- ড. ইউনূস "সামাজিক ব্যবসা" (Social Business) ধারণার প্রবর্তন করেন, যা লাভের বদলে সামাজিক সমস্যার সমাধানকে প্রাধান্য দেয়। - তাঁর মতে, সামাজিক ব্যবসা এমন একটি মডেল, যেখানে উদ্যোক্তা ব্যবসা পরিচালনা করেন, কিন্তু তার লক্ষ্য থাকে সামাজিক সমস্যার সমাধান, যেমন দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ইত্যাদি। - তাঁর "ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি" এবং "বিল্ডিং সোশ্যাল বিজনেস" বইগুলোতে এই ধারণাগুলোর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- প্রতিটি মেরুতে বছরে প্রায় ১৮৬ দিন সূর্য অস্ত যায় না - এটি পৃথিবীর অক্ষের হেলনের কারণে ঘটে - প্রতিটি মেরু প্রায় ৬ মাস ধরে অবিরত সূর্যালোক পায়
২. নিরবচ্ছিন্ন সূর্যালোক (১৪১ দিন):
- ১৮৬ দিনের মধ্যে প্রায় ১৪১ দিন সূর্য সম্পূর্ণভাবে ক্ষিতিজের উপরে থাকে - এই সময়ে সূর্য ক্ষিতিজের কাছাকাছিও যায় না - বাকি দিনগুলিতে (মৌসুমের শুরু ও শেষে): - সূর্য ক্ষিতিজের খুব কাছাকাছি থাকে - বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে সূর্য ক্ষিতিজের কাছে নেমে আসতে পারে
পার্থক্যের কারণ:
- ১৮৬ দিন হল সম্পূর্ণ মেরু দিবসের সময়কাল - ১৪১ দিন হল সেই সময়কাল যখন সূর্য পুরোপুরি ক্ষিতিজের উপরে থাকে - এই পার্থক্য মূলত মেরু দিবসের সময় সূর্যের ক্ষিতিজ সাপেক্ষে অবস্থানের কারণে হয় ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রটি জাপানের ফুকুশিমা জেলার ফুটাদা ও ওকুমা শহরে অবস্থিত । -এটি ৩.৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত । -এ পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে ৬ টি রিঅ্যাক্টর বা চুল্লি ছিল -২০১১ সালের ১১ মার্চ ঘটে যাওয়া ৯.০ মাত্রার ভুমিকম্পে এ বিদ্যুৎকেন্দ্রের অপূরণীয় ক্ষতি হয় এবং প্রায় সবগুলো রিঅ্যাক্টর ক্ষতিগ্রস্ত হয় ।
ইসলাম ধর্মের শেষ বাণীবাহক মুহাম্মদ(সাঃ) মক্কার ক্বুরায়েশদের দ্বারা বিতাড়িত হয়ে মক্কা থেকে মদীনা চলে যান। তাঁর এই জন্মভূমি ত্যাগ করার ঘটনাকে ইসলামে 'হিজরত' আখ্যা দেয়া হয়। রাসুল মুহাম্মদ (সা:)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই হিজরী সাল গণনার সূচনা। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর (রা:)-এর শাসনামলে ১৭ই হিজরী অর্থাৎ রাসুল মুহাম্মদ (সা:)-এর মৃত্যুর সাত বছর পর চান্দ্র মাসের হিসাবে এই পঞ্জিকা প্রবর্তন করা হয়। হিজরতের এই ঐতিহাসিক তাৎপর্যের ফলেই হযরত ওমর রা. এর শাসনামলে যখন মুসলমানদের জন্য পৃথক ও স্বতন্ত্র পঞ্জিকা প্রণয়নের কথা উঠে আসে তখন তাঁরা সর্বসম্মতভবে হিজরত থেকেই এই পঞ্জিকার গণনা শুরু করেন। যার ফলে চান্দ্রমাসের এই পঞ্জিকাকে বলা হয় ‘হিজরী সন’।
প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৩ খ্রিস্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে, আর দক্ষিণ গোলার্ধে দিবসটি শরতে পালিত হয়।
✅ অ্যাপ এর current version -এ আপনাদের বেশিরভাগ মনে করতেছেন 'প্রশ্ন ব্যাংক' বাটনে শুধু বিষয়ভিত্তিক ভাবে প্রশ্ন দেওয়া আছে, যা ভুল। প্রতিটি বিষয়ের প্রশ্নগুলোকে বিষয়, টপিক ও সাব-টপিক ভিত্তিকভাবে সাজানো হয়েছে। টপিক বা সাব-টপিক দেখার জন্য "প্রতি বিষয়ের ডান পাশ [→] দেখতে পারবেন।
✅ প্রতি সপ্তাহের রিসেন্ট জব শুলুশন্স সবার জন্য ফ্রি থাকবে।
✅ ৪৭তম বিসিএস প্রস্তুতির MyExaminer অ্যাপ -এ মেগা আয়োজনে নিচের রুটিনে আলাদা কোর্সে নিয়মিত পরীক্ষা হচ্ছে, - টপিক ভিত্তিক ১২০ দিনের রুটিন (মোট পরীক্ষা ৬০টি) - টপিক ভিত্তিক ২২০ দিনের রুটিন - বাংলা ভাষা ও সাহিত্য - ইংরেজি ভাষা ও সাহিত্য - গণিত ও মানসিক দক্ষতা - প্রতি সপ্তাহে একটি বিষয়ের পুরো সিলেবাসের উপর একটি পরীক্ষা (এটি ফ্রি) - প্রতি সপ্তাহে একটি ফুল মডেল টেস্ট (আপকামিং)
এই আয়োজনে ৬ মাসের Full App Access প্যাকেজ ৫০% ডিসকাউন্টে ৩০০টাকা। অফার চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
✅ চাকরির জন্য ৮০০ টাকা বিনিয়োগ তেমন কিছুই নয়। মাত্র ৮০০ টাকায়( ডিসকাউন্টেড প্রাইস, রেগুলার প্রাইস ১৪০০টাকা) দুই বছর মেয়াদী প্যাকেজ সাবস্ক্রাইব করে নিশ্চিন্তে নিয়মিত পরীক্ষা দিন। প্যাকেজ সাবস্ক্রাইভ করতে 'পেমেন্ট' বাটনে ক্লিক করুন, আমাদের আরও আছে ১, ৩, ৬ মাস বা ১ বছরের প্যাকেজ। মাত্র ৩ মাস পরে নিজেকে চিনতে পারবেন, আপনার প্রস্তুতি অনেক এগিয়েছে। প্যাকেজ সাবস্ক্রাইব করতে সিদ্ধান্তহীনতায় ভুগছেন? আরও কয়েকটি অ্যাপ দেখে তারপর সাবস্ক্রাইব করবেন? এতে আপনার ক্ষতি, সময় নষ্ট করে আপনাকে এখানেই আসতে হবে। কারণ:
- আমরা পরীক্ষায় কমন আসা প্রশ্ন নিয়ে সেট তৈরি করি। - বাজারে প্রচলিত সব ভালো বই থেকে প্রতিটি ছোট ছোট টপিক থেকে প্রশ্ন করা হয়। - প্রশ্ন ব্যাংকে ডুপ্লিকেট প্রশ্ন পাবেন না। - প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। - অ্যাপের পরবর্তী আপডেটে জব সলিউশনস প্রশ্ন বিষয়ভিত্তিক, টপিকভিত্তিক ও সাব-টপিকভিত্তিক পাবেন। - এত বেশি পরিমাণ জব সলিউশনস সেট আছে যা শেষ করতে পারলে আপনি সেরা হবেন। - প্রয়োজনীয় সকল লেকচার শীট পর্যায়ক্রমে আপলোড করা হচ্ছে। - আমরা ২০১৮ সাল থেকে নিয়মিত সেবা দিয়ে আসছি। - অ্যাপে অনেক ফিচার রয়েছে যা আপনার প্রস্তুতিকে দ্রুত, কার্যকর এবং গতিশীল করে তুলবে।
☮ ৪৬তম বিসিএস -এ MyExaminer অ্যাপ থেকেঃ - সরাসরি কমনঃ ৮৮টি - ব্যাখ্যা থেকেঃ ৫৩টি - নিয়মের মধ্যেঃ ৩১টি - কমন পড়েনিঃ ২৮টি ☮বিষয়ভিত্তিক পর্যালোচনা-------------- ● বাংলা সাহিত্যঃ - সরাসরি কমনঃ ১৩টি - ব্যাখ্যা থেকেঃ ৪টি - কমন পড়েনিঃ ৩টি ● বাংলা ভাষাঃ - সরাসরি কমনঃ ২টি - ব্যাখ্যা থেকেঃ ১১টি - কমন পড়েনিঃ ২টি ● ইংরেজি সাহিত্যঃ - সরাসরি কমনঃ ৯টি - ব্যাখ্যা থেকেঃ ১টি - কমন পড়েনিঃ ০টি ● ইংরেজি গ্রামারঃ - সরাসরি কমনঃ ৪টি - ব্যাখ্যা থেকেঃ ১১টি - নিয়মের মধ্যেঃ ৭টি - কমন পড়েনিঃ ২টি ● বাংলাদেশ বিষয়াবলিঃ - সরাসরি কমনঃ ১৯টি - ব্যাখ্যা থেকেঃ ৮টি - কমন পড়েনিঃ ৩টি ● আন্তর্জাতিক বিষয়াবলিঃ - সরাসরি কমনঃ ১৯টি - ব্যাখ্যা থেকেঃ ১টি - কমন পড়েনিঃ ৭টি ● সাধারণ বিজ্ঞানঃ - সরাসরি কমনঃ ৭টি - ব্যাখ্যা থেকেঃ ৩টি - কমন পড়েনিঃ ৫টি ● কম্পিউটার ও তথ্য প্রযুক্তিঃ - সরাসরি কমনঃ ৭টি - ব্যাখ্যা থেকেঃ ৬টি - কমন পড়েনিঃ ২টি ● গাণিতিক যুক্তিঃ - সরাসরি কমনঃ ০টি - নিয়মের মধ্যেঃ ১৪টি - কমন পড়েনিঃ ১টি ● মানসিক দক্ষতাঃ - সরাসরি কমনঃ ২টি - ব্যাখ্যা থেকেঃ ২টি - নিয়মের মধ্যেঃ ১০টি - কমন পড়েনিঃ ১টি ● নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনঃ - সরাসরি কমনঃ ৬টি - ব্যাখ্যা থেকেঃ ২টি - কমন পড়েনিঃ ২টি