মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য' কোন ইংরেজি মহাকাব্যের দ্বারা প্রভাবিত?
Solution
Correct Answer: Option A
- মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য হিসেবে পরিচিত।
- এই মহাকাব্যটি রচনার ক্ষেত্রে তিনি জন মিল্টনের 'Paradise Lost' দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন।
- উভয় কাব্যেই মহাকাব্যিক শৈলী, অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার এবং বীররসের প্রয়োগ লক্ষ্য করা যায়।