এখানে মূল সূত্র হলো, 3rd Column = 1st Column + 2nd Column + 1
সেই হিসেবে, প্রথম সারিতে 27 + 22 + 1 = 50, দ্বিতীয় সারিতে 13 + 12 + 1 = 26
তৃতীয় সারিতে হবে 9 + 2 + 1 = 12
Passage :
A Shopkeeper is preparing gift boxes of candy. Each box will contain exactly to kinds of hard candy to be selected from F, G and H, and exactly three kinds candy to be selected from P, Q, R, and T with the following restrictions:
1) G cannot be in the same gift box as T.
2) P cannot be in the same gift box as S.
3) Q cannot the in the same gift box as T.
একজন দোকানদার Candy গিফট বাক্স তৈরী করবে । প্রতিটি বাক্সে শক্ত ও নরম এই দুই ধরনের Candy থাকবে । F, G এবং H হতে দুটি শক্ত ও P, Q, R, S এবং T হতে 3 টি নরম Candy থাকবে । তবে Candy গুলো নিচের শর্তগুলো পূরণ করে থাকবে ।
1) G এবং T একই বাক্সে থাকবে না । 2) P এবং S একই বাক্সে থাকবে না । 3) Q এবং T একই বাক্সে থাকবে না ।
প্রশ্নে বলা হচ্ছে যে, কোনো বাক্সে G থাকলে তার সাথে নিচের কোনটি অবশ্যই থাকবে ?
G এর সাথে আলাদাভাবে F এবং H থাকতে পারে । কাজেই এককভাবে F কিংবা H ক্যান্ডিটি G এর সাথে থাকবেই তা বলা যাবে না । তাই অপশন a) এবং b) বাদ । কিন্তু দেখুন G এর সাথেও T থাকবে না, আবার Q এর সাথেও T থাকবে না কাজেই G এর সাথে নিশ্চিতভাবে Q কে রাখা যায় । কিন্তু S এবং G এর সাথে অন্য 3 টি নরম Candy রাখা যাবে । তাই উত্তর হবে d)
দেওয়াআছে, যদি '\( \div \)' চিহ্ন কে P দ্বারা, '\( \times \)' কে Q দ্বারা, '+' কে R দ্বারা এবং '-' কে S দ্বারা সূচিত করা হয় তবে 18S36R12Q6P7 এর মান কত ?
বলা হচ্ছে যে, দুটি ট্রেন X এবং Y পরস্পর বিপরীত দিকে 100 কিমি দূরত্বের একটি পথ অতিক্রম করা শুরু করলো । X ট্রেনটি একটি নির্দিষ্ট বেগে চলে ঐ দূরত্বে 5 ঘন্টায় অতিক্রম করলো এবং ট্রেন Y অতিক্রম করলো 3 ঘন্টায় ।
X এবং Y যখন পরস্পরের দেখা পেল, তখন X কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলো ?
প্রশ্নমতে, X ট্রেনের গতিবেগ = 100/5 = 20 kmph এবং Y ট্রেনের গতিবেগ = 100/3 kmph
এবার, মনে করি X ট্রেন x km দূরত্বে Y ট্রেনটির সাথে মিলিত হয়েছিলো । ফলে Y ট্রেনটি (100 - x) km দূরত্বে মিলিত হবে ।
প্রশ্নে বলা হচ্ছে যে, একজন লোকের ১২০ দিনের জন্য কিছু টাকা প্রয়োজন । সে ব্যাংকের কাছে লোন চাইল । ব্যাংক তাকে ৬% হার ৩৬০ টাকা চার্জ করল । প্রশ্ন হলো সে ব্যাংক থেকে মোট কত টাকা নিয়েছিল ?
Shortcut: I = prt/100
=> 360 = \(\frac{{p \times 6 \times \frac{1}{3}}}{{100}}\) [ I = সুদ/চার্জ = 360, r = সুদের হার = 6% , t = সময় = 120 days = 120/30 মাস
প্রশ্নে বলা হচ্ছে যে, Kalam রবিবার ছাড়া অন্য দিনগুলোতে প্রতি ঘন্টায় 8.50 আয় করে এবং রবিবার অন্যান্য দিনগুলোর চাইতে ঘন্টা প্রতি দ্বিগুণ আয় হয় । গত সপ্তাহে সে রবিবারের 8 ঘন্টাসহ 40 ঘন্টা কাজ করলে তার কত টাকা আয় হয়েছিল ?
Kalam রবিয়ার ছাড়া সপ্তাহে কাজ করে = 40 - 8 = 32 ঘন্টা
সে রবিবার ঘন্টা প্রতি আয় করে = 8.5 \( \times \) 2 = 17 টাকা
সে গত সপ্তাহে রবিবারে আয় করে = 17 \( \times \) 8 = 136 টাকা
সে গত সপ্তাহে রবিবার ছাড়া আয় করে = 8.50 \( \times \) 32 = 272 টাকা
সে গত সপ্তাহে আয় করে = 272 + 136 = 408 টাকা
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
প্রশ্নে বলা হচ্ছে, একটি বুক শেলফে 10টি বই রয়েছে, যাদের মধ্যে 4টি Paperback এবং 6টি Hardback. এদের মধ্যে থেকে 5টি বই কত প্রকারে বাছাই করা যাবে যেখানে কমপক্ষে
1টি Paperback এবং 1টি Hardback বই থাকবে ?
10 টি বই হতে 5 টি বই বেছে নেয়ার উপায় যেখানে সর্বদা কমপক্ষে একটি Paperback ও একটি Hardback বই থাকবে-
- আমি ভাত খেয়ে স্কুল যাব এই বাক্যে "খেয়ে" হলো অসমাপিকা ক্রিয়া, কারণ এটি কাজের সমাপ্তি নির্দেশ করে না এবং এটি মূল ক্রিয়া "যাব"-এর সাথে সংযুক্ত হয়ে কাজের ধারা বোঝাচ্ছে।
অন্যান্য বিকল্পগুলিতে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে: B) "খাচ্ছি" (বর্তমান চলমান কাল) C) "খাই" (সাধারণ বর্তমান কাল) D) "খাও" (আদেশ বা অনুরোধ বোঝাচ্ছে)
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।