Uttara Bank Limited (PO)-17.09.2021 (70 টি প্রশ্ন )
Countable এবং uncountable উভয় noun এর পূর্বে some বসে। তবে, some এর পরের noun-টি
সুয়েজ খাল একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে। মিশরে অবস্থিত সুয়েজ খাল সিনাই উপদ্বীপকে মিশরের মূল খন্ড থেকে বিচ্ছিন্ন করেছে।
- এটি লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত করেছে। 
- এটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে। খালটি সিল্ক রোডের অংশ যা ইউরোপকে এশিয়ার সাথে সংযুক্ত করে।
- মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে ১৯৫৬ সালে, এর ফলে ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের সাথে মিশরের যুদ্ধ বেধে যায় যা ‘দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ’ বা ‘সুয়েজ যুদ্ধ’ নামে পরিচিত।
- ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দ্য লেসেপ্সের উদ্যোগে ১৮৫৯ সালে সুযেজ খালের খননকার্য শুরু হয়। ১৮৬৯ সালের ১৭ নভেম্বর খালটি নৌ চলাচলের জন্যে উন্মুক্ত‍ করে দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল ‘প্রোটিয়া, নামে পরিচিত।
বাহরাইন মধ্যপ্রাচ্যের একটি দ্বীপ রাষ্ট্র। এটি পারস্য উপসাগরের তীরে অবস্থিত। এর রাজধানী মানামা। দেশটির বর্তমান রাজা শেখ হামাদ বিন ঈসা আল খলিফা। তিনি ২০২০ সাল থেকে বাহরাইনের রাজা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এশিয়ায় প্রথম অলিম্পিক আসর বসে ১৯৬৪ সালে জাপানের রাজধানী টোকিও-তে।
আফ্রিকা আয়তন ও জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এ মহাদেশে মোট স্বাধীন দেশের সংখ্যা ৫৪টি। অন্যদিকে, এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় দেশের সংখ্যা যথাক্রমে ৪৪, ৪৮ ও ২৩টি।
Astronomy - The Universe, The Stars, and The Planets
Nurology - The dealing with disorders of the nervous system
Acoustics -  All aspects of sound
Optics - The behaviour and properties of light
জিম্বাবুয়ে আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র। এর রাজধানী হারারে। ১৮০০-১৯৬৫ সাল পর্যন্ত ব্রিটিশ উপনিবেশ থাকা অবস্থায় দেশটি দক্ষিণ রোডেশিয়া নামে পরিচিত ছিল। ১৯৮০ সালে সংখ্যাগুরু কৃষ্ণাঙ্গ জনগণ দক্ষিণ রোডেশিয়ার নাম পরিবর্তন করে জিম্বাবুয়ে নামকরণ করে।
অন্যদিকে,
- জাম্বিয়ার পূর্বনাম উত্তর রোডেশিয়া এবং
- সায়গনের বর্তমান নাম হোচিমিন সিটি।
- আর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বনাম জায়ারে।
Japan Aerospace Exploration (JAXA) হলো জাপানের জাতীয় মহাকাশ সংস্থা। এটি ১১ অক্টোবর, ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর টোকিও, জাপান ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ইউরোপীয় ইউনিয়ন কমিশনের বর্তমান প্রেসিডেন্ট জার্মানির সাবেক প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লিয়েন। তিনি প্রথম নারী হিসেবে ২০১৯ সালে এ সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯৮ সালে ল্যারি পেইজ এবং সের্গেই ব্রিন ইন্টারনেট ও সফটওয়্যার সেবাদানকারী বহুজাতিক মার্কিন কোম্পানি ‘Google’ প্রতিষ্ঠা করেন।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।
- প্রতিষ্ঠানটির বর্তমান Chief Executive Officer (CEO) সুন্দর পিচাই।


Ryanair Airlines আয়ারল্যান্ডের একটি বিমান সংস্থা। এটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৫ সালে কার্যক্রম শুরু করে। এর সদর দপ্তর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত।
বিশ্বব্যাপী পরিবেশ দূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুইডেনের রাজধানী স্টকহোম ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় ।এ সম্মেলনে সিদ্ধান্ত অনুযায়ী , ১৯৭৩ সালে ৫ জুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা দেয় .১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে ।
♦ এই দিবস গুলো থেকে একটা পরীক্ষা থাকবেঃ
- বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল
- অটিজম সচেতনতা দিবস : ২ এপ্রিল
- আন্তর্জাতিক শ্রমিক দিবস : ১ মে
- বিশ্ব ধাত্রী দিবস : ৫ মে
- রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস : ৮ মে
- বিশ্ব পরিবেশ দিবস : ৫জুন
- বিশ্ব নারী দিবস : ৮ মার্চ
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ।
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস : ২১মার্চ
- আন্তর্জাতিক পানি দিবস : ২২ মার্চ
- আন্তজার্তিক আবহাওয়া দিবস : ২৩ মার্চ
- বিশ্ব ধরিত্রী দিবস : ২২ এপ্রিল
- বিশ্ব শরণার্থী দিবস : ২০ জুন
- আন্তর্জাতিক ডিম দিবস : অক্টোবর মাসের ২য় শুক্রবার
- আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর
- আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর।
- বিশ্ব ধূমপান বর্জন দিবস : ৩১ মে
- বিশ্ব মাদক বিরোধী দিবস : ২৬ জুন
- বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- বিশ্ব সাক্ষরতা দিবস : ৮ সেপ্ট
- জাতীয় ইনকাম ট্যাক্স দিবস : ১৫ সেপ্টম্বর
- জাতীয় ট্যাক্স দিবস : ৩০ নভেম্বর
- জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস : ১২ ডিসেম্বর
- আন্তজার্তিক গণতন্ত্র দিবস : ১৫ সেপ্ট
- আন্তর্জাতিক শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর
- The International Day of Forests : 21 March
- বিশ্ব খাদ্য দিবস : ১৬ অক্টোবর
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস : ১০ ডিসেম্বর
- জাতীয় VAT দিবস : ১০ ডিসেম্বর
ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ স্টিফেন হকিং এর বিখ্যাত গ্রন্থ 'Brief Answers to the Big গ্রন্থটি ২০১৮ সালে প্রকাশিত হয়।

বিশ্বের মানুষের প্রয়োজনীয় খাদ্যের জোগান, দারিদ্র্য ও পুষ্টিহীনতা দূর করে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।


নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি ২৬ অক্টোবর, ২০১৭ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

Let X be the number which is added to 24
85% of X = 0.85X
Now,
24 + 0.85X = X
⇒ 0.15X = 24
∴ X = 24/0.15 = 160


P(at least one graduate) = 1 − P(no graduates)
= 1 − 6C3/10C3 
= 1 − 6×5×4/10×9×8
= 1 − 1/6
= 5/6


Train’s speed = 240/24 = 10 m/s
The train has to cover = (240 + 650) = 890 m.
∴ Required time = 890/10 = 89 seconds


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

At 10% decrease, salary is = 100 - 10 = 90
And a 10% increase, the salary is = 90 + 90×10/100 = 99
∴ He is at = 100 - 99 = 1% loss


এখানে,
দেয়ালের আয়তন
= (8×100) × (6×100) x 22.5
= 10800000 cm3

ইটের আয়তন = 25 × 11.25 × 6 = 1687.5 cm3

ইটের সংখ্যা =10800000/ 1687.5
= 6400


CP =p(1 + r/100}r
= 2500(1+4.5/100)3
= 2500 × (1.045)³
= 2500 × 1. 14116
= 2852.92


Total Cost price of 100 mangoes = (100×12) = 1200 tk.
At 10% profit, total Selling price = (1200×110)/100 = 1320 tk.
Total Selling Price of 60 mangoes each 17.40 tk
= (60×17.40) = 1044 tk.
And, total Selling Price of x mangoes each 11.31 tk
= 11.31x tk.

ATQ,
11.31x = 1320-1044
Or, x = 276/11.31
Or, x = 24.40
So the least possible value of x = 25


আমরা জানি,
ত্রিভুজের যে কোন ২ বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বৃহত্তম।

এখানে, x + (x + 1) + z = 13
এখন, x = 3 হলে, 2টি বাহু যথাক্রমে 3 ও (3 + 1) = 4 এবং 3 + 4 = 7
-
.: অপর বাহু অবশ্যই 7 অপেক্ষা ছোট হবে।
এজন্য সঠিক উত্তর হবে 6।
[এখানে 7 অপেক্ষা 3 ও 4 ছোট হওয়া সত্ত্বেও হবে না কারণ তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে]


Let,
He has TK. x
ATQ, x - x/2 - x/2×1/4 = 3600
or, x/2 - x/8 = 3600
or, (4x - x)/8 = 3600
∴ x = (3600×8)/3 = 9600


আমরা জানি, ঘনক আকৃতির বস্তুর ৬টি তল থাকে। 10 এখানে, ঘনকটির ৬টি তলের প্রত্যেকটি বাহু ৬ একক বিশিষ্ট দৈর্ঘ্যের এবং ঘনকটিকে গোপালী রং করা হয়েছে। এখন প্রত্যেকটি বাহুকে ২ একক করে কাটলে ৬টি পৃষ্ঠে ২ দিকে ও রং করা ছোট ছোট ঘনকের সংখ্যা হবে- ১২টি। 

যেহতু 1.5 সমীকরণটির একটি মূল সেহেতু (1.5)2 + 1.5m + 24 = 0
⇒ 2.25 + 1.5m + 24 =0
⇒ m = - 26.25/1.5
⇒ m = - 17.5


মনেকরি, পরীক্ষা সংখ্যা = x
প্রশ্নমতে, 84 (x + 1) - 80x = 92
⇒  84x + 84-80x = 92
⇒  4x = 8
∴ x = 2

অতিরিক্ত 1টি পরীক্ষাসহ মোট পরীক্ষা = 2 + 1 = 3


যাওয়ার সময় : ফিরে আসার সময়
মনেকরি, যাওয়ার সময় = 2x ঘণ্টা
ফিরে আসার ” = x "
প্রশ্নমতে,
(1+1)/(2x + x) =2/3
[যেহেতু যাওয়ার সময় 1 mile ও আসার সময় 1 mile পথ পাড়ি দিতে হয়]
⇒ 2/3x = 2/3
⇒ x =1

.: যাওয়ার সময় গড় বেগ : দূরত্ব / সময়
= 1/2 × 1
= 1/2 mile/ hour


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

আমরা জানি, মূলবিন্দুগামী রেখার সমীকরণ y = mx
এখানে, ঢাল m = 3
y = 3x............(i)
এখন (6, y) বিন্দুর জন্য (i) নং হতে পাই,
y = 3x
∴ y = 3 × 6 = 18 [∵ ভূজ = 6]
আবার, (x, 12) বিন্দুর জন্য (i) নং হতে পাই,
y = 3x
⇒ 12 = 3x [∵ কোটি = 12]
∴ x = 12/3 = 4
অতএব, y - x = 18 - 4 = 14


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0