Choose which pair of numbers comes next in the following series: 8, 11, 21, 15, 18, 21, 22, ?
Correct Answer: Option D
ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে, সিরিজটির ক্ষেত্রে (8, 11, 21) এরপর (15, 18, 21) অর্থাৎ
সিরিজটিতে প্রতি তিনিটি সংখ্যার ক্ষেত্রে দু'টি Number এর পরের তৃতীয় Number টি হলো 21.
এখন প্রতিক্ষেত্রে 21 সংখ্যাটির পূর্বের সংখ্যা দুটির পার্থক্য 3; কারণ 11 - 8 = 3 এবং 18 - 15 = 3.
আবার, 21 এর Immediate আগের এবং পরের সংখ্যার মধ্যে পার্থক্য প্রতিক্ষেত্রে 4; কারণ 15 - 11 = 4
এবং 22 - 18 = 4.
সিরিজটিতে 22 এর পরবর্তী সংখ্যা জোড়ে হলো 22 + 3 = 25 এবং 21.
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions