"Incredible" শব্দটি একটি adjective যা অত্যন্ত চিত্তাকর্ষক, অসাধারণ বা অবিশ্বাস্য কিছু বর্ণনা করতে ব্যবহৃত হয়। এটি বোঝায় যে কিছু কিছু সাধারণ বা ব্যতিক্রমী কিছু উপায়ের বাইরে। সামগ্রিকভাবে, "Incredible" একটি শক্তিশালী ইতিবাচক অর্থ প্রকাশ করে এবং যা উত্সাহ প্রকাশ করতে ব্যবহৃত হয়। Sentence: "Her artwork is incredible, showcasing intricate details and vibrant colours."
Five important synonyme: - Unbelievable - Astonishing - Remarkable - Extraordinary - Unimaginable
in the given sentence, "The patient had died before the doctor came," the verb "had died" is in the past perfect tense. The past perfect tense is formed by using the auxiliary verb "had" followed by the past participle of the main verb. It is used to describe an action that occurred before another past action or event. In this case, the patient's death (past perfect) happened before the doctor's arrival (simple past).
Victorian Period (1832-1901) এর ঔপন্যাসিক Charles Dickens (1812-1870) এর Copperfield. আত্মজীবনীমূলক উপন্যাস David উপন্যাসটিতে তিনি সৎ বাবার নির্মম নির্যাতনের কাহিনী নিপুণভাবে চিত্রায়িত করেছেন। তাঁর অন্যান্য বিখ্যাত উপন্যাস- Great Expectations, Hard Times, A Tale of Two Cities ইত্যাদি।
● রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস ‘শেষের কবিতা' (১৯২৯)। উপন্যাসের প্রধান চরিত্র অমিত রায় ব্যারিস্টারি পড়তে বিলেতে যায়। তার ছেলে বন্ধুর চেয়ে মেয়ে বন্ধু বেশি। এদের মধ্যে কেতকীর সাথে অমিতের প্রেম হয় এবং অমিতের দেয়া আংটিও পরে। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে অমিত শিলংয়ে বেড়াতে গেলে উপন্যাসের মূল নায়িকা লাবণ্যের সাথে পরিচয় থেকে প্রেম হয়। তাদের বিয়ে ঠিক হলে উপস্থিত হয় কেতকী। লাবণ্য বিয়ে করে শোভনলালকে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত প্রথম নাটক ‘কবর’ (১৯৬৬)। মুনীর চৌধুরী ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার কারণে ১৯৫২-৫৪ সাল পর্যন্ত কারাভোগ করেন। বামপন্থী লেখক রণেশ দাশগুপ্তের অনুরোধে মুনীর চৌধুরী ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি কারাগারে বন্দী থাকা অবস্থায় মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury The Dead (১৯৩৬) নাটকের অনুসরণে এদেশিয় ঘটনাকে কেন্দ্র করে ‘কবর’ নাটকটি রচনা করেন। তাঁর রচিত অন্যান্য নাটক: ‘রক্তাক্ত প্রান্তর' (১৯৬২), 'মানুষ' (১৯৪৭), 'নষ্ট ছেলে' (১৯৫০), ‘দণ্ডকারণ্য’ (১৯৬৬), ‘রাজার জন্মদিন' (১৯৪৬), 'চিঠি'।
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অৰ্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত নিয়মে) সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক। ক্রিয়ার সাথে কাকে (দান) দিয়ে প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যায় তাই সম্প্রদান কারক। যেমন: দেশের জন্য সেবা কর। প্রদত্ত উদাহরণে দেশকে সেবা দান করার কথা বলা হয়েছে, যা সম্প্রদান কারকের শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রদত্ত বাক্যে ‘দেশ' এর সাথে ৬ষ্ঠী বিভক্তি (দেশ+এর) যোগ হওয়ায় এটি সম্প্রদান কারকে ৬ষ্ঠী বিভক্তি।
নিয়মানুযায়ী শুদ্ধ নয় কিন্তু বিশেষ কারণে নিয়ম ভেঙে যা শুদ্ধ ঘোষণা করা হয়, সেটিই নিপাতনে সিদ্ধ। কতগুলো স্বরসন্ধি নিপাতনে সিদ্ধ হয়। যেমন: গো+অক্ষ = গবাক্ষ; কুল+অটা = কুলটা; অন্য+অন্য = অন্যান্য।
- যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। - যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার= বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। - বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
» IMF এর পূর্ণরূপ — International Monetary Fund. » এটি প্রতিষ্ঠা করা হয়৷ ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫। » এর কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭। » জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭। » সদর দপ্তর অবস্থিত— ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। » ১৯০ তম সদস্য দেশ – Andorra,
- গাণিতিকভাবে বলা যায়, একক আয়তনের কোন বস্তুর ভর M হলে ঐ বস্তুর ঘনত্ব, (P) = M/V এখানে, P = ঘনত্ব, V = আয়তন, M = ভর।
- তাপমাত্রার পরিবর্তন হলে একই বস্তুর আয়তন পরিবর্তন হয়, তাই ঘনত্বেরও পরিবর্তন হয়। পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় 4°c তাপমাত্রায়। 4°c থেকে তাপমাত্রা বাড়লেও পানির ঘনত্ব কমে যায়, 4c থেকে তাপমাত্রা কমলেও পানির ঘনত্ব কমে যায়। কেবল 4ºc তাপমাত্রায় 1 ঘনমিটার পানির ভর 1000 কিলোগ্রাম হয়। তাই পানির ঘনত্ব 1000kgm-3 অথবা 1g/cm-3
হাঙর নদী গ্রেনেড'(১৯৭৬) সেলিনা হোসেনের উপন্যাস যা থেকে ১৯৯৮ সালে একই নামে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মিত হয়। তাঁর রচিত প্রবন্ধ: - নির্ভয় করো হে - স্বদেশ পরবাসী - একাত্তরের ঢাকা
তাঁর রচিত গল্প: - উৎস থেকে নিরন্তর - পরজন্ম - মতিজানের মেয়েরা - অনূঢ়া , - পূর্ণিমা, - একালের পান্তাবুড়ি - মানুষটি, - নারীর রূপকথা,
তাঁর রচিত অন্যান্য উপন্যাস: - জলোচ্ছ্বাস, - মগ্ন চৈতন্যে শিস - নীল ময়ূরের যৌবন - নিরন্তর ঘণ্টাধ্বনি, - কালকেতু ও ফুল্লরা - যাপিত জীবন - ভালোবাসা প্রীতিলতা
[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।