আন্তর্জাতিক বিখ্যাত স্থান (14 টি প্রশ্ন )
 

ইস্তানবুল তুরস্কের অন্যতম প্রধান শহর। এর পুরোনো নাম কন্সটান্টিনোপল। এছাড়া এটি বাইজান্টিয়াম পরিচিত ছিল। এটি পূর্বে উস্‌মানীয় সাম্রাজ্যের রাজধানী ছিল। ১৪৫৩ সালে এটি তৎকালীন উস্‌মানীয় সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষিত হয়। এটি তুরস্কের সংস্কৃতি এবং অর্থনীতির কেন্দ্রস্থল। ১৯২৩ সাল পর্যন্ত এখানেই ছিল তুরস্কের রাজধানী। এটি তুরস্কের বৃহত্তম শহর যার জনসংখ্যা ১২.৮ মিলিয়ন। ইস্তানবুলের আয়তন ৫.৩৪৩ বর্গ কিলোমিটার (২,০৬৩বর্গ মাইল) । ইস্তানবুল একটি আন্তর্মহাদেশীয় শহর, এর এক তৃতীয়াংশ জনসংখ্যা এশিয়ায় বসবাস করলেও এইটি ইউরোপর বাণিজ্যিক এবং ঐতিহাসিক কেন্দ্র।




 

সঠিক উত্তরঃ ৫৫০০.৩ মাইল বা, ৮৮৫১.৮ কিলোমিটার





- ব্রিটিশ প্রধামনন্ত্রী ডিউক অব ওয়েলিংটন এবং ফরাসি সম্রাট নেপোলিয়নের মধ্যে ১৮১৫ সালে এ যুদ্ধ সংঘটিত হয়।
- এই যুদ্ধটি হয়েছিল বেলজিয়ামের ওয়াটার-লু গ্রামে
- ওয়াটার-লু যুদ্ধে নেপোলিয়ন পরাজিত এবং বন্দি হয়ে ফরাসি সম্রাজ্য হারান।
- নেপোলিয়নকে প্রথমে সেন্ট এলবা এবং পরে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়।
- ১৮২১ খ্রি: সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয়।
- ওয়াটার লু মূলত বেলজিয়ামের একটি গ্রামের নাম।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন





সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0