The novel 'Frankenstein' was first published in-
Solution
Correct Answer: Option B
- মেরি শেলি রচিত বিখ্যাত গথিক উপন্যাস 'ফ্রাঙ্কেনস্টাইন; অর, দ্য মডার্ন প্রমিথিউস'।
- এটি প্রথম লন্ডনে প্রকাশিত হয়েছিল ১ জানুয়ারি, ১৮১৮ সালে।
- প্রথম সংস্করণে লেখকের নাম উল্লেখ ছিল না, এটি বেনামে প্রকাশিত হয়।
- মেরি শেলি মাত্র ১৮ বছর বয়সে এই উপন্যাসটি লিখতে শুরু করেন।
- এর বহুল পঠিত সংস্করণটি প্রকাশিত হয় ১৮৩১ সালে, যা ছিল বইটির তৃতীয় সংস্করণ।