‘Made weak by time and fate, but strong in will To strive, to seek, to find, and not to yield’ is taken from the poem written by-
A Robert Browning
B Matthew Arnold
C Alfred Tennyson
D Lord Byron
Solution
Correct Answer: Option C
- উক্তিটি Alfred Tennyson এর কবিতা Ulysses থেকে নেয়া হয়েছে।
- কবিতাটি Blank verse-এ লেখা বিখ্যাত Dramatic Monologue. এই কবিতায় বৃদ্ধ বীর Ulysses এর কাহিনী বর্ণিত হয়েছে।
- তিনি তার রাজ্য এবং স্ত্রীকে নিয়ে শেষ সময়টুকু বসে না থেকে তার বন্ধুদের দুঃসাহসিক অভিযানে নামার আহ্বান জানিয়েছেন।
- জীবনের শেষ দিন পর্যন্ত, শেষ অধ্যায় দেখা অবধি তারা দুর্বার গতিতে এগিয়ে যাবেন।
- তারা এগিয়ে যাবেন অজানাকে জানার দৃঢ় প্রত্যয়ে, দৃঢ় সংকল্পে। সংগ্রাম করবেন সকল প্রতিকূলতার বিরুদ্ধে, পরাজয় মানবেন না কোনক্রমেই।
Alfred Tennyson এর অন্যান্য বিখ্যাত কবিতা:
Morte D' Arthur,
Locksley Hall,
The Lotos Eaters,
In Memoriam ইত্যাদি।
উল্লেখ্য, Ulysses নামে James Joyce একটি উপন্যাস রচনা করেছেন।