NRBC Bank Ltd - TAO 2021 [01.01.2021, BS, DU] (80 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
কয়েকটি এশিয়ান দেশের মুদ্রার নাম নিচে দেয়া হলোঃ 

দেশের নাম - মুদ্রার নাম 
তুরস্ক - লিরা 
তাজিকিস্তান - সোমনি
থাইল্যান্ড - বাথ 
তুর্কমেনিস্তান, আজারবাইজান - মানাত 
উজবেকিস্তান - সোম 
ভিয়েতনাম - ডং
মঙ্গোলিয়া - তোগরিক 
ফিলিপাইন - পেসো 
লাওস - কিপ 
মালয়েশিয়া - রিঙ্গিত 
ভূটান - গুল্ট্রাম 
ইসরাইল - শেকেল 
i
ব্যাখ্যা (Explanation):
One Drive হলো Microsoft এর একটি অনলাইন স্টোরিং হাউজ ।
i
ব্যাখ্যা (Explanation):
যেকোন দেশের অর্থনীতি মুদ্রাস্ফীতি একটি জটিল সমস্যা । কোন কালপরিধিতে পণ্য-সেবার মূল্য টাকার অঙ্কে বেড়ে গেলে অর্থনীতির ভাষায় তাকে মুদ্রাস্ফীতি বলা হয় । সাধারণত পণ্যদ্রব্যের দাম বেড়ে গেলে স্থানীয় মুদ্রা দিয়ে ঐ পণ্য ক্রয়ে বেশি পরিমাণ মুদ্রার প্রয়োজন কিংবা একই পরিমাণ মুদ্রা দিয়ে আগের পরিমাণ পণ্য কিনতে গেলে পরিমাণে কম পাওয়া যায় । সুতরাং মুদ্রাস্ফীতির ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় । একইভাবে অর্থনীতিতে পণ্যের আসল বিনিময়মূল্য কমে যায় । সাধারনত মুদ্রাস্ফীতি সূচকের মাধ্যমে হিসাব করা হয় যাকে মুদ্রাস্ফীতি সূচক বলা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
জুন ২০২২ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ - ৪১,৮২৬.৭ মিলিয়ন মার্কিন ডলার। 
i
ব্যাখ্যা (Explanation):
১৫ নভেম্বর, ২০১২ সালে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মুদ্রা বিনিময় প্রথা সুবিধা কার্যকর হয়। ভারতের রিজার্ভ ব্যাংকের আহবানে মুদ্রা বিনিময় সুবিধাটি ২০১৫ সালে ২ বছরের জন্য বাড়িয়ে ২০১৭ সাল পর্যন্ত করা হয়। ভারতের রিজার্ভ ব্যাংক আবার এই মুদ্রা বিনিময় সুবিধাটি সার্কভুক্ত দেশেগুলোর জন্য ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বর্ধিত করে।
i
ব্যাখ্যা (Explanation):
চীনের Communist party এর একটি অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট Xi Jinping সর্বপ্রথম 'One Belt One Road' বা 'OBOR' এর ধারণা দেন 'One Belt One Road' এ সিল্ক রোড এবং সমুদ্রসীমার সমন্বয় ঘটিয়ে নতুন একটি অবকাঠামো প্রকল্পের অবতারণা করা হবে ।
i
ব্যাখ্যা (Explanation):
বিনিময় হার হ্রাস করা হলে একই পরিমাণ বিদেশী মুদ্রায় অধিক পরিমাণ দেশীয় মুদ্রা পাওয়া যায় বলে বিদেশের বাজারে দেশীয় পণ্যের দাম হ্রাস পায় । ফলে বিদেশে দেশীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পায় । এতে দেশের রপ্তানির পরিমাণ বাড়ে ।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
ভূয়া এবং অযাচিত মেইল এসে Spam এ জমা হয় । এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
CRR হলো Cash Reserve Ratio বা নগত সংরক্ষিত অনুপাত । মোট ব্যাংক জামানতের একটি নির্দিষ্ট শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের সাথে বর্তমান Account এ রাখা হয় । এই অর্থ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে দিন শেষে স্থানীয় মুদ্রায় যে Balance রাখে তাকে CRR বলে । Monetary Policy ঠিক রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকে SLR এবং CRR মিলে ১৮.৫০% রাখতে হয় । এর মধ্যে CRR হলো ৪.০% .
i
ব্যাখ্যা (Explanation):
Freetown is the capital of Sierra Leone . 

দেশের নাম  -  রাজধানী 
সেনেগাল - ডাকার 
গিনি - কোনাক্রি 
লাইবেরিয়া - মনরোভিয়া 
i
ব্যাখ্যা (Explanation):
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করে Sputenik -V নামের ভ্যাকসিন । এটি ৯৫% কার্যকর এবং২-৮ সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে ।

দেশ  - প্রতিষ্ঠান 

বাংলাদেশ - গ্লোব বায়োটেক 
যুক্তরাষ্ট্র  - ফাইজাব, মডার্না 
যুক্তরাজ্য  - অ্যাস্ট্রোজেনেকা ফার্মাসিটিক্যাল 
জার্মান - বায়োএনটেক 
ভারত - সিরাম ইন্সটিটিউট 
i
ব্যাখ্যা (Explanation):
Clearing House হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের তালিকাভুক্ত ব্যাংকসমূহ তাদের পরস্পরের মধ্যকার দেনা-পাওনা নিষ্পত্তিকরণের জন্য কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট কোনো স্থানে নির্দিষ্ট সময়ে একত্রিত হয় এবং কেন্দ্রীয় ব্যাংক বা তার কোনো প্রতিনিধির তত্ত্বাবধানে অ্যন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি করে ।
i
ব্যাখ্যা (Explanation):
অষ্টম পঞ্চবার্ষিক মেয়াদ ২০২১ - ২০২৫ সাল পর্যন্ত । উল্লেখ্য, ২৯ ডিসেম্বর ২০২০ সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদ চূড়ান্ত অনুমোদন দেয় । 'কাউকে পিছনে ফেলে নয়' এই স্লোগানকে সামনে রেখে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বিভিন্ন অর্থনৈতিক অ সামাজিক উন্নয়নচকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং অঞ্চলকে চিহ্নিত করে লক্ষ্যভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে । অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার কয়েকটি লক্ষ্যসমূহঃ বাজেট ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা; ৭৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি; ৭৭ লাভ কোটি টাকা বিনিয়োগ (৭৬% বেসরকারি খাতে ); ডেল্টা ২১০০ প্ল্যানের কার্যক্রম শুরু; ২০২৪-২৫ অর্থবছরে ডিজিপি প্রবৃদ্ধির হার ৮.৫১% অর্জন; দারিদ্র্যেরহার ১২.১৭%  এ নামিয়ে আনা । 
i
ব্যাখ্যা (Explanation):
ALU এর পূর্ণরূপ হলো Arithmetic logic unit . অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে কম্পিউটারের ক্যালকুলেটর স্বরূপ । এটা সকল গাণিতিক ( Arithmetic ) এবং সিদ্ধান্ত গ্রহণের ( Decision Making Function ) কাজ করে থাকে । গাণিতিক যুক্তি ইউনিটেই মূলত কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে ।
i
ব্যাখ্যা (Explanation):
১৯৪৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকশত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বা ভাষা আবিষ্কৃত হয়েছে । এ সকল ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী পাঁচটি স্তর বা প্রজন্মে ভাগ করা যায় । যথাঃ 

০১. প্রথম প্রজন্ম বা ফাস্ট জেনাররেশন ভাষা ( ১৯৪৫ ): মেশিন ভাষা ( Machine Language ) 

০২. দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন ভাষা ( ১৯৫০ ) : অ্যাসেম্বলি ভাষা ( Assembly Language )

০৩. তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন ভাষা ( ১৯৬০ ) : উচ্চতর বা হাই লেভেল ভাষা ( high level ) 

০৪. চতুর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন ভাষা ( ১৯৭০ ) : অতি উচ্চতর ভাষা ( very High level ) 

০৫. পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন ভাষা ( ১৯৮০ ) : স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা ( natural )

মেশিন ভাষা অ অ্যাসেম্বলি ভাষাকে লো লেভেল ভাষা বলে । এ দুটি ভাষাকে লো লেভেল ভাষা বলার কারণ হল এগুলো কম্পিউটারের ভাষা ( ০ থেকে ১ ) কিংবা এর কাছাকাছি । অন্যদিকে উচ্চতর বা হাই লেভেলের ভাষা মানুষের ভাষা যেমন ইংরেজির কাছাকাছি । 
i
ব্যাখ্যা (Explanation):
প্রশ্নে বলা হচ্ছে, একজন কর্মীর বার্ষিক বেতন $15,000 বেড়ে গেল । একখন তার বার্ষিক বেতন $90,000 হলে বেতন বৃদ্ধির হার কত ? 

আমরা জানি, বেতন বৃদ্ধির হার = ( বর্ধিত বেতন/পূর্বের বেতন×১০০ )% 

                                       = { ১৫০০০/(৯০০০০-১৫০০০)×১০০ }% 

                                       = ( ১৫০০০/৭৫০০০×১০০)% 

                                        = ২০%
i
ব্যাখ্যা (Explanation):
প্রশ্নে বলা হচ্ছে, একটি ধারার প্রথম পদ 1 এবং দ্বিতীয় পদ 5 . তৃতীয় পদ থেকে পরবর্তী পদগুলোর পূর্ববর্তী পদগুলোর গর হলে 25তম পদ কত ?

দেয়া আছে, প্রথম পদ 1 এবং দ্বিতীয় পদ 5.

∴ তৃতীয় পদ = 1+5/2 = 6/2 = 3 

 চতুর্থ পদ = 1+5+3+3/4 = 3 

ষষ্ঠ পদ = 1+5+3+3+3/5 = 3 

এভাবে যততম পদ-ই বের করতে বলুক না কেন উত্তর হবে 3 
i
ব্যাখ্যা (Explanation):
প্রশ্নে বলা হচ্ছে, Jeff প্রথমে জগিং করতে 20 মিনিট এবং পরের সময়ে জগিং করতে 25 মিনিট সময় নেয় । জগিং এর জায়গা 3 মেইল দীর্ঘ হলে তার গড় গতিবেগ কত ?

∴ নির্নেয় গড় গতিবেগ = 3+3/(20/60)+(25+60) [ মিনিটকে 60 দ্বারা গুণ করে mph এ পরিণত করা হলো ] 

=6/(20+25/60) 

= 6/(45/60)

= 6/1 × 60/45 

= 8 mph. 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
প্রশ্নে বলা হচ্ছে, ছবিটি 8.5 inches by 10 inches কাগজে কপি করা হয়েছে এবং ছবির চারদিকে মার্জিন 1.5 ইঞ্চি হলে ছবিটি দ্বারা কতটুকু জায়গা দখল হয়েছে ? 

যে কাগজে picture কপি করা হয়েছে তার আকার = 8.5×10 বর্গ ইঞ্চি । চারপাশের মার্জিন 1.5 ইঞ্চি রাখা হলে দখলকৃত স্থানের 
প্রস্থ = 8.5-(1.5×2) = 8.5 - 3.0 = 5.5 
এবং দৈর্ঘ্য = 10-3.0 = 7 

∴ দখলকৃত স্থানের Area = 7 × 5.5 = 38.5 বর্গ ইঞ্চি । 
i
ব্যাখ্যা (Explanation):
প্রশ্নে বলা হচ্ছে, 6 পাইন্ট 20% মেনথলের সাথে 4 পাইন্ট এর 10% পানির দ্রবণ মিশ্রিত করলে নতুন মিশ্রণের মেনথলের শতকরা পরিমাণ কত ? 

প্রথম মিশ্রণে মেনথল আছে 20% 

∴ প্রথম মিশ্রণে পানি আছে = 100 - 20 = 80% 
আব্র, দ্বিতীয় মিশ্রণে মেনথল আছে 10% 

∴ দ্বিতীয় মিশ্রনে পানি আছে = 100 - 10 = 90% 
মোট মেনথল আছে = ( 6 × 20 ) + ( 4 × 10 ) = 120 + 40 = 160 একক 

∴ মেনথলের শতকরা পরিমাণ = ( 160/10×100 × 100 )% = 16% 

Shortcut: মেনথলের শতকরা পরিমান 

= ( 6 × 20 )+( 4 × 10 )/6+4 

= 12+40/10 

= 160/10 

= 16% 
i
ব্যাখ্যা (Explanation):
প্রশ্নে বলা হচ্ছে, জো এর সংগ্রহে US, Indian এবং British স্ট্যাম্প আছে । তার সংগৃহীত স্ট্যাম্প এর মধ্যে US : Indian = 5 : 2 এবং Indian : British = 5 : 1 হলে US : British কত হবে ?  

দেয়া আছে, US : Indian = 5 : 2 = 25 : 10 এবং Indian : British = 5 : 1 = 10 : 2 

∴ US : British = 25 : 2 
i
ব্যাখ্যা (Explanation):
প্রশ্নে বলা হচ্ছে, একটি বলকে ড্রপ করার পর এটি প্রতিবারই আগের বারের উচ্চতার ২/৫ অংশ বাউন্স করে । ১ম বাউন্সের পরে ১২৫ ইঞ্চি উঠলে ৪র্থ বাউন্সের পরে কত উচ্চতার উঠবে । 

২য় বাউন্সের পরে উঠবে = 2/5 × 125 

∴ ৩য় বাউন্সের পরে উঠবে = 2/5 × 2/5 × 125 

∴ ৪র্থ বাউন্সের পরে উঠবে = 2/5 × 2/5 × 2/5 × 125 = 8 
i
ব্যাখ্যা (Explanation):
প্রশ্নে বলা হচ্ছে, একটি বৃত্তাকার Logo কে একটি পাত্রের ঢাকনা আটকানোর জন্য বড় করা হলো । নতুন ব্যাস মূল ব্যাসের 50% বেড়ে গেলে Logo ক্ষেত্রফল শতকরা কত বাড়বে ? 

মনে করি, বৃত্তের ব্যাস 20 একক 

∴ ব্যাসার্ধ হবে = 20/2 = 10 একক 

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 =π×100 = 100π বর্গএকক 

ব্যাসার্ধ হবে = 30/2 = 15 একক 

∴ নতুন ক্ষেত্রফল = π(15)2 = π×225 =225π বর্গএকক 

∴ বৃদ্ধি পায় = ( 225π - 100π ) = 125π বর্গএকক 

অর্থাৎ বৃদ্ধির পরিমাণ = 125% 
i
ব্যাখ্যা (Explanation):
প্রশ্নে বলা হচ্ছে, প্রতিটি স্টপেজে একটিতে যতজন যাত্রী থাকে তার অর্ধেক নেমে যায় । যদি 7 নং স্টপেজে কেবল একজন যাত্রী নামে, প্রথমে গাড়িতে যাত্রী ছিল কতজন ? 

7 নং স্টপেজে 1 জন নামলো । 

3 নং স্টপেজে 16 জন যাত্রী ।

6 নং স্টপেজে 2 জন যাত্রী  ।

2 নং স্টপেজে 32 জন যাত্রী  ।

5 নং স্টপেজে 4 জন যাত্রী  । 

5 নং স্টপেজে 64 জন যাত্রী ছিল  ।

4 নং স্টপেজে 8 জন যাত্রী  । 

Shortcut:  যাত্রী সংখ্যা ছিলো = 26 = 64
i
ব্যাখ্যা (Explanation):
প্রশ্নে বলা হচ্ছে, 5টি ভিন্ন ভিন্ন সংখ্যার গড় 10 হলে সম্ভাব্য বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত ? 

দেয়া আছে, 5টি সংখ্যার গড় = 10 

∴ 5টি সংখ্যার সমষ্টি = 5 × 10 = 50 
বৃহত্তম সংখ্যাসহ সম্ভাব্য 5টি সংখ্যা হলো = 1, 2, 3, 4, 40 [কারণ, 1+2+3+4+40 = 50 ] 

∴ ক্ষুদ্রতম সংখ্যাসহ সম্ভাব্য 5টি সংখ্যা হলো = 8.9.10.11.12 [ কারণ, 8+9+10+11+12 = 50 ] 

∴ নির্ণেয় পার্থক্য = 40-12 = 28 
i
ব্যাখ্যা (Explanation):
প্রশ্নে বলা হচ্ছে, একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 7 এবং 16 . নিচের কোনটি তৃতীয় বাহুর মান হতে পারে না ? 

আমরা জানি, একটি ত্রিভুজের যেকোন দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় । 
কাজেই, ( 16-7 )<তৃতীয় বাহু<(16+7) 

=> 9 <তৃতীয় বাহু<23 

∴ দেখা যাচ্ছে, 9 কখনো তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে না । কিন্তু 9 ও 23 এর মধ্যবর্তী 22, 17 কিংবা 12 হতে পারে । 
i
ব্যাখ্যা (Explanation):
প্রশ্নে বলা হচ্ছে, a, b এবং c হলো তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা এবং a + b + c = 150 যেখানে a, b এবং c কোনোটাই কারো সমান নয় । a, b এবং c এর মধ্যকের সর্বনিম্ন মান কত হতে পারে ? 

যেহেতু a, b এবং c পূর্ণসংখ্যা এবং মধ্যকের সর্বনিম্ন মান বের করতে হবে । কাজেই 
ধরি, a= 1; b= 2 এবং c= 150-( 1+2 ) = 150 - 3 = 147 

অর্থাৎ ক্রমানুসারে সংখ্যাগুলো হলো 1, 2, 147 
∴ সর্বনিম্ন মধ্যক হতে পারে 2. 
i
ব্যাখ্যা (Explanation):
দেয়া আছে, 5a2 - 4a - 3 - 3 ( a2 + a + 4 0 = 0 

=> 5a2 - 4a - 3 - 3a2 - 3a - 12 = 0 

=> 2a2 - 7a - 15 = 0 

এই সমীকরণে, a =2, b= -7 এবং c = -15 

∴ আমরা জানি, মূলদ্বয়ের সমষ্টি = -b/a = -(-7)/2 = 7/2 = 3.5 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
প্রশ্নে বলা হচ্ছে, 17 কে k দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 3 . এখন k দ্বারা সম্ভাব্য মানসমূহের সমষ্টিকে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ? 

এখানে k এর মান 17 অপেক্ষা কম এবং k একটি ধনাত্মক পূর্ণসংখ্যা । 

এখানে k এর মান 17 অপেক্ষা ছোট বলে, k + 3 = 17 হবে । 

এখানে, 14 এর উৎপাদক হলো 14 এবং 7 যাদের সমষ্টি  = 14 + 7 = 21 

∴ নির্ণেয় ভাগশেষ 17)21(1 
                           17

                          4 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0