'আশীবিষ' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
A ব্যাধিকরণ বহুব্রীহি
B সমানাধিকরণ বহুব্রীহি
C ব্যতিহার বহুব্রীহি
D প্রত্যয়ান্ত বহুব্রীহি
Solution
Correct Answer: Option A
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয় ,তাকে বলে ব্যধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার =বীণাপাণি ।