Solution
Correct Answer: Option B
- 'Of Studies' হলো Francis Bacon-এর লেখা একটি বিখ্যাত প্রবন্ধ।
- ফ্রান্সিস বেকনকে 'Father of English Essay' বা ইংরেজি প্রবন্ধের জনক বলা হয়।
- তাঁর লেখা প্রায় সব প্রবন্ধের শিরোনামই 'Of' দিয়ে শুরু হয় (যেমন: Of Truth, Of Love, Of Revenge ইত্যাদি)।
- এই প্রবন্ধেই সেই বিখ্যাত উক্তিটি আছে— "Reading maketh a full man; conference a ready man; and writing an exact man."