___________is not a form of data storage media.

A Magnetic tape

B Magnetic disc

C Optical disc

D A database

Solution

Correct Answer: Option D

- ডেটাবেজ হলো সংগৃহীত ডেটা যা একই সময়ে ডেটা সংরক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে অনেক অ্যাপ্লিকেশন কিংবা নির্দিষ্ট কোন অ্যাপ্লিকেশনকে সেবা প্রদানের জন্য সংগঠিত হয়।
- পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ।
- ডেটাবেজকে বলা হয় তথ্য ভাণ্ডার।
- অর্থাৎ কোন বিষয়ের উপর পরস্পর সম্পর্কযুক্ত উপাত্তসমূহ কম্পিউটারে সুগঠিত করে সংরক্ষণ করা হলে তাকে ডেটাবেজ বলে।
- যেমন- ভোটার তালিকায় সংরক্ষিত ভোটারদের তথ্য সমূহ, কোন কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলের রেকর্ডসমূহ ইত্যাদি ডেটাবেজ ফাইলে সংরক্ষণ করা যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions