The closure of the theatres in 1642 was ordered by:
Solution
Correct Answer: Option C
- ১৬৪২ সালে থিয়েটার বন্ধ করার আদেশ দিয়েছিল পিউরিটানরা (The Puritans)।
- এর প্রধান কারণ ছিল নৈতিক ও ধর্মীয় আপত্তি।
- পিউরিটানরা থিয়েটারকে অনৈতিক, পাপপূর্ণ এবং ঈশ্বর-বিরুদ্ধ কার্যকলাপের কেন্দ্রস্থল মনে করত।
- তাদের মতে, থিয়েটার সমাজে অনাচার ও নৈতিক অবক্ষয় সৃষ্টি করছিল।
- এই নিষেধাজ্ঞার ফলে ইংল্যান্ডের থিয়েটার দীর্ঘ ১৮ বছর বন্ধ ছিল।
- পরবর্তীতে, ১৬৬০ সালে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার (Restoration) পর থিয়েটার আবার খোলা হয়।