Solution
Correct Answer: Option D
এখানে, সঠিক উত্তর হবে 'does not believe in god
Atheist বা নাস্তিক হচ্ছে তারা যারা ঈশ্বর বিশ্বাস করেনা।
'believe in God' এর ক্ষেত্রে theist শব্দটি প্রযোজ্য কারণ,
Theist শব্দটি হচ্ছে Atheist শব্দটির opposite word. অর্থাৎ, যে ব্যক্তি ঈশ্বর বিশ্বাস করে সেই ব্যক্তিকে বলা হয় theist বা আস্তিক।
'Hates God' অর্থাৎ, যে ব্যক্তি ঈশ্বর ঘৃণাক করে তাকে Misotheist বলে।
'loves God' বা, যে ব্যক্তি ঈশ্বরকে ভালোবাসে তাকে philotheos or theophilos বলে।