Solution
Correct Answer: Option D
- since ব্যবহৃত হয় কোন কাজের শুরুর সময় বুঝাতে। যেমন- It has been raining since morning অর্থাৎ, সকাল থেকে শুরু হয়ে এখন অবধি) বৃষ্টি হচ্ছে।
- For ব্যবহৃত হয় কোন কাজ কতক্ষণ ধরে চলছে তা বুঝাতে। যেমন- It has been raining for two hours অর্থাৎ, দুই ঘন্টা (মোট সময়) ধরে বৃষ্টি হচ্ছে। এ বাক্যে বোঝানো হয়েছে বহুদিন ধরে তার কাছ থেকে শুনিনি।
তাই since যুক্ত অপশন দুটো ভুল। এছাড়া, Negative sentence এ সাধারণত for long ব্যবহৃত হয়। প্রেক্ষাপটে অর্থের ভিন্নতায় for a long time ও সঠিক যেমন- I have not heard from him for a long time.