বাংলাদেশের বিভিন্ন স্থান (25 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
- বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় অবস্থিত।
- এটি বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র যা ১৯৭৫ সালের ১৪ জুন উদ্বোধন করা হয়।
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভূ-উপগ্রহ কেন্দ্রটি উদ্বোধন করেন।
- এই কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের টেলিফোন ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়।
- এই কেন্দ্রের নাম বর্তমানে পরিবর্তন করে 'সজীব ওয়াজেদ জয় ভূ-উপগ্রহ কেন্দ্র' রাখা হয়েছে।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
- প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে একটি ক্ষুদ্র জনপদ চন্দ্রদ্বীপ।
- এর অবস্থান ছিল বলেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে।
- বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড।
- দক্ষিণ-পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারকালে রাজা দনুজমর্দন 'চন্দ্রদ্বীপ' নামের একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।

বিভিন্ন জেলার পূর্ব ও বর্তমান নামঃ
» ঢাকা জেলার পূর্ব নাম ===> জাহাঙ্গীরনগর
» চট্টগ্রাম জেলার পূর্ব নাম ===> ইসলামাবাদ
» মুজিবনগর জেলার পূর্ব নাম ===> বৈদ্যনাথতলা
» খুলনা জেলার পূর্ব নাম ===> জাহানাবাদ
» সিলেট জেলার পূর্ব নাম ===> জালালাবাদ
» যশোর জেলার পূর্ব নাম ===> খিলাফাতাবাদ
» বাগেরহাট জেলার পূর্ব নাম ===> খলিফাবাদ
» ময়মনসিংহ জেলার পূর্ব নাম ===> নাসিরাবাদ
» ফরিদপুর জেলার পূর্ব নাম ===> ফাতেহাবাদ
» বরিশাল জেলার পূর্ব নাম ===> ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ
» নোয়াখালী জেলার পূর্ব নাম ===> সুধারাম/ভুলুয়া
» কুমিল্লা জেলার পূর্ব নাম ===> ত্রিপুরা
» কুষ্টিয়া জেলার পূর্ব নাম ===> নদীয়া
» ফেনী জেলার পূর্ব নাম ===> শমসের নগর
» কক্সবাজার জেলার পূর্ব নাম ===> ফালকিং
» জামালপুর জেলার পূর্ব নাম ===> সিংহজানী
i
ব্যাখ্যা (Explanation):
চিলাহাটি রেলওয়ে জংশনটি নীলফামারী জেলায় অবস্থিত। এটি একটি রেলপথের স্থলবন্দর। সম্প্রতি ৫৫ বছর এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি শুরু হয় ভারত থেকে। 
i
ব্যাখ্যা (Explanation):
 

প্রাচীনকালে মহাস্থানগড় ছিল বাংলার রাজধানী; যার নাম ছিল পুণ্ড্রনগর, ইতিহাসে যা পুণ্ড্রর্বধন নামে পরচিতি। আড়াই হাজার বছর আগের ইতিহাস ও ঐতহ্যিকে বুকে ধারণ করে গড়ে উঠেছিল বগুড়ার মহাস্থানগড়। বগুড়া শহর থেকে উত্তরে ১৩ কিলোমিটার দূরে বগুড়া জেলার এক গৌরবোজ্জ্বল র্কীতি খ্রিষ্ঠপূব তৃতীয় শতাব্দী থেকে পঞ্চাশ শতাব্দীর মধ্যে একটি সমৃদ্ধিশালী জনপদ হিসেবে গড়ে ওঠে। এখানে র্মৌয, গুপ্ত ও পাল রাজাদরে প্রাদশেকি রাজধানী ছিল। কিন্ত এখন সেই রাজধানী নেই, রয়েছে ইতিহাসের পাতায় বাংলাদশেরে সব প্রাচীন নগরীর ধ্বংসাবশষে ও প্রত্নতাত্ত্বকি বহু  নিদর্শন। 

 

i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
 

হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটনস্থল। কক্সবাজার থেকে এটি ১২ কিলোমিটার দূরে অবস্থিত। হিমছড়ির একপাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্যপাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ।

i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
- লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গবাদ দুর্গ।
- মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম এই দুর্গ নির্মাণের কাজ শুরু করেন।
- ১৬৭৮ সালে পিতা সম্রাট আওরঙ্গজেবের নামানুসারে তিনি এর নাম রাখেন আওরঙ্গবাদ দুর্গ।
- পরবর্তীতে শায়েস্তা খানের কন্যা পরীবিবির মৃত্যুর পর এই দুর্গ নির্মাণের কাজ স্থগিত হয়ে যায়।
- বর্তমানে এটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত বলে লোকমুখে এর নাম হয়ে যায় লালবাগ কেল্লা।
i
ব্যাখ্যা (Explanation):
- প্রাচীন পুণ্ড্রবর্ধন ছিল উত্তর বঙ্গের একটি প্রাচীন ও সমৃদ্ধ জনপদ।
- এটি ছিল পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী, যা প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ নগর হিসেবে পরিচিত। -
- বর্তমানে এই প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ বগুড়া জেলার মহাস্থানগড়ে অবস্থিত।
- পাল, মৌর্য, গুপ্ত প্রভৃতি রাজবংশের আমলে এটি ছিল একটি প্রধান প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র।
- এখানে পাওয়া শিলালিপি ও নিদর্শনগুলো থেকে প্রমাণ মেলে যে এটি ছিল প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর।
i
ব্যাখ্যা (Explanation):
• বাংলাদেশের জাদুঘর:
- বাংলাদেশের প্রথম জাদুঘর — বরেন্দ্র গবেষণা জাদুঘর।
- ১৯১০ সালের এপ্রিল মাসে বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।
- দিঘাপতিয়া রাজপরিবারের — কুমার শরৎকুমার রায় এর পৃষ্ঠপোষকতায করেন।
- ১৯২৫ সালে বলধার নরেন্দ্রনারায়ণ রায় চৌধুরী বোটানিক্যাল গার্ডেনসহ ঢাকায় প্রতিষ্ঠা করেন — বলধা জাদুঘর।
- ১৯১৩ সালে — ঢাকা মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৭ সালে বর্তমান নওগাঁ জেলার পাহাড়পুর এ সর্বপ্রথম একটি কক্ষে প্রত্নস্থল জাদুঘর স্থাপিত হয়।
- কুষ্টিয়া জেলার শিলাইদহস্থ কুঠিবাড়ি নামে পরিচিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এর বাড়ি ১৯৫৭ সালে ‘সংরক্ষিত সৌধ’ হিসেবে ঘোষিত হয়। পরে এটি রূপান্তরিত হয় ব্যক্তিগত স্মৃতিরক্ষামূলক জাদুঘরে।
- ১৯৮৩ সালের ২০ সেপ্টেম্বর — বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
- চরফ্যাশন বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত একটি উপজেলা।
- এটি বরিশাল বিভাগ এর অধীনে ভোলা জেলার দক্ষিণাংশে অবস্থিত।
- এই উপজেলায় মেঘনা নদী ও তেতুলিয়া নদীর মোহনায় কয়েকশ বছর আগে জেগে ওঠে চর কুকরী মুকরী।
- চর কুকরি-মুকরি বন্যপ্রাণ অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে।
- উপজেলায় চিত্তাকর্ষক স্থানের মধ্যে রয়েছে তারুয়া সমুদ্র সৈকত।
- রয়েছে ওয়াচ টাওয়ার জ্যাকব টাওয়ার।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিসর নগর উদ্যান। এটি পূর্বে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল।
i
ব্যাখ্যা (Explanation):

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0