প্রবাসী কল্যাণ ব্যাংক (অফিস সহায়ক) – ০.৫.০৫.২০২৩ (50 টি প্রশ্ন )
"Incredible" শব্দটি একটি adjective যা অত্যন্ত চিত্তাকর্ষক, অসাধারণ বা অবিশ্বাস্য কিছু বর্ণনা করতে ব্যবহৃত হয়। এটি বোঝায় যে কিছু কিছু সাধারণ বা ব্যতিক্রমী কিছু উপায়ের বাইরে। সামগ্রিকভাবে, "Incredible" একটি শক্তিশালী ইতিবাচক অর্থ প্রকাশ করে এবং যা উত্সাহ প্রকাশ করতে ব্যবহৃত হয়। 
Sentence:
"Her artwork is incredible, showcasing intricate details and vibrant colours."

Five important synonyme:
- Unbelievable
- Astonishing
- Remarkable
- Extraordinary
- Unimaginable
প্রদত্ত বাক্যে nice শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ, article এর পরে adjective noun বসে।
in the given sentence, "The patient had died before the doctor came," the verb "had died" is in the past perfect tense. The past perfect tense is formed by using the auxiliary verb "had" followed by the past participle of the main verb. It is used to describe an action that occurred before another past action or event. In this case, the patient's death (past perfect) happened before the doctor's arrival (simple past).
Ram (ভেড়া) এর opposite gender অর্থাৎ feminine form হচ্ছে ewe (ভেড়ী)।
Ox (ষাড়) এর plural form হচ্ছে oxen.


Victorian Period (1832-1901) এর ঔপন্যাসিক Charles Dickens (1812-1870) এর Copperfield. আত্মজীবনীমূলক উপন্যাস David উপন্যাসটিতে তিনি সৎ বাবার নির্মম নির্যাতনের কাহিনী নিপুণভাবে চিত্রায়িত করেছেন। তাঁর অন্যান্য বিখ্যাত উপন্যাস- Great Expectations, Hard Times, A Tale of Two Cities ইত্যাদি।
Abbreviation এর প্রথম letter টির উচ্চারণ যদি vowel এর মতো হয় তখন তার পূর্বে an বসে। যেমন: An M.A, an F.R.C.S, an L.L.B etc.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
শুদ্ধ বানান: aggressive (আগ্রাসী)।
Ability (সক্ষমতা) এর synonym হচ্ছে capability (সক্ষমতা)।
Properly/ appropriately- যথাযথভাবে;
disability- অক্ষমতা।
- বাংলা ভাষায় তৎসম (সংস্কৃত) উপসর্গ বিশটি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অণু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
- তৎসম উপসর্গ তৎসম শব্দের পূর্বে বসে।
- ‘অপ' উপসর্গটির ‘বিপরীত’ অর্থে ব্যবহৃত শব্দ: অপ (তৎসম উপসর্গ) + মান (তৎসম শব্দ) = অপমান।
● রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস ‘শেষের কবিতা' (১৯২৯)। উপন্যাসের প্রধান চরিত্র অমিত রায় ব্যারিস্টারি পড়তে বিলেতে যায়। তার ছেলে বন্ধুর চেয়ে মেয়ে বন্ধু বেশি। এদের মধ্যে কেতকীর সাথে অমিতের প্রেম হয় এবং অমিতের দেয়া আংটিও পরে। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে অমিত শিলংয়ে বেড়াতে গেলে উপন্যাসের মূল নায়িকা লাবণ্যের সাথে পরিচয় থেকে প্রেম হয়। তাদের বিয়ে ঠিক হলে উপস্থিত হয় কেতকী। লাবণ্য বিয়ে করে শোভনলালকে।

● রবীন্দ্রনাথ রচিত অন্যান্য উপন্যাস:
- ‘করুণা’,
- ‘বৌঠাকুরানীর হাট’ (১৮৮৩),
- ‘রাজর্ষি' (১৮৮৭),
- ‘নৌকাডুবি’ (১৯০৬),
- ‘ঘরে-বাইরে’ (১৯১৬),
- ‘চতুরঙ্গ' (১৯১৬),
- ‘যোগাযোগ' (১৯২৯),
- ‘দুইবোন' (১৯৩৩),
- ‘চার অধ্যায়’ (১৯৩৪),
- 'মালঞ্চ' (১৯৩৪),
- 'চোখের বালি' (১৯০৩),
- ‘গোরা' (১৯১০)।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত প্রথম নাটক ‘কবর’ (১৯৬৬)। মুনীর চৌধুরী ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার কারণে ১৯৫২-৫৪ সাল পর্যন্ত কারাভোগ করেন। বামপন্থী লেখক রণেশ দাশগুপ্তের অনুরোধে মুনীর চৌধুরী ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি কারাগারে বন্দী থাকা অবস্থায় মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury The Dead (১৯৩৬) নাটকের অনুসরণে এদেশিয় ঘটনাকে কেন্দ্র করে ‘কবর’ নাটকটি রচনা করেন। তাঁর রচিত অন্যান্য নাটক: ‘রক্তাক্ত প্রান্তর' (১৯৬২), 'মানুষ' (১৯৪৭), 'নষ্ট ছেলে' (১৯৫০), ‘দণ্ডকারণ্য’ (১৯৬৬), ‘রাজার জন্মদিন' (১৯৪৬), 'চিঠি'।
বিসিএস প্রিলি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ বানান:
- মুমূর্ষু
- সৌজন্য
- পাষাণ
- হাতি/ হাতী
- বিভীষিকা
- মুহুর্মুহু
- সমীচীন
- শুশ্রূষা
- আষাঢ়
- শুচিস্মিতা
- স্বায়ত্তশাসন
- আভ্যন্তর
- জন্মবার্ষিক
- দ্বন্দ্ব
- নিশীথিনী
- আকাঙ্ক্ষা
- ঊর্ধ্ব
- পিপীলিকা
- শ্বশুর
- প্রতিযোগিতা
- মনীষী
- প্রবণ
- নিক্বন
- সূচ্যগ্ৰ
- স্বায়ত্তশাসন
- ত্রিভুজ
- প্রোজ্জ্বল

বিসিএস ও ব্যাংকের পরীক্ষার জন্য ব্যতিক্রম ধর্মী বাংলা শব্দার্থ:
০১ ) ‘ অভিরাম ’ শব্দের অর্থ - সুন্দর ।
০২ ) ‘ নীপ’ শব্দের অর্থ - কদম ।
০৩ ) ‘ অর্বাচীন ’ শব্দের অর্থ - নির্বোধ ।
০৪ ) ‘ সারমেয় ’ শব্দের অর্থ কি - কুকুর ।
০৫ ) ‘ হর্ষ ’ শব্দের অর্থ - আনন্দ ।
০৬ ) ‘ কাদম্বিনী ’ শব্দের অর্থ - মেঘমালা ।
০৭ ) ‘ অপলাপ ’ শব্দের অর্থ - অস্বীকার ।
০৮ ) ‘ বীজন ’ শব্দের অর্থ - পাখা ।
০৯ ) ‘ সনাতন ’ শব্দের অর্থ - চিরন্তন ।
১০ ) ‘ কুটুম্ব ’ শব্দের অর্থ - আত্মীয় ।
১১ ) ‘ সুধাকর ’ শব্দের অর্থ - চন্দ্র ।
১২ ) ‘ যুগপৎ ’ শব্দের অর্থ - একই সময়ে ।
১৩ ) ‘ বিহঙ্গ ’ শব্দের অর্থ -  পাখি ।
১৪ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ - গতিশীল ।
১৫ ) ‘ সদন ’ শব্দের অর্থ - নিবাস ।
১৬ ) ‘ অলীক ’ শব্দের অর্থ - মিথ্যা।
১৭ ) ‘ অবলা ’ শব্দের অর্থ - নারী ।
১৮ ) ‘ শোণিত ’ শব্দের অর্থ - রক্ত ।
১৯ ) ‘ নিনাদ ’ শব্দের অর্থ - শব্দ ।
২০ ) ‘ অন্তরায় ’ শব্দের অর্থ -  বাধা ।


‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ:
-অর্ক, আদিত্য, তপন, দিবাকর, দিনকর, ভাস্কর,
-ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, দিনেশ, কিরণমালী,
-অংশুমালী, বিভাকর, বিভাবসু, মিহির, আফতাব,
-বিবস্বান, প্রভাকর, সুর, অরুণ। ‘অর্ণব’ অর্থ সমুদ্র;
-‘প্রসূন’ অর্থ ফুল, মুকুল; ‘পল্লব’ অর্থ পাতা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অৰ্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত নিয়মে) সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক। ক্রিয়ার সাথে কাকে (দান) দিয়ে প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যায় তাই সম্প্রদান কারক। যেমন: দেশের জন্য সেবা কর। প্রদত্ত উদাহরণে দেশকে সেবা দান করার কথা বলা হয়েছে, যা সম্প্রদান কারকের শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রদত্ত বাক্যে ‘দেশ' এর সাথে ৬ষ্ঠী বিভক্তি (দেশ+এর) যোগ হওয়ায় এটি সম্প্রদান কারকে ৬ষ্ঠী বিভক্তি।
‘একাদশে বৃহস্পতি' বাগধারার অর্থ সৌভাগ্যের বিষয় বা সুসময়। কাঁঠালের আমসত্ত্ব- অসম্ভব বস্তু / ব্যাপার; রাহুর দশা / শনির দশা- দুঃসময়।
চাকরির একাধিক পরীক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
● ভোজন করার ইচ্ছা ----বুভুক্ষা।
● আপনাকে পন্ডিত মনে করে যে---- পন্ডিতন্মন্য।
● যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় --- মাধুকরী।
● কর দান করে যে---- করদ।
● যে বহু বিষয় জানে--- বহুজ্ঞ।
● দ্বারে থাকে যে--- দৌবারিক।
● কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ -- কর্মঠ।
● যে অননরত কাঁদছে -- রোরুদ্যমান।
● আটপৌরে--- যা সব সময় পরার উপযোগী।
● জয় সূচনা করে এরুপ তিথি -- শুভতিথি।
● যা সাধারনের মধ্যে দেখা যায়না -- অনন্যসাধারণ।
● শত্রুকে পীড়া দেয় যে --- পরন্তপ।
● ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি -- ঋত্বিক।
● চোখের কোন -- অপাঙ্গ।
● অলংকারের ধ্বনি -- শিঞ্জন।


নিয়মানুযায়ী শুদ্ধ নয় কিন্তু বিশেষ কারণে নিয়ম ভেঙে যা শুদ্ধ ঘোষণা করা হয়, সেটিই নিপাতনে সিদ্ধ। কতগুলো স্বরসন্ধি নিপাতনে সিদ্ধ হয়। যেমন: গো+অক্ষ = গবাক্ষ; কুল+অটা = কুলটা; অন্য+অন্য = অন্যান্য।
- পয় নেই যার = অপয়া 
- যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
- যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার= বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।
- বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
» IMF এর পূর্ণরূপ — International Monetary Fund.
» এটি প্রতিষ্ঠা করা হয়৷ ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।
» এর কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭।
» জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭।
» সদর দপ্তর অবস্থিত— ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
» ১৯০ তম সদস্য দেশ – Andorra,
বিলুপ্ত হোমিনিন জিনোম ও মানব বিবর্তন সম্পর্কিত গবেষণায় অবদান রাখায় ২০২২ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন সোয়ান্তে প্যাবো (সুইডেন)।
- কোন বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে।

- গাণিতিকভাবে বলা যায়,
একক আয়তনের কোন বস্তুর ভর M হলে ঐ বস্তুর ঘনত্ব,
(P) = M/V
এখানে, P = ঘনত্ব, V = আয়তন, M = ভর।

- তাপমাত্রার পরিবর্তন হলে একই বস্তুর আয়তন পরিবর্তন হয়, তাই ঘনত্বেরও পরিবর্তন হয়। পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় 4°c তাপমাত্রায়। 4°c থেকে তাপমাত্রা বাড়লেও পানির ঘনত্ব কমে যায়, 4c থেকে তাপমাত্রা কমলেও
পানির ঘনত্ব কমে যায়। কেবল 4ºc তাপমাত্রায় 1 ঘনমিটার পানির ভর 1000 কিলোগ্রাম হয়। তাই পানির ঘনত্ব 1000kgm-3 অথবা 1g/cm-3
কম্পিউটার মেমোরিতে ডেটা সংরক্ষণের পরিমাণকে মেমোরির ধারণক্ষমতা বলে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
হাঙর নদী গ্রেনেড'(১৯৭৬) সেলিনা হোসেনের উপন্যাস যা থেকে ১৯৯৮ সালে একই নামে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মিত হয়।
তাঁর রচিত প্রবন্ধ:
- নির্ভয় করো হে 
- স্বদেশ পরবাসী 
- একাত্তরের ঢাকা 

তাঁর রচিত গল্প:
- উৎস থেকে নিরন্তর
- পরজন্ম
- মতিজানের মেয়েরা 
- অনূঢ়া ,
- পূর্ণিমা,
- একালের পান্তাবুড়ি
- মানুষটি,
- নারীর রূপকথা,

তাঁর রচিত অন্যান্য উপন্যাস: 
- জলোচ্ছ্বাস,
- মগ্ন চৈতন্যে শিস
- নীল ময়ূরের যৌবন
- নিরন্তর ঘণ্টাধ্বনি,
- কালকেতু ও ফুল্লরা
- যাপিত জীবন
- ভালোবাসা প্রীতিলতা

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0