Solution
Correct Answer: Option C
'The luncheon' হলো William Somerset Maugham- এর একটি satire । কারণ এই satire (ব্যঙ্গরচনা) এ লেখক তাঁর ব্যক্তিগত জীবনের হাস্যরসাত্মক ও করুন ঘটনার অবতারণা করেছেন। মোট কথা, তিনি এখানে গভীর হাস্যরসের সাথে একজন মানুষের অসহায়তা আর বিপন্ন তুলে ধরার একটি satire হিসেবে দাঁড় করিয়েছেন।