বাংলাদেশের ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থা (49 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
 - নোয়াখালীর পূর্বনাম সুধারাম।

কিছু জেলার পুর্ব নামঃ
✔ ঢাকা জেলার পূর্ব নাম - জাহাঙ্গীরনগর
✔ চট্টগ্রাম জেলার পূর্ব নাম - ইসলামাবাদ বা পোরটো গ্রানডে
✔ খুলনা জেলার পূর্ব নাম - জাহানাবাদ
✔ সিলেট জেলার পূর্ব নাম - জালালাবাদ
✔ যশোর জেলার পূর্ব নাম - খিলাফাতাবাদ
✔ বাগেরহাট জেলার পূর্ব নাম  - খলিফাবাদ
✔ ময়মনসিংহ জেলার পূর্ব নাম - নাসিরাবাদ
✔ ফরিদপুর জেলার পূর্ব নাম  - ফাতেহাবাদ
✔ বরিশাল জেলার পূর্ব নাম - ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ
✔ কুমিল্লা জেলার পূর্ব নাম  - ত্রিপুরা
✔ কুষ্টিয়া জেলার পূর্ব নাম  - নদীয়া
✔ ফেনী জেলার পূর্ব নাম  -  শমসের নগর
i
ব্যাখ্যা (Explanation):
 

দক্ষিণ তালপট্টি দ্বীপ (বাংলাদেশে পরিচিত) বা নিউ মুর আইল্যান্ড (ভারতে পরিচিত) বঙ্গোপসাগরের ছোটো জনবসতিহীন সাগরমুখী দ্বীপ। এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত।

i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
বরতমান ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী , পাবনা, ময়মনসিনহগ, ঢাকা, কুষ্টিয়া নিয়ে বঙ্গ জনপদ গঠিত ছিল।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
মনপুরা দ্বীপ হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর এলাকার উত্তরদিকে মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি দ্বীপ। এটি ভোলা জেলার মনপুরা উপজেলায় কিছুটা অংশ জুড়ে অবস্থিত। এই দ্বীপের আয়তন ৩৭৩ বর্গ কিলোমিটার।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
ময়মনসিঙ্গহ বিভাগ প্রতিষ্ঠিত হয় ১৪ সেপ্টেম্বর ২০১৫ সালে। ময়মনসিঙ্গহ বিভাগের ৪ টি জেলা হলো- ময়মনসিঙ্গহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
শর্টকাট টেকনিক ছাড়াই বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো:

- বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ক্রান্তীয় অঞ্চলে হওয়ায় এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়।

- জলবায়ুর তারতম্য অনুসারে বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ২০৩ সেন্টিমিটার

- তবে অঞ্চলভেদে বৃষ্টিপাতের পরিমাণে বেশ তারতম্য লক্ষ করা যায়, যেমন—সিলেটের লালখানে দেশের সর্বাধিক বৃষ্টিপাত হয়।

- অন্যদিকে নাটোরের লালপুরে দেশের সবচেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

- মোট বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগই সংঘটিত হয় বর্ষাকালে বা মৌসুমি বায়ুর প্রভাবে।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
-বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ও একমাত্র দ্বীপ জেলা ভোলা
-এই জেলার অন্তর্গত মনপুরা দ্বীপে পর্তুগিজরা বসবাস করত । -এর পূর্বনাম দক্ষিণ শাহবাজপুর ।
- ভোলার আদি নাম ছিল দক্ষিণ শাহবাজপুর।  
-১৮৪৫ সালে ভোলা নোয়াখালী জেলার অধীনে মহকুমা হিসেবে স্বীকৃতি পেয়েছিল।
- ১৯৮৪ সালে ভোলা মহকুমা স্বতন্ত্র জেলা হিসেবে উন্নীত হয় এবং ভোলা জেলা শহর হিসেবে মর্যাদা পায়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
 

কোন স্থানের ঠিক বিপরীত স্থানকে ঐ স্থানের প্রতিপাদস্থান বলে। অর্থাৎ কোন নির্দিষ্ট স্থান হতে পৃথিবীর কেন্দ্র ভেদ করে যদি কোন সরলরেখা টানা হয় তা পৃথিবীর অপর যে প্রান্তে ভেদ করবে তাকে ১ম স্থানের প্রতিপাদস্থান বলা হবে।

i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
 

সীতাকুণ্ড বাজার থেকে পূর্ব দিকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই চন্দ্রনাথ পাহাড়।দেশের একমাত্র গরম পানির ঝর্ণাও এই চন্দ্রনাথের পাহাড়ে অবস্থিত।

i
ব্যাখ্যা (Explanation):
-২ ডিসেম্বর ১৯৯৭ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে জাতীয় সংসদের তৎকালীন চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষে জাতীয় সংসদের সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
 

বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫১৩৮ কি মি বা ৩২২০  মাইল । 

i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশে তুলা উৎপাদনের প্রধান চারটি অঞ্চল হলো যশোর, রংপুর, ঢাকা এবং চট্টগ্রাম। এর মধ্যে যশোর ও রংপুর অঞ্চলের অন্তর্গত জেলাগুলো যেমন—যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রংপুর এবং রাজশাহীতে সবচেয়ে বেশি পরিমাণে তুলা উৎপাদিত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
 

 

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল বেশ পরিচিত। এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল-ভূখন্ডের যোগাযোগের জন্য একটি "প্যাসেজ ডোর'- এর ব্যবস্থা হয়েছিল, যা বর্তমানে "তিন বিঘা করিডোর' নামে পরিচিত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
 

দক্ষিণ তালপট্টি একটি উপকূলবর্তী দ্বীপ। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভূক্ত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় এটি জেগে ওঠে। বাংলাদেশের সাতক্ষীরা জেলা ও পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বশীরহাট থানার মধ্যকার হাড়িয়াভাঙ্গা নদী দ্বারা চিহ্নিত সীমান্ত রেখা বরাবর দক্ষিণে হাড়িয়াভাঙ্গা মোহনায় অগভীর সমুদ্রে এ ক্ষুদ্র দ্বীপটি গড়ে উঠেছে। ১৯৭০ সালের নভেম্বরে প্রলয়ঙ্করী  ঘূর্ণিঝড় আঘাত হানার ঠিক পর পরই দ্বীপটি প্রথম দৃষ্টিগোচর হয়।

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0