র রায়গুণাকর , মালাধর বসু , মানিক দত্ত ,কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত , বামনিধি গুপ্ত , রামপ্রসাদ সেন , শাহ মুহম্মদ সগীর , শেখ ফয়জুল্লাহ , সৈয়দ সুলতান , সৈয়দ হামজা।

নোটঃ আমাদের প্রতিটি প্রশ্ন আপনার জ্ঞান এবং দক্ষতা প্রদর্শনের একটি সুযোগ। মনোযোগী থাকুন, আত্মবিশ্বাসী থাকুন এবং এগিয়ে যেতে থাকুন আমাদের প্রতিটি পরীক্ষার মাধ্যমে। সাফল্য আসবেই! আমাদের প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা আছে, প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা অ্যাপ -এ পাবেন। অ্যাপ-এ প্রতিটি প্রশ্ন ও ব্যাখ্যা যদি ভালোভাবে পড়তে পারেন। তাহলে ইনশাআল্লাহ যেকোন পরীক্ষায় ৭০%-৮০% কমন পাবেন। Download App PDF রুটিন