Solution
Correct Answer: Option D
এখানে, সঠিক উত্তর হবে curator.
-curator শব্দের অর্থ হচ্ছে জাদুঘরের তত্ত্বাবধায়ক।
অর্থাৎ,curator মানে হচ্ছে যে ব্যক্তি জাদুঘর এর রক্ষণা বেক্ষণের দায়িত্বে নিয়োজিতো থাকে।
-Librarian শব্দের অর্থ হচ্ছে গ্রন্থাগারিক।
অর্থাৎ, যে ব্যক্তি গ্রন্থাগারের বা লাইব্রেরির রক্ষণা বেক্ষণ করে, লাইব্রেরি সংক্রান্ত তথ্য প্রদান করে,বই পুস্তক সংগ্রহ, সাজানো ইত্যাদি যাবতীয় কাজ করে থাকে তাকে librarian বলে।
-janitor হচ্ছে যে ব্যক্তি বড় বড় অট্টালিকা, ইমারত, ঘর-বাড়ি, স্কুল-কলেজ ইত্যাদি পাহাড়া দেওয়ার কাজে নিয়োজিত থাকে।
-palmist হচ্ছে যে ব্যক্তি হাত গ্ণনার কাজে নিয়োজিত থাকে।