Which one is the example of a comparative degree?
Solution
Correct Answer: Option D
যদি Adjective এর দ্বারা দুইয়ের মধ্যে তুলনা বুঝায় তাহলে তাকে comparative degree বলে। দুই বা ততোধিক syllable বিশিষ্ট positive degree এর পূর্বে more/less যোগ করলে comparative degree হয়ে যায়।
যেমন: Difficult থেকে more Difficult/less Difficult। অর্থের আধিক্য বুঝানোর জন্য positive degree এর শুরুতে very এবং comparative degree এর পূর্বে much/very much বসানো যায়। এখানে much বসানো হয়েছে।