Which book is written by Barak Obama?
A It Takes A Nation
B Poverty and Famines: An Essay on Entittlement and Deprivation
C On Ethics and Economics
D You are Born to Bloom
Solution
Correct Answer: Option A
Barak Obama:
• কেনীয় বংশোদ্ভুত বারাক (হোসেন) ওবামা হলেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট তিনি ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন।
• ২০০৯ সালে তিনি ৪৪ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং একই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
• মনে রাখুন: বারাক ওবামাসহ যুক্তরাষ্ট্রের মোট ৪ জন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পান । অন্যরা হলেন-
• ১। থিউডর রুজভেল্ট (১৯০১ সালে তিনি হোয়াইট হাউজের নামকরণ করেন)
• ২। ড. উড্রো উইলসন (USA এর একমাত্র ডক্টরেট ডিগ্রিধারী প্রেসিডেন্ট)
• ৩। জিমি কার্টার (তিনি হোয়াট হাউজ ডায়েরি গ্রন্থটি লিখেছেন)
• বারাক ওবামার বিখ্যাত গ্রন্থ :
(i)The Audacity of Hope (প্রত্যাশার স্পর্ধা)
(ii) Dreams From My Father
(iii) It Takes A Nation
(iv) Change We Can Believe In
(v) Of Thee I Sing: A Letter to My Daughters
(তবে A Prayer for My Daughter নামে বিখ্যাত কবিতা লিখেছেন WB Yeats)