Solution
Correct Answer: Option B
• Fulsome: খোশামোদ, (অত্যধিক স্নেহ ইত্যাদি সম্পর্কে) অতিরিক্ত ও কপট।
• Praise: প্রশংসা, তৃপ্তি।
• Noisome: ক্ষতিকর; কুদর্শন; ক্ষতিকারক; আপত্তিকর; বিরক্তিকর; পূতিগন্ধময়; দুর্গন্ধময়।
• Fir এর অর্থ- দেবদারুজাতিয় গাছ বিশেষ।
• Gum এর অর্থ- দাঁতের মাড়ি ; আঠা ; গঁদ।
• Smell এর অর্থ- গন্ধ, ঘ্রাণ।
• Laugh এর অর্থ- হাসা ; উপহাস করা।