The 'Matarbari Island' is in-

A Maheshkhali

B Sandwip

C Khulna

D Barisal

Solution

Correct Answer: Option A

• প্রকল্পের নাম : মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর।
• অবস্থান : মহেশখালী, কক্সবাজার।
• একনেকে অনুমোদন : ১০ মার্চ ২০২০।
• ভিত্তিপ্রস্তর স্থাপন : ১১ নভেম্বর ২০২৩।
• যে সমুদ্রের তীরে : বঙ্গোপসাগর।
• অর্থায়নে : জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক।
• চ্যানেলের গভীরতা : ১৬ মিটার (৫২ ফুট)।
• চ্যানেলের দৈর্ঘ্য: ১৪.৩ কিমি ও প্রস্থ: ৩৫০ মিটার।
• জিডিপিতে অবদান : ২-৩%।
• এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্রবন্দর।
• দেশে সমুদ্রবন্দর রয়েছে ৩টি— চট্টগ্রাম, মোংলা ও পায়রা।
• উল্লেখ্য,২৫ এপ্রিল ২০২৩ প্রথমবার মাতারবাড়ী সমুদ্রবন্দরের জেটিতে নোঙর করে দেশের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ এমভি অউসু মারো । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions