বাংলাদেশ ব্যাংক (অফিসার) - ০২.১২.২০২২ (100 টি প্রশ্ন )
Block chain প্রযুক্তিতে অনেক ডাটা ব্লক থাকে। এই সমস্ত ডেটা ব্লকে ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে ডেটা এনকোড করা হয় এবং ব্লকগুলি একে অপরের সাথে সংযুক্ত হয়ে একটি দীর্ঘ চেইন তৈরি করে। প্রতিটি ব্লকে রয়েছে তার ঠিক আগের ব্লকের একটি ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ, একটি Time Stamp ও List of transaction বা লেনদেন তথ্য। এইভাবে প্রতিটি ব্লকের সাথে সম্পর্কিত ডেটা তার পাশের ব্লকে সংরক্ষিত থাকে। সুতরাং Block chain-এ একবার ব্লকে ডেটা রেকর্ড হয়ে গেলে এই ডেটা আর মুছে ফেলা যায় না ।
Real Time Gross Settlement (RTGS) একটি নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম। এটি এমন একটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম, যেখানে একটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে রিয়েল টাইমে অর্থাৎ সময়ের অপেক্ষা ছাড়া অর্থ স্থানান্তর করা যায়।
সিডি-রম কপি করার ক্ষেটড়ে "বার্নিং" বলতে সিডি বার্নার(এটি একটি কম্পিউটার টূলস) ব্যবহার করে একটি ফাঁকা সিডি-রমে ডিজিটাল ডেটা লেখা বা অনুলিপি করার প্রক্রিয়া বোঝায়। এই প্রক্রিয়ার মধ্যে একটি লেজার ব্যবহার করে CD-ROM-এ ডেটার একটি ফিজিক্যাল কপি তৈরি করা থাকে যাতে ডিস্কের পৃষ্ঠে ছোট ছোট গর্ত এবং ল্যান্ড খোঁচানো যায়। একবার CD-ROM-এ ডেটা বার্ন হয়ে গেলে, এটি একটি CD-ROM ড্রাইভ বা প্লেয়ার দ্বারা পড়া বা অ্যাক্সেস করা যেতে পারে।

বার্ন করা হল সিডি কপি করার একটি সাধারণ পদ্ধতি এবং প্রায়ই গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ কপি তৈরি করতে বা সফ্টওয়্যার, সঙ্গীত বা অন্যান্য ডিজিটাল সামগ্রী বিতরণ করতে ব্যবহৃত হয়। 
কম্পিউটারের সাথে ইনপুট-আউটপুট ডিভাইসগুলোর সংযোগ প্রক্রিয়াকে Interface বলে।এটি এক ধরনের লজিক সার্কিট, যা কোন ডিজিটাল ব্যবস্থায় ইনপুট ও আউটপুট অংশের সাথে যুক্ত থাকে। এটি ইনপুট ডিভাইস হতে সিপিইউতে ডেটা পাঠানো ও সিপিইউ থেকে ফলাফল আউটপুট ডিভাইসে পাঠানোর কাজ নিয়ন্ত্রণ করে। এছাড়াও CPU এর গতির সাথে ইনপুট ও আউটপুট এর গতিবেগ সমন্বয় করে এবং পেরিফেরাল ডিভাইসের কাজ নিয়ন্ত্রণ করে বাহির হতে অনাগত ডেটার প্রবেশ ও নির্গমন রোধ করে।

মডেম এমন একটি ডিভাইস, যা কম্পিউটার এবং টেলিফোন লাইনের মধ্যে স্থাপন করা হয়। কম্পিউটারের ডেটা ডিজিটাল ফরম্যাটে এবং টেলিফোন লাইনের ডেটা এনালগ ফরম্যাটে অবস্থান করে। মডেম কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে কনভার্ট করে টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহ করতে সাহায্য করে। মডেম Communication adapter (টেলিফোন লাইন, ক্যাবল) এর মাধ্যমে তথ্য আদান-প্রদান করে। কোনো কম্পিউটার থেকে আগত তথ্যকে মডেম ডিজিটাল বিট হতে এনালগ সিগন্যালে রূপান্তর করে। এ কাজটিকে মডুলেশন বলা হয়। আবার এনালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার কাজটিকে ডিমডুলেশন বলা হয়।
Blu-Ray Disk সিডি বা ডিভিডি এর মতো এক ধরনের অপটিকাল ডিস্ক ফরম্যাট। এটি হাই-ডেফিনিশন ভিডিও, ভিডিও গেম ও অন্যান্য তথ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। প্রতিটি একক লেয়ার বিশিষ্ট ব্লু রে ডিস্ক ২৫ গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণ করতে পারে। আর দ্বৈত লেয়ারের ক্ষেত্রে এই ধারণক্ষমতা ৫০ গিগাবাইট পর্যন্ত। একটি সাধারণ সিডিতে ৭০০ গিগাবাইট, ডিভিডিতে ৪.৭ গিগাবাইট ও দ্বৈত লেয়ার ডিভিডিতে ১৭ গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণ করতে পারে; যেখানে দ্বৈত লেয়ার ব্লু রে ডিস্ক ৫০ গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণে সক্ষম।
মনিটর একটি Output Device, একে Visual Display Unit (VDU) বলা হয়। রঙিন মনিটরে তিনটি মৌলিক রঙ (লাল, সবুজ ও আসমানি) থাকে ।
- Disk Operating System (DOS) বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।
- এটি যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন ১৯৮১ সালে উদ্ভাবন করে।
- MS DOS 16 বিটের অপারেটিং সিস্টেম।
অন্যদিকে,
- MS Windows কম্পিউটারে সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম। ১৯৮৫ সালে মাইক্রোসফট কর্পোরেশন প্রথম চিত্রভিত্তিক ইন্টারফেস হিসেবে MS Windows বাজারে ছাড়ে। পরবর্তীতে ১৯৯৫ সালে পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম হিসেবে বাজারে আসে। MS Windows এর কয়েকটি ভার্সন হলো- Windows 98/2000, windows XP/NT/ Vista, Windows 7/8/10.
লেটেন্সি বলতে একটি সিগন্যালের উৎস থেকে গন্তব্যে যেতে কতটা সময় লাগে তা বোঝায়। কম্পিউটিং এবং টেলিকমিউনিকেশনের পরিপ্রেক্ষিতে, লেটেন্সি হল একজন ব্যবহারকারীর একটি কাজ সম্পাদন করার সময়, যেমন একটি বোতামে ক্লিক করা বা একটি কীস্ট্রোক টাইপ করা এবং কম্পিউটার বা নেটওয়ার্ক সেই ক্রিয়াটির প্রতিক্রিয়া জানানোর মধ্যে বিলম্ব সময়।

লেটেন্সি সাধারণত মিলিসেকেন্ডে (ms) -এ পরিমাপ করা হয় 

কম্পিউটার সিস্টেম এবং নেটওয়ার্কের নকশা এবং বাস্তবায়নের ক্ষেত্রে লেটেন্সি হ্রাস করা একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। ক্যাশিং, কম্প্রেশন এবং লোড ব্যালেন্সিং এর মতো টেকনিকগুলি লেটেন্সি কমাতে এবং কর্মক্ষমতা উন্নত করতে ব্যবহার করা যেতে পারে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কম্পিউটারের ডেটা সংরক্ষণের মাধ্যম বা ধারককে Computer memory বলে। এটি প্রধানত দুইপ্রকার। যথা: প্রধান মেমোরি ও সহায়ক মেমোরি। RAM ও ROM প্ৰধান মেমোরির অন্তর্ভুক্ত। Input device থেকে আগত সকল তথ্য প্রথমে RAM-এ জমা হয়। এর মাধ্যমে নতুন তথ্য পড়া, লেখা বা মুছা যায় ।
- কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে, ৩১ অক্টোবর - ১২ নভেম্বর, ২০২১ সালে। 
- কপ-২৭ অনুষ্ঠিত হয় মিশরের শারম আল শেখ,২০২২ সালে।
- কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত, ২০২৩সালে।
ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ satirist খ্যাত অ্যাংলো- আইরিশ লেখক ও ধর্মযাজক Jonathan Swift এর বিখ্যাত উপন্যাস Gulliver's Travel (1726)। এ উপন্যাসে তিনি মানব চরিত্রকে ব্যঙ্গ করেছেন এবং সাহিত্যের প্রচলিত ভ্রমণবৃত্তান্ত ধারাটির প্যারোডি করেছেন। এটিকে ইংরেজি সাহিত্যের একটি ধ্রুপদি গ্রন্থ মনে করা হয়।
ইউনেস্কো উপদেষ্টা কমিটি ৩০ অক্টোবর, ২০১৭ সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে Worlds Documentary Herritage এর অংশ হিসেবে Memory of the world Register-এ অন্তর্ভুক্ত করে। উল্লেখ্য, ১৯৯২ সালে ইউনেস্কো Memory of the world Register প্রোগ্রামটি চালু করে ।
Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়। ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে 'Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGS নামে পরিচিত। SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত । এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
২০ নভেম্বর-১৮ ডিসেম্বর-২০২২ কাতারে অনুষ্ঠিত ফিফা ফুটবল বিশ্বকাপে হুগো লরিস ও লিওনেল মেসি যথাক্রমে ফ্রান্স ও আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক। অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার যথাক্রমে ফ্রান্স ও ব্রাজিল ফুটবল বিশ্বকাপ দলের খেলোয়াড়।
ব্যালন ডি'অর পুরস্কার-২০২২ লাভ করেন করিম বেনজেমা (ফ্রান্স/ রিয়াল মাদ্রিদ) আর আলেক্সিয়া পুতেলাস (স্পেন/ বার্সেলোনা)
১৭৭০ থেকে ১৭৮০ সালের মধ্যে ইংরেজ আমলে বাংলায় নীল চাষ শুরু হয়। ফরিদপুর, যশোর, ঢাকা, পাবনা, রাজশাহী, নদীয়া ও মুর্শিদাবাদে এ সময় ব্যাপক নীল চাষ হতো। আর এ নীল চাষের ব্যবসায় ব্রিটিশদের একচেটিয়া অধিকার ছিল। নানারকম বঞ্চনা ও নীল চাষ লাভজনক না হওয়ায় কৃষকদের মধ্যে অনীহা তৈরি হয়। নীলকরেরা জোরপূর্বক নীলচাষে বাধ্য করতে কৃষকদের ওপর ব্যাপক অত্যাচার-নিপীড়ন শুরু করে। এক পর্যায়ে কৃষকরা অত্যাচার সহ্য করতে না পেরে ১৮৫৯ সালে নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এ বিদ্রোহের কেন্দ্রবিন্দু ছিল যশোর ও নদীয়া। এ বিদ্রোহে নেতৃত্ব দেয় যশোরের নবীন মাধব ও বেণী মাধব, নদীয়ার মেঘনা সর্দার, হুগলির বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার। ব্রিটিশ সরকার নীল বিদ্রোহ বন্ধ করতে ১৮৬১ সালে 'নীল কমিশন' গঠন করে। এ কমিশনের সুপারিশের ভিত্তিতে নীল চাষকে কৃষকদের ইচ্ছাধীন বলে ঘোষণা করা হয়।
Worldometer-২০২২ এর তথ্যমতে, বিশ্বে গ্রিনহাউস গ্যাস (কার্বন ডাই-অক্সাইড) নিঃসরণে শীর্ষ দেশ চীন। কিন্তু মাথাপিছু গ্রিনহাউস (কার্বন-ডাই অক্সাইড) নিঃসরণে দ্বিতীয় অবস্থানে চীন। দেশটি মোট মাথাপিছু ৭.৩৮ টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে। বিশ্বে গ্রিনহাউস গ্যাস (কার্বন ডাই-অক্সাইড) নিঃসরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু দেশটি মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ অবস্থানে রয়েছে। দেশটি মোট মাথাপিছু ১৫.৫২ টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে ।
হীরা হলো মূল্যবান একটি রত্ন। এটি একটি বিশুদ্ধ উপাদান কার্বন থেকে সৃষ্ট। অর্থাৎ হীরা হলো কার্বনের রূপভেদ। কার্বন যেহেতু অধাতু, তাই হীরাও অধাতু। এটি সবচেয়ে কঠিন খনিজ। আর ট্যালক সবচেয়ে নরম খনিজ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
International Development Association (IDA) বিশ্ব ব্যাংক গ্রুপের একটি সংস্থা। এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশ ১৭৪ এবং সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। প্রতিষ্ঠানটি সহজ শর্তে দরিদ্র দেশগুলিকে ঋণ প্রদান করার জন্য Soft Loan window নামে পরিচিত। আইডিএ ১.২৫ থেকে ১.৮০ শতাংশ হারে ঋণ প্রদান করে থাকে ।
-১৯৪৪ সালের ১-২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার এর ব্রেটন উডস শহরে 'ব্রেটন উডস সম্মেলন' অনুষ্ঠিত হয়। 
-এতে ৪৪টি দেশ অংশগ্রহণ করে। 
-বিশ্বযুদ্ধোত্তর প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা গঠন, যুদ্ধোত্তর রাষ্ট্রসমূহের পুনর্গঠন ও উন্নয়ন সাধন এবং বাণিজ্য ব্যবস্থা সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্য তিনটি আন্তর্জাতিক (World Bank, IMF, ITO) সংস্থা গঠন করার ব্যাপারে আলোচনা হয়। 
-ব্রেটন উডস সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৪৫ IMF প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৭ সালে কার্যক্রম শুরু করে। 
-আর ১৯৪৫ সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।

- মৌর্য বংশের রাজত্বকাল ছিল ঃ ৩২৪ খ্রিস্টপূর্ব থেকে ১৮৭ খ্রিস্টপূর্ব পর্যন্ত।
- কৌটিল্য নীতি হলো ঃ শক্তিমান মাত্রই যুদ্ধ করবে ও শত্রু নিপাত করবে।
- প্রথম জীবনে আশোক ছিলেন ঃ হিন্দু ধর্মাবলম্বী।
- আশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ঃ কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে।
- বৌদ্ধধর্ম বিশ্বধর্ম পরিণত হয় ঃ সম্রাট অশোকের শাসনামলে।
- বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় ঃ সম্রাট অশোককে
- মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ঃ চন্দ্রগুপ্ত মৌর্য । (শেষ সম্রাট: বৃহদ্রথ)।
- চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হন ঃ নন্দ বংশের উৎখাতের মাধ্যমে
- মৌর্য বংশের ৩য় ও সর্বশ্রেষ্ঠ রাজা ঃ সম্রাট অশোক (রাজত্বকাল: খ্রিস্টপূর্ব ২৬৯-২৩২)।
- মৌর্যের রাজধানী ঃ পাটলীপুত্র (বর্তমান: পটনা, বিহার)।
- মৌর্য বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঃ মহাস্থানগড় (বগুড়া), সোমপুর বিহার (নওগা)
- মৌর্য বংশের সিংহাসনে আরোহণ সম্পর্কে জানা যায় ঃ সংস্কৃত ভাষায় রচিত বিশাখা দত্তের নাটক ‘মুদ্রা রাক্ষস' হতে।
- চানক্য/কৌটিল্য রচিত একটি সুপ্রাচীন রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ ঃ ‘অর্থশাস্ত্র’ । এই গ্রন্থটি ১৫টি ভাগে বিভক্ত।
- চানক্য কে তুলনা করা হয় ঃ ইতালির রাষ্ট্রনীতিবিদ ‘মেকিয়াভেলির' সাথে।
কাতার পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি দেশ, বিশেষ করে আরব উপদ্বীপে। এটি একটি ছোট দেশ যা দক্ষিণে সৌদি আরবের সাথে সীমানা ভাগ করে এবং উত্তর, পূর্ব এবং পশ্চিমে পারস্য উপসাগর দ্বারা বেষ্টিত। কাতারের রাজধানী এবং বৃহত্তম শহর দোহা। অফিসিয়াল ভাষা আরবি এবং মুদ্রা কাতারি রিয়াল। কাতার তার তেল এবং প্রাকৃতিক গ্যাসের রিজার্ভের পাশাপাশি দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং আধুনিক স্থাপত্যের জন্য পরিচিত।
র‍্যাডক্লিফ লাইন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশ ও বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভাজন করে নবগঠিত ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেখা। ১৮ জুলাই, ১৯৪৭ সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশ হওয়ার পর ভারতবর্ষকে ভাগ করে দুটি আলাদা রাষ্ট্র ভারত ও পাকিস্তান এর সীমানা নির্ধারণ করার জন্য ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন সিরিল র‍্যাডক্লিফকে প্রধান করে একটি কমিটি গঠন করেন। ১৭ আগস্ট, ১৯৪৭ সালে সিরিল র‍্যাডক্লিফ চূড়ান্তভাবে ভারত-পাকিস্তানকে বিভক্ত করেন। স্যার সিরিল র‍্যাডক্লিফ এর পরিকল্পনায় ভারত-পাকিস্তান সীমানা নির্ধারণ করা হয় বলে তার নামানুসারে এ রেখার নামকরণ করা হয় র‍্যাডক্লিফ লাইন। বর্তমানে এই রেখাটির পশ্চিমভাগ ভারত- পাকিস্তান, পূর্বভাগ বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ- মায়ানমার সীমানা চিহ্নিত রেখা হিসেবে পরিচিত।
- দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশ সমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদস্য ৮ (ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকা)।
- সংস্থাটির সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।
- সার্কের শীর্ষ সম্মেলন সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর সার্কের প্রথম শীর্ষ সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
- এছাড়াও ১০-১১ এপ্রিল, ১৯৯৩ সালে ৭ম এবং ১২-১৩ নভেম্বর, ২০০৫ সালে ১৩তম সার্ক শীর্ষ সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
ইউক্রেন এর মুদ্রার নাম রিভনিয়া। আর বুলগেরিয়ার মুদ্রার নাম লেভ।
বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের বিলোপ সাধনের লক্ষ্যে Bruce G. Blair এর নেতৃত্বে ২০০৮ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথম Global Zero Campaign শুরু হয় ।
কিলোগ্রাম = 2.21 lbs
-কে-২ এভারেস্ট পর্বতের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। 
-সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮৬১১ মিটার। 
-হিমালয় পর্বতমালার কারকোরাম পর্বতশ্রেণির অন্তর্গত কে-২ পর্বতশৃঙ্গটি পাকিস্তানের আজাদ কাশ্মীরের গিলগিট- বালতিস্তান ও চীনের জিংজিয়ান সীমান্তে অবস্থিত ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৩০ নভেম্বর ,২০২২ সালের বিশ্ব বাণিজ্য সংস্থার প্রকাশিত বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২২ অনুযায়ী ,২০২১ সাল বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ২০২০ সালে ভিয়েতনাম বাংলাদেশকে তৃতীয় অবস্থানে ঠেলে দিয়ে দ্বিতীয় হয়েছিল। সাম্প্রতিক বছর গুলোতে বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানির বাজারে আধিপত্য বিস্তারে বাংলাদেশ ভিয়েতনামের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা পরিলক্ষিত হচ্ছে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0