Tenses (168 টি প্রশ্ন )
- বাক্যটি present indefinite tense এ আছে ।
- তাই এর voice change ও present indefinite tense এ করতে হবে ।
- obj হয়ে যাবে sub+am/is/are+verb এর past form +by +sub হয়ে যাবে obj
- A traitor is not trusted by anybody
before এর পরের অংশ যদি past indefinite tense এ থাকে তাহলে তার আগের অংশ past perfect tense এ হবে ।
- আমি তাকে দশ বছর যাবৎ চিনি- এই বাক্যটি present perfect tense এ আছে।
- অতীতে সংঘটিত হয়ে কোনো কাজ কাজ বর্তমান সময়ে চলে এরূপ বুঝালে Verb এর Present Perfect Tense হয়।
- Structure: Subject + have/has + verb(past participle) + Extension.
- বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে- I have known him for ten years.
- Future Continuous টেন্স ভবিষ্যতে চলমান কাজকে বোঝায়।
- গঠন: will + be + verb-ing
- উদাহরণ: "I will be studying tomorrow at 8 PM"
- এটি দেখায় যে ভবিষ্যতের কোনো নির্দিষ্ট মুহুর্তে কাজটি চলবে।
- Present Continuous টেন্স বর্তমানে চলমান কাজকে বোঝায়।
- গঠন: be verb (am/is/are) + verb-ing
- উদাহরণ: "I am writing" - এখন বর্তমান মুহুর্তে লেখার কাজ চলছে।
- বর্তমানে যে কাজটি সরাসরি ঘটছে তা বুঝাতে এই টেন্স ব্যবহৃত হয়।
- "By the time you arrive, I will have left" - এটি Future Perfect এর একটি সঠিক উদাহরণ।

- বাক্যের মধ্যে দুটি ঘটনা রয়েছে:
১)আপনার আসা
২)আমার চলে যাওয়া

- "will have left" দ্বারা বোঝায় যে আমি ইতিমধ্যে চলে যাব আপনার আসার আগেই
- Future Perfect টেন্সে ব্যবহৃত হয় এমন ঘটনার জন্য যা ভবিষ্যতে কোনো নির্দিষ্ট মুহুর্তের আগে সম্পন্ন হবে
- ফর্মুলা: will + have + past participle
- before এর পূর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।
- সঠিক বাক্যটি হলোঃ She had left before Luna came.
Past Indefinite tense: sub. + verb এর past form + object
If clause/had clause যদি past perfect tense এ হয় তাহলে অপর clause টির structure হবে sub+would/could/might+have+verb এর past participle

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• Present Perfect Continuous Tense: 
- যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলেছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে। 
- Structure: Subject + has been/has been + verb + ing + since / for + Object + Extension
- Example: It has been raining since 5 pm. 
'Lost'- এর present form- Lose
বাসা পরিবর্তন বা বদল প্রতি মাসে ঘটতে পারে, এটি মানুষের জন্য একটি সাধারণ ঘটনা। তাই অপশন গুলির মধ্য "moving house" হল সঠিল। 

Move house = বাসা বদল/পরিবর্তন করা।
আগামী মাসে আমরা বাসা পরিবর্তন করব।
We are moving house next month.
অথবা, গত মাসে আমরা বাসা পরিবর্তন করেছি।
We moved house last month.
Things tend to get lost when you move house.
(বাসা পরিবর্তন করার সময় জিনিসপত্র হারিয়ে যাওয়ার উপক্রম হয়)

অন্য অপশন গুলি কেন সঠিক নয়?
Adopting a kangaroo: যদিও ক্যাঙ্গারুর মতো বহিরাগত পোষা প্রাণী থাকা সম্ভব, এটি বেশিরভাগ মানুষের জন্য একটি সাধারণ ঘটনা নয়।
inventing a time machine: একটি টাইম মেশিন আবিষ্কার করা বিজ্ঞান কল্পকাহিনী থেকে একটি ধারণা এবং বাস্তবে অর্জন করা হয়নি। এটি এত সহজ নয় যা সাধারণত এক মাসে অর্জন করা সম্ভব। 
hosting the Olympics: অলিম্পিকের আয়োজন করা একটি গুরুত্বপূর্ণ কাজ যার জন্য বছরের পর বছর প্রস্তুতি, বিশাল আর্থিক বিনিয়োগ এবং সমগ্র শহর বা দেশের অংশগ্রহণ জড়িত। এটি এমন কিছু নয় যা মাত্র এক মাসে ঘটতে পারে।


বাক্যে দুটি অতীত কাল থাকলে একটি past tense এবং অপরটি past perfect tense হয় । আর বাক্যে past perfect tense এর অংশ দুটো verb থাকলেও দুটোতেই (had+verb এর past participle ) বসাতে হয় না ।
বর্তমান সময়ে কোন কাজ চলমান থাকা বুঝাতে present continuous tense বসে। বাক্যে Seven o'clock দ্বারা এখন শব্দটিকে বুঝাচ্ছে ।তাই পরবর্তী অংশে it's raining হবে।
Modal verb গুলো shall ,will,can,may,might ইত্যাদি ।
ভবিষ্যৎ সম্ভাবনা বুঝাতে if clause এ should বসে।
Principal clause এর verb টি past tense এ থাকলে subordinate clause এর verb টিও past tense এ হবে ।সাধারণত That,what,which,where ,when,which,how,though ,although ইত্যাদির পরে sub -ordinate clause বসে
Past indefinite tense structure: Sub + verb এর past form + extension.
গঠন অনুযায়ী সঠিক বাক্যঃ Shohail had a car.
verb/adverb দ্বারা শুরু হওয়া active voice কে passive করতে Let+ obj হবে sub+ be + past participle +বাকি অংশ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past perfect continuous tense হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা Past perfect continuous tense হয়।
Structure:
1st subject + had been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.


ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে future perfect tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।
Structure:
Subject – 1st subject + shall have been/will have been + main verb + ing + 1st object + 2nd subject + main verb + 2nd object.



কোন কাজ বর্তমানে হয়, ঘটে, চিরন্তন সত্য বা কর্তার অভ্যাস ইত্যাদি বুঝালে তাহাকে Present Indefinite Tense বলা হয়। চিনিবার উপাই: – বাংলা ক্রিয়ার শেষে অ, আ, ই, এ এবং ন থাকবে। Subject যদি 3rd Person Singular Number হয় তা হলে মূল Verb এর সাথে S বা es যোগ করতে হয়।
All furniture হচ্ছে plural number তাই verb ও plural হবে ।যেহেতু এখানে yesterday আছে তাই এটি past tense এ হবে
after এর আগে Present/ Future Tense হলে after এর পরে Present Perfect Tense হয়।
অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোন একটি যুক্ত থাকে।

Structure:
1st subject + had + verb এর past participle + 2nd subject + verb এর past form +2nd object. (make it indirect)
অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে একটির আগে অন্যটির চলছিল এরুপ বোঝাতে চলমান কাজটি past perfect continuous tense হয় ।
গঠন - Sub +had been +verb+ing +extension
It was till midnight and I had been preparing my homework . =এটি মধ্যরাত পর্যন্ত ছিল এবং আমি আমার হোমওয়ার্ক প্রস্তুত করছিলাম।
অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past perfect continuous tense হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা Past perfect continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে। এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে –
ক) অতীতকালে দুটি কাজই হয়েছিল।
খ) তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল।
গ) যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলিতেছিল।

Structure:
1st subject + had been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.
তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল – Your mother had been waiting for you when you went to your friend’s home.
অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোন একটি যুক্ত থাকে।

Structure:
1st subject + had + verb এর past participle + 2nd subject + verb এর past form +2nd object.

বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটা বন্ধ করিলাম – I had shut the door before I got into bed.
বাক্যটি অভ্যাসগত সত্য এবং present indefinite tense . বর্তমানকালে যে কাজ হয়ে থাকে অর্থাৎ কোনো কাজ, ঘটনা, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, নিকট ভবিষ্যৎ ইত্যাদি বুঝালে তখন তাকে Present indefinite tense বলে।
 
বাংলায় চেনার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে ই, এ, য়, ও. এন অর্থাৎ করি, যাই, পড়ি, ঘুমাই, ঘুমাও, কর, যাও, পড়,  যান, যাস, ঘুমাস, করেন, পড়েন ইত্যাদি থাকবে।

ইংরেজিতে চেনার উপায়: Always, Daily, Regularly, Normally, Generally, Every day, Usually, Occasionally, Rarely, Frequently, Naturally, constantly, Sometimes,
 often, nowadays, seldom, never ইত্যাদি থাকতে পারে।

Affirmative Sentence: Subject  + মূল Verb এর Present Form + Object + Extension (অন্যান্য অংশ).
Negative Sentence : Subject  + do / does + not + মূল Verb এর present form + extension.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাক্যটি চিরন্তন সত্য এবং present indefinite tense . বর্তমানকালে যে কাজ হয়ে থাকে অর্থাৎ কোনো কাজ, ঘটনা, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, নিকট ভবিষ্যৎ ইত্যাদি বুঝালে তখন তাকে Present indefinite tense বলে।

বাংলায় চেনার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে ই, এ, য়, ও. এন অর্থাৎ করি, যাই, পড়ি, ঘুমাই, ঘুমাও, কর, যাও, পড়,  যান, যাস, ঘুমাস, করেন, পড়েন ইত্যাদি থাকবে।

ইংরেজিতে চেনার উপায়: Always, Daily, Regularly, Normally, Generally, Every day, Usually, Occasionally, Rarely, Frequently, Naturally, constantly, Sometimes,
 often, nowadays, seldom, never ইত্যাদি থাকতে পারে।

Affirmative Sentence: Subject  + মূল Verb এর Present Form + Object + Extension (অন্যান্য অংশ).
Negative Sentence : Subject  + do / does + not + মূল Verb এর present form + extension.
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0