Which period is considered as 'The Middle English Period' in English Literature?
Solution
Correct Answer: Option D
- ইংরেজি সাহিত্যের ইতিহাসে ১০৬৬ সাল থেকে ১৫০০ সাল পর্যন্ত সময়কালকে Middle English Period বা মধ্য যুগ বলা হয়।
- এই যুগটি নরম্যান বিজয় (Norman Conquest) বা ১০৬৬ সালে হেস্টিংসের যুদ্ধের মাধ্যমে শুরু হয়।
- বিখ্যাত কবি জিওফ্রে চসার (Geoffrey Chaucer) এই যুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, যাকে ইংরেজি সাহিত্যের জনক বলা হয়।
- ৪৫০-১০৬৬ সাল পর্যন্ত সময়কালকে Old English Period বা প্রাচীন যুগ বলা হয়।
- ১৫০০-১৬৬০ সাল পর্যন্ত সময়কালকে The Renaissance Period বা রেনেসাঁ যুগ বলা হয়।
- ১৬৬০-১৭৮৫ সাল পর্যন্ত সময়কালকে The Neoclassical Period বলা হয়।