Solution
Correct Answer: Option A
- সাধারণত comparative degree এর পুর্বে the বসে না।
- কিন্ত যখন দুটি ব্যাক্তি বা বস্তুর মধ্যে একটির দোষগুণ সম্বন্ধে বলা হয়, তখন comparative degree এর পুর্বে the এবং পরে of বসে।
- এক্ষেত্রে বাক্যের শুরুতে অথবা comparative degree এর পরে of the two (nouns) এর উল্লেখ থাকে।