The character 'Heathcliff' is a central figure in which novel?
Solution
Correct Answer: Option B
- হিথক্লিফ হলেন এমিলি ব্রন্টির একমাত্র উপন্যাস Wuthering Heights (১৮৪৭)-এর কেন্দ্রীয় চরিত্র।
- তিনি একজন বিষণ্ণ, আবেগপ্রবণ এবং প্রতিহিংসাপরায়ণ নায়ক।
- ক্যাথরিন আর্নশ-এর প্রতি তার তীব্র এবং সর্বগ্রাসী ভালোবাসা এবং সামাজিক প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট হতাশা তাকে এক বিধ্বংসী প্রতিশোধের দিকে চালিত করে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে।
- হিথক্লিফ চরিত্রটিকে ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা বায়রনিক হিরো (Byronic hero) হিসেবে বিবেচনা করা হয়।