___________is not a form of data storage media.
Solution
Correct Answer: Option D
- ডেটাবেজ হলো সংগৃহীত ডেটা যা একই সময়ে ডেটা সংরক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে অনেক অ্যাপ্লিকেশন কিংবা নির্দিষ্ট কোন অ্যাপ্লিকেশনকে সেবা প্রদানের জন্য সংগঠিত হয়।
- পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ।
- ডেটাবেজকে বলা হয় তথ্য ভাণ্ডার।
- অর্থাৎ কোন বিষয়ের উপর পরস্পর সম্পর্কযুক্ত উপাত্তসমূহ কম্পিউটারে সুগঠিত করে সংরক্ষণ করা হলে তাকে ডেটাবেজ বলে।
- যেমন- ভোটার তালিকায় সংরক্ষিত ভোটারদের তথ্য সমূহ, কোন কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলের রেকর্ডসমূহ ইত্যাদি ডেটাবেজ ফাইলে সংরক্ষণ করা যায়।