আন্তর্জাতিক বিবিধ (54 টি প্রশ্ন )
- ড. ইউনূস "সামাজিক ব্যবসা" (Social Business) ধারণার প্রবর্তন করেন, যা লাভের বদলে সামাজিক সমস্যার সমাধানকে প্রাধান্য দেয়।
- তাঁর মতে, সামাজিক ব্যবসা এমন একটি মডেল, যেখানে উদ্যোক্তা ব্যবসা পরিচালনা করেন, কিন্তু তার লক্ষ্য থাকে সামাজিক সমস্যার সমাধান, যেমন দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ইত্যাদি।
- তাঁর "ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি" এবং "বিল্ডিং সোশ্যাল বিজনেস" বইগুলোতে এই ধারণাগুলোর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।

মেরু দিবসের দুটি মূল সময়কাল:

১. মোট মেরু দিবস (১৮৬ দিন):

- প্রতিটি মেরুতে বছরে প্রায় ১৮৬ দিন সূর্য অস্ত যায় না
- এটি পৃথিবীর অক্ষের হেলনের কারণে ঘটে
- প্রতিটি মেরু প্রায় ৬ মাস ধরে অবিরত সূর্যালোক পায়

২. নিরবচ্ছিন্ন সূর্যালোক (১৪১ দিন):

- ১৮৬ দিনের মধ্যে প্রায় ১৪১ দিন সূর্য সম্পূর্ণভাবে ক্ষিতিজের উপরে থাকে
- এই সময়ে সূর্য ক্ষিতিজের কাছাকাছিও যায় না
- বাকি দিনগুলিতে (মৌসুমের শুরু ও শেষে):
             - সূর্য ক্ষিতিজের খুব কাছাকাছি থাকে
             - বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে সূর্য ক্ষিতিজের কাছে নেমে আসতে পারে

পার্থক্যের কারণ:

- ১৮৬ দিন হল সম্পূর্ণ মেরু দিবসের সময়কাল
- ১৪১ দিন হল সেই সময়কাল যখন সূর্য পুরোপুরি ক্ষিতিজের উপরে থাকে
- এই পার্থক্য মূলত মেরু দিবসের সময় সূর্যের ক্ষিতিজ সাপেক্ষে অবস্থানের কারণে হয়
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রটি জাপানের ফুকুশিমা জেলার ফুটাদা ও ওকুমা শহরে অবস্থিত ।
-এটি ৩.৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত ।
-এ পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে ৬ টি রিঅ্যাক্টর  বা চুল্লি ছিল
-২০১১ সালের ১১ মার্চ ঘটে যাওয়া ৯.০ মাত্রার ভুমিকম্পে এ বিদ্যুৎকেন্দ্রের অপূরণীয় ক্ষতি হয় এবং প্রায় সবগুলো রিঅ্যাক্টর  ক্ষতিগ্রস্ত হয় ।


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
 

ইসলাম ধর্মের শেষ বাণীবাহক মুহাম্মদ(সাঃ) মক্কার ক্বুরায়েশদের দ্বারা বিতাড়িত হয়ে মক্কা থেকে মদীনা চলে যান। তাঁর এই জন্মভূমি ত্যাগ করার ঘটনাকে ইসলামে 'হিজরত' আখ্যা দেয়া হয়। রাসুল মুহাম্মদ (সা:)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই হিজরী সাল গণনার সূচনা। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর (রা:)-এর শাসনামলে ১৭ই হিজরী অর্থাৎ রাসুল মুহাম্মদ (সা:)-এর মৃত্যুর সাত বছর পর চান্দ্র মাসের হিসাবে এই পঞ্জিকা প্রবর্তন করা হয়। হিজরতের এই ঐতিহাসিক তাৎপর্যের ফলেই হযরত ওমর রা. এর শাসনামলে যখন মুসলমানদের জন্য পৃথক ও স্বতন্ত্র পঞ্জিকা প্রণয়নের কথা উঠে আসে তখন তাঁরা সর্বসম্মতভবে হিজরত থেকেই এই পঞ্জিকার গণনা শুরু করেন। যার ফলে চান্দ্রমাসের এই পঞ্জিকাকে বলা হয় ‘হিজরী সন’।


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
 

প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৩ খ্রিস্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে, আর দক্ষিণ গোলার্ধে দিবসটি শরতে পালিত হয়।


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
 

বাংলাদেশ এবং ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দনাথ ঠাকুর।


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
 

আলেকজান্ডার গ্রাহাম বেল (৩রা মার্চ, ১৮৪৭ - ২রা আগস্ট, ১৯২২) প্রখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবক। টেলিফোনের অন্যতম আবিষ্কারক হিসেবে তিনি সবচেয়ে পরিচিত।


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0