বাংলাদেশের ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থা (49 টি প্রশ্ন )
 - নোয়াখালীর পূর্বনাম সুধারাম।

কিছু জেলার পুর্ব নামঃ
✔ ঢাকা জেলার পূর্ব নাম - জাহাঙ্গীরনগর
✔ চট্টগ্রাম জেলার পূর্ব নাম - ইসলামাবাদ বা পোরটো গ্রানডে
✔ খুলনা জেলার পূর্ব নাম - জাহানাবাদ
✔ সিলেট জেলার পূর্ব নাম - জালালাবাদ
✔ যশোর জেলার পূর্ব নাম - খিলাফাতাবাদ
✔ বাগেরহাট জেলার পূর্ব নাম  - খলিফাবাদ
✔ ময়মনসিংহ জেলার পূর্ব নাম - নাসিরাবাদ
✔ ফরিদপুর জেলার পূর্ব নাম  - ফাতেহাবাদ
✔ বরিশাল জেলার পূর্ব নাম - ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ
✔ কুমিল্লা জেলার পূর্ব নাম  - ত্রিপুরা
✔ কুষ্টিয়া জেলার পূর্ব নাম  - নদীয়া
✔ ফেনী জেলার পূর্ব নাম  -  শমসের নগর

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
ময়মনসিঙ্গহ বিভাগ প্রতিষ্ঠিত হয় ১৪ সেপ্টেম্বর ২০১৫ সালে। ময়মনসিঙ্গহ বিভাগের ৪ টি জেলা হলো- ময়মনসিঙ্গহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
-বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ও একমাত্র দ্বীপ জেলা ভোলা
-এই জেলার অন্তর্গত মনপুরা দ্বীপে পর্তুগিজরা বসবাস করত । -এর পূর্বনাম দক্ষিণ শাহবাজপুর ।
- ভোলার আদি নাম ছিল দক্ষিণ শাহবাজপুর।  
-১৮৪৫ সালে ভোলা নোয়াখালী জেলার অধীনে মহকুমা হিসেবে স্বীকৃতি পেয়েছিল।
- ১৯৮৪ সালে ভোলা মহকুমা স্বতন্ত্র জেলা হিসেবে উন্নীত হয় এবং ভোলা জেলা শহর হিসেবে মর্যাদা পায়।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
বরতমান ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী , পাবনা, ময়মনসিনহগ, ঢাকা, কুষ্টিয়া নিয়ে বঙ্গ জনপদ গঠিত ছিল।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
-২ ডিসেম্বর ১৯৯৭ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে জাতীয় সংসদের তৎকালীন চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষে জাতীয় সংসদের সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
 

বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫১৩৮ কি মি বা ৩২২০  মাইল । 


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
দেশে বর্তমানে উপজেলার সংখ্যা – ৪৯৫ নতুন উপজেলা গুলো হচ্ছে- মাদারীপুরের ডাসার, কক্সবাজারের ঈদগাঁও ও সুনামগঞ্জের মধ্যনগর।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0