The sonnet form was popularized in England during which period?
Solution
Correct Answer: Option B
- যদিও সনেট আগেই প্রবর্তিত হয়েছিল, কিন্তু Elizabethan Age (1558-1603) এ স্যার ফিলিপ সিডনি এবং উইলিয়াম শেক্সপিয়ারের মতো কবিদের মাধ্যমে এটি জনপ্রিয় হয়ে ওঠে।
- এই সময়ে সনেট শুধু জনপ্রিয়ই হয়নি, বরং এর মাধ্যমে ইংরেজি কবিতার ভাষা ও রূপ সমৃদ্ধ হয়েছে এবং পরবর্তী প্রজন্মের কবিদের জন্য এক নতুন পথ খুলে দিয়েছে।
- সনেটের ইতালিতে উদ্ভব হয় (13শ শতাব্দী) এবং ইংল্যান্ডে প্রথম প্রবর্তন করেন স্যার থমাস ওয়াট ও হেনরি হাওয়ার্ড (16শ শতাব্দীর প্রথম দিকে)