One Bank Ltd. - Special Cadre Officer - 2018 (44 টি প্রশ্ন )



- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' ।
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।


Solution: 

ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জয় করেছে বাংলাদেশের মেয়েরা । এবারই প্রথম এশিয়া কাপের ফাইনালে ওঠার সুযোগ পায় বাংলাদেশের নারী ক্রিকেট দল । 

ফাইনালে ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে ৩ উইকেটে জয়ী হয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছে লালমা-রুমানারা । ম্যাচসেরা রুমানা বোলিংয়ের পাশাপাশি ২৩ রান করেন ২২ বলে ।  


Solution: 

২০১৮-১৯ অর্থবছরে ৩,৩৯,২৮০ কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট রয়েছে । এর মধ্যে NBR আদায় করবে ২,৯৬,২০১ কোটি টাকা । মোট রাজস্বের ৩৪.০% আসবে আয়কর থেকে, আমদানি শুল্ক ও অন্যান্য উৎস হতে আসবে ২৮.৭% এবং 

ভ্যাট থেকে ৩৭.৩% আসবে । 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, একটি সারিতে 5 জন লোক বসে আছে । R লোকটি P এর বামে কিন্তু T এর ডানে আছে । আবার Q লোকটি S 

এর বাসে কিন্তু P এর ডানে আছে । প্রশ্ন হলো, মাঝখানে কে আছেন ? 

প্রশ্নানুযায়ী P, Q, R, S এবং T কে এভাবে সাজানো যায়ঃ                    

অতএব, দেখা যাচ্ছে P মাঝখানে থাকবে । 


Solution: 

S এর ভাই R এবং R এর বাবা M.P এর ভাই J এবং S এর কন্যা হলো P. এখন প্রশ্ন হলো J এর Uncle কে ? 

S হবে না, কারণ S কন্যা । কিন্তু S এর পুত্র হলো J.S আবার R এর ভাই । সুতরাং J এর Uncle হলো R. 


প্রশ্নে বলা হচ্ছে, ১ম সংখ্যা = 3; ২য় সংখ্যা = 3 + 16 = 19; ৩য় সংখ্যা = 19 + 22 = 41; 

৪র্থ সংখ্যা = 41 + 30 = 71; ৫ম সংখ্যা = 71 + 40 = 111 

 40 এর সাথে 12 যোগ করলে অর্থাৎ পরবর্তী পার্থক্য 52 হলে পরবর্তী সংখ্যাটি হবে = 111 + 52 = 163. 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, EXAMINATION কে 89123416354 দ্বারা সূচীত করা হলে 456354 সমান কি হবে ? 

  E    X    A    M    I    N    A    T    I    O  
  8    9    1    2    3    4    1    6   3   5
  N
  4 

 

  4    5    6    3    5    4 
  N    A    T    I    O    N 

অর্থাৎ 456354 = NOTION. 


Passage :

Six arms negotiators M, O, P, R, S and T are to be seated at a round table to discuss disarmament. There are exactly six chairs around the table. Each negotiator sits facing the center of the table and is directly opposite a negotiator across the table. The seating arrangement is subject to the following restrictions: 

  • T cannot sit next to P.
  • S cannot sit next to M. 
  • R must sit next to M. 

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, T এবং O টেবিল যদি পরষ্পরের বিপরীতমূখী হয়ে বসে তবে নিচের কোন দুইজন ব্যক্তি P এর উভয়পাশে বসবে ? 

প্রশ্ননুযায়ী চিত্রটি নিচের মতো করে আঁকা যায়ঃ 

 অর্থাৎ T এবং O পরষ্পর বিপরীতমূখী হয়ে বসলে T এবং O এর উভয় পাশেই দুটি করে সিট খালি থাকে । 3) নং 

শর্তানুযায়ী একপাশের দুটিতে R এবং M বসবে । সুতরাং 1) নং শর্তানুযায়ী অপর পাশের দুটি সিটে O এর পাশে P এবং T 

এর পাশে S বসতে পারে । তাই সঠিক উত্তর হবে অপশন d). 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, M এর পাশে T এবং R এর পাশে S বসলে নিচের কোন ব্যক্তিটি S এর পাশে বসবে ? 

3) নং শর্তকে এবং উপরের (33 নং) প্রশ্নকে এক করে নিচের মতো করে Seat arrangement করা যেতে পারেঃ 

                                                    T ---> M ---> R ---> S 

  কিন্তু 1) নং শর্তমতে T এর পাশে P বসবে না । কাজেই P অবশ্যই S এর পাশে বসবে । 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, M এবং P যদি পাশাপাশি বসে তবে নিচের কোন ব্যক্তিগুলো P এর পাশে বসতে পারে ? 

1) নং শর্তানুযায়ী T ব্যক্তিটি P এর পাশে বসবে না ।    3) নং শর্তানুযায়ী R ব্যক্তিটি M এর পাশে বসবে । 

সুতরাং R অবশ্যই P এর পাশে বসতে পারে না । তাহলে অবশিষ্ঠ O এবং S ব্যক্তিদ্বয় P এর পাশে বসবে । তাই সঠিক উত্তর হবে অপশন b). 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, নিচের কোন Sentence গ্রহনযোগ্য ? 

a) অপশনটি 1) নং শর্ত ভঙ্গ করে । তাই এটি বাদ । 

                                                                    b) অপশনটি 1) নং শর্ত ভঙ্গ করে । তাই এটি বাদ । 

c) অপশনটি 2) নং শর্ত ভঙ্গ করে । তাই এটি বাদ । 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, বছরের প্রথম সপ্তাহে ন্যান্সি 1 টাকা সঞ্চয় করলো । পরবর্তী 51 সপ্তাহের প্রত্যেক সপ্তাহে সে পূর্ববর্তী সপ্তাহের চেয়ে 1 টাকা করে বেশি সঞ্চয় করলো । 

এখন প্রশ্ন হলো, 52 সপ্তাহ পরে তার মোট কত টাকা হবে ? 

এটি মূলত সমান্তর ধারার অঙ্ক । ধারাটি হলো 1 + 2 + 3 + .............. + 52 

এখানে, প্রথম পদ a = 1; সাধারণ অন্তর d = 2 - 1 = 1 এবং পদসংখ্যা, n = 52 

অতএব, 52 সপ্তাহ পরে ন্যান্সির মোট টাকা হবে ধারাটির সমষ্টির সমান । 

   Sn = \(\frac{n}{2}\) {2a + (n - 1)d } 

        = \(\frac{{52}}{2}\) {2 \( \times \) 1 + (52 - 1) 2} 

        = 26 (2 + 51) = 26 \( \times \) 53 = 1,378 


Solution: 

Mr. X 1 বছরের জন্য 10,000 টাকার একটি Deposit certificate কিনল, যা 6 মাস পর 8% 

হার চক্রবৃদ্ধি সুদ প্রদান করে । Mr. X মোট কত টাকা সুদ পাবে তা বের করতে হবে । 

এখানে, সুদাসল, c = ?; semi annually হওয়ায়, n = 2; সময় t = 1 বছর; আসল, p = 10,000 Tk. 

   সুদের হার, r = 8% = \(\frac{8}{{100}}\)

  আমরাজানি, = \(P{(1 + \frac{r}{n})^{n \times t}}\) 

     => c = \(100{(1 + \frac{8}{{2 \times 100}}\;)^{2 \times 1}}\)

    => c = \(10,000{(1 + \frac{1}{{25}}\;)^2}\)

    => c = \(10,000{(\frac{{26}}{{25}}\;)^2}\)

    => c = \(10,000 \times \frac{{26 \times 26}}{{25 \times 25}}\)

   =>  c = 10,816. 

   অর্থাৎ তিনি মোট সুদ পাবেন = (c - p) Tk. 

        = (10,816 - 10,000) Tk. = 816 টাকা । 


Solution: 

\(\frac{{(0.0036)(2.8)}}{{(0.04)(0.1)(0.003)}} = \frac{{360 \times 28}}{{4 \times 1 \times 3}}\)   [ যেহেতু লব এবং হর উভয় স্থানেই দশমিকের পরে 5 ঘর বর্জন করা হয়েছে ] 

 = 840 


Solution: 

\(\sqrt {4.8 \times {{10}^{9\;}}} \) = \(\sqrt {4.8 \times 1000 \times {{10}^{6\;}}} \) 

 = \(\sqrt {4800 \times {{10}^{6\;}}}  = \sqrt {{{(70 \times {{10}^{3\;}})}^2}} \)   [Closest value বলায় 4,800 কে 4,900 ধরা হয়েছে ] 

  = 70 \( \times \) 1,000 = 70,000  


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, 4, 3, 14, 7, 10 এবং X একটি সেটের সদস্য । এমন প্রশ্ন হলো X এর মানের সম্ভাব্য বৃহত্তম ও সম্ভাব্য ক্ষুদ্রতম মানের পার্থক্য কত ? 

কোনো সেটের সদস্যগুলোর বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের পার্থক্যই হচ্ছে সেট । এখন X ব্যতীত সেটের অন্য সদস্যগুলোর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের 

পার্থক্য হলো 14 - 3 = 11 যা 12 এর চেয়ে ছোট । অর্থাৎ 11 < 12. 

অতএব, এই 12 ই হবে সেটটির Range. 

কাজেই X যখন ক্ষুদ্রতম সদস্য তখন = 14 - X = 12 হবে 

   => X = 14 - 12 = 2 

         X = 2 

 আবার, X যখন বৃহত্তম সদস্য তখন X - 3 = 12 

      => X = 12 + 3 

            X = 15 

 অতএব, সম্ভাব্য বৃহত্তম সদস্য এবং ক্ষুদ্রতম সদস্য হিসেবে X এর মানের পার্থক্য = 15 - 2 = 13. 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, 10 পয়সা এবং 25 পয়সার 16 টি মুদ্রা রয়েছে সবগুলো মুদ্রা মিলে 2.35 টাকা হলে 25 পয়সার কতটি মুদ্রা রয়েছে ? 

ধরি, 10 পয়সার মুদ্রা আছে x টি 

 25 পয়সার মুদ্রা আছে (16 - x) টি 

প্রশ্নমতে, \(\frac{x}{{10}} + \frac{{16 - x}}{4}\) = 2.35 

      => \(\frac{{2x + 80 - 5x}}{{20}}\) = 2.35 

     => - 3x + 80 = 2.35 \( \times \) 20 

     => - 3x = 47 - 80 = - 33 

     => x = \(\frac{{ - 33}}{{ - 3}}\) = 11 

           x = 11 

      অর্থাৎ 10 পয়সার মুদ্রা আছে 11 টি 

      25 পয়সার মুদ্রা আছে = 16 - 11 = 5 টি 


প্রশ্নে বলা হচ্ছে, একটি নৌকা ঘন্টায় 32 মাইল চলে প্রতি ঘন্টায় 24 গ্যালন করে জ্বালানী ব্যবহার করে । প্রশ্ন হলো নৌকাটি 

ঐ গতিবেগ ঘন্টায় কি পরিমাণ জ্বালানী ব্যবহার করে ? 

নৌকাটির জ্বালানী ব্যবহারের হার = \(\frac{{24}}{{32}} = \frac{4}{3}\) 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, একটি ফ্লোরের দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ 10 মিটার । ফ্লোরটিকে 2 মিটার দৈর্ঘ্য এবং 2 মিটার প্রস্থের কার্পেট 

দ্বারা মুড়াতে প্রতি বর্গমিটারে 12 টাকা করে খরচ করে ফ্লোরটিকে \(\frac{2}{3}\) অংশ কার্পেট করতে কত খরচ হবে ? 

আয়তাকার ফ্লোরের ক্ষেত্রফল = 8 \( \times \) 10 = 80 বর্গমিটার 

কার্পেটের ক্ষেত্রফল = 2 \( \times \) 2 = 4 বর্গমিটার 

মোট কার্পেট লাগে = 80/4 = 20 টি 

অতএব, ফ্লোরের \(\frac{2}{3}\) অংশ কার্পেট করতে খরচ হবে = \(20 \times \frac{2}{3} \times 12\) = 160 টাকা 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, Y শহরে যতজন লোক আছে X শহরে তার 4 গুণ লোক আছে । আবার Z শহরে যতজন লোক আছে Y 

শহরে তার 2 গুণ লোক আছে । X এবং Y শহরে লোক সংখ্যার অনুপাত কত ? 

ধরি, Z শহরে লোক সংখ্যা আছে = P জন 

 Y শহরে লোক সংখ্যা আছে = 2p জন 

 X শহরে লোক সংখ্যা আছে = 2p \( \times \) 4 = 8p জন 

 X : Z = 8p : p = 8 : 1 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে,1050  - 74  হচ্ছে একটি পূর্ণ সংখ্যা যার ভিত্তি হচ্ছে 10.প্রশ্ন হলো ঐ পূর্ণ সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত ? 

সংখ্যাটির 1050 এ মোট অঙ্ক আছে 51 টি কারণ 1 এর ডানে 50 টি শূন্য (0) হবে । 

এখন, (1050  - 74) এর মধ্যে 9 অংকটি আছে 48 বার এবং শেষের দুটি অঙ্ক হবে (100 - 74 ) = 26 

   (1050  - 74) এর অঙ্কগুলোর যোগফল = প্রথম 48 টি অংক হলো 9+ শেষের দুটি অংক হলো 2 এবং 6 

                                      = (48 \( \times \) 9) + 2 + 6 = 432 + 8 = 440  


বাক্যের অর্থঃ একই সময়ে সকল প্রকার বিনিয়োগের দাম বাড়ে কিংবা কমে না । 


"বহন করার জন্য যথেষ্ট বড়" অর্থে Large enough to carry ই শুদ্ধ । 

বাক্যের অর্থঃ চিল বিভিন্ন আকার ও আকৃতির হয়ে থাকে, কিছু চিল এতো বড় যে তা একজন মানুষ বহন করতে পারে । 


Solution: 

Is a very ....... Structure ই সঠিক । 

বাক্যের অর্থঃ স্প্রে ক্যানগুলো সুগন্ধি উৎপাদন করে যা খুবই ভালো স্প্রে । 


Solution: 

Negative Participle হিসেবে বাক্যের শুরুতেই Not often, not only, rarely ইত্যাদি থাকলে Be verb যুক্ত 

Principal verb টি Subject এর পূর্বে বসে । 

বাক্যের অর্থঃ আজকাল আর বিষাক্ত সাপের কামড় খুব একটা মারাত্মক নয়, তবে কামড়ের পর জরুরী ভিত্তিতে এর চিকিৎসা দরকার । 


Solution: 

Usually support অর্থ Present form থাকায় শূন্যস্থানে অপশন a) এর If there is ই Appropriate. 

বাক্যের অর্থঃ মাটি দ্বারা পরিবেষ্টিত লাভা একটি স্বাভাবিক বনকে তখনই Support দিবে যখন ই বনে যথেষ্ঠ পানি থাকবে । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

        Hedonist - প্রেয়োবাদী       Pleasure - সুখ; প্রীতি; আনন্দ    
       Humanist - মানবতান্ত্রিক          Pride - গর্ব; দর্প; অহঙ্কার 
 Ascetic - কঠোর; কঠোর তপশ্চর্যাপূর্ণ     Tolerance - সহনশীলতা; সহিষ্ণুতা 
 Stoic - সুখে-দুঃখে সর্বদা নির্বিকার ব্যক্তি     Sacrifice - উৎসর্গ করা; বিসর্জন দেয়া     
 Recluse - একান্তবাসী; সন্ন্যাসী       Privacy - একান্ততা; বিনিক্ততা 

ব্যাখ্যাঃ Hedonist সর্বদা Pleasure খুঁজে । আর Recluse সর্বদা Privacy খুঁজে । 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0