Sonali Bank -2013 (Officer/Cash) (49 টি প্রশ্ন )
 

ASCII stands for American Standard Code for Information Interchange. Computers can only understand numbers, so an ASCII code is the numerical representation of a character such as 'a' or '@' or an action of some sort.

 

 

ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষী,শিক্ষাবিদ,ভাষাবিদ, লেখক, গবেষক ও সমাজ সংস্কারক। পৃথিবীর বিভিন্ন ভাষা ও ভাষাতত্ত্ব নিয়ে তাঁর গবেষণা আজো অতুলনীয়। তিনি ২৪টি ভাষা আয়ত্ত করেছিলেন, এগুলোর মধ্যে ১৮টি ভাষার ওপর তাঁর অগাধ পাণ্ডিত্য ছিলো।

 

 

মীর মশাররফ হোসেন  ছিলেন একজন বাঙ্গালী ঔপন্যাসিক,নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি তৎকালীন বৃটিশ ভারতে (বর্তমান বাংলাদেশ) কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

 

 

সত্যেন্দ্রনাথ দত্ত একজন বাঙালি কবি ও ছড়াকার। তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাঁকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়।

 

 

Scandinavian countries: Finland, Denmark, Iceland, Sweden and Norway.

 

 

Sheikh Mujibur Rahman (17 March 1920 – 15 August 1975)

 

 

Organization of the Petroleum Exporting Countries is an intergovernmental organization of 13 petroleum-exporting nations, founded in 1960 by the first five members, and headquartered since 1965 in Vienna, Austria. The 13 countries account for 40 percent of global oil production and 73 percent of the world's "proven" oil reserves, making OPEC a major influence on global oil prices.

 

 

The member states are Afghanistan, Bangladesh, Bhutan, India, Maldives, Nepal, Pakistan, and Sri Lanka. SAARC was founded by seven states in 1985.

 

 

The size of the field on which the game is played varies from ground to ground but the pitch is always a rectangular area of 22 yards (20.12m) in length and 10ft (3.05m) in width. The popping (batting) crease is marked 1.22m in front of the stumps at either end, with the stumps set along the bowling crease.

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

পত্র পত্রিকার কাটতি বা প্রচার সংখ্যা নির্দেশ করতে circulation শব্দটি ব্যবহৃত হয়। 

 

TRANSPARENT- স্বচ্ছ, 
Apparent- স্বচ্ছ, 
Manifest-সুস্পষ্ট, 
Opaque- অস্বচ্ছ,
 Explicit- স্পষ্টভাবে বর্ণিত
 

DESPISE- ঘৃনা করা, Infuriate-ক্রুদ্ধ করা, Abhor-ঘৃনা করা, Commend-প্রশংসা করা, Facilitate-সহজ করা 

 

 

Conditional sentence এর প্রথম অংশ যদি Past indefinite tense হয় তাহলে পরের অংশে would/could/ might বসে।

 

 

lucrative-লাভজনক , profitable-লাভজনক, professional-পেশাদার 

 

 

Prefer এর পরে Verb এর শেষে ing যোগ হয়। 

 





ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১৯৭১ সালে স্বাধীনতার পর এপিপি রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) নামে রূপান্তরিত হয়। 
- ১৯৭২ সালের জানুয়ারি মাসে এক সরকারি আদেশবলে জাতীয় সংবাদ সংস্থা হিসেবে আবির্ভূত হয়।
- এনা (ইস্টার্ন নিউজ এজেন্সি) এটিও বাংলাদেশি সংবাদ সংস্থা।




বিপদে পড়ে কিংবা বাধ্য হয়ে কোন কাজ করা‌ বুঝাতে ‌ এ প্রবচনটি ব্যবহার করা হয়।

ইংরেজিতে একটি কথা আছে, "Circumstances compelled me to do this." এর বাংলা অর্থ এটিই।

মোগল শাসকদের খাওয়াদাওয়ার ব্যাপারে খুব সুনাম ছিলো। আজকের বাঙালিদের পলান্নই বলি আর যেকোনো মাংসের পদ, সবই মোগলদের অবদান। কারণ প্রাচীন বঙ্গের সিংহভাগ মানুষই ছিলো নিরামিষভোজী।

প্রবাদটি সেই সময়ের। যেহেতু তখনকার বাঙালিরা এতে অভ্যস্থ ছিলো না কিন্তু শাসকগোষ্ঠীর আদেশও কখনোই পরিহার্য ছিলো না, তাই তখন থেকে এ প্রবাদটি প্রচলিত।






ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- টি. এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর।
- বিষ্ণু দে ১৯৫০ সালে এলিয়েটের কবিতা অনুবাদ করেন।
- বুদ্ধদেব বসুও পরবর্তীতে ‘এলিয়টের কবিতা’ নামে তার কবিতা অনুবাদ করেন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0