রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে?

A মুকুট, সমস্যাপূরণ ও মুসলমানীর গল্প

B কাবুলিওয়ালা, মুসলমানীর গল্প ও সমাপ্তি

C ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা

D সমস্যাপূরণ, মুকুট ও সুভা

Solution

Correct Answer: Option A

গল্প - চরিত্রঃ
মুকুট - অমরমাণিক্য, চন্দ্রমাণিক্য, ইন্দ্রকুমার, রাজধর, ইশা খাঁ (মুসলিম চরিত্র)।
সমস্যাপূরণ - কৃষ্ণগোপাল, বিপিনবিহারী, অছিমদ্দি (মুসলিম চরিত্র)।
মুসলমানীর গল্প - হবির খাঁ (মুসলিম চরিত্র), কমলা
ছুটি - ফটিক, মাখন
কাবুলিওয়ালা - রহমত (মুসলিম চরিত্র), মিনি
সমাপ্তি - অপূর্ব, মৃন্ময়ী
ক্ষুধিত পাষাণ - মেহের আলি (মুসলিম চরিত্র)
সুভা - সুভা, প্রতাপ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions