সম্মনিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (অফিসার-সাধারণ) – ১০.০৩.২০২৩ (99 টি প্রশ্ন )
Steganography হলো অডিও এবং ভিডিও চিত্র বা পাঠ্য গোপন করার একটি পদ্ধতি।
ফ্রেকিং (Phreaking) শব্দটি এসেছে Phone এবং শব্দ দুটির সম্মিলন থেকে। বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেম হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে Phreaking বলে। এক সময় যখন কম্পিউটার সিস্টেম প্রচলিত ছিল না তখন হ্যাকাররা টেলিফোনে নানা ধরনের হ্যাকিং পরিচালনা করত।
PROM এর পূর্ণরূপ হলো Programmable Read Only Memory. প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারী নিজেই PROM-এ ডেটা সংরক্ষণ করতে পারেন। PROM-এ একবার প্রোগ্রাম করা হলে পুনরায় প্রোগ্রামের সুযোগ থাকে না। তাই একে OTP (One Time Programmable) রমও বলা হয়।
বাইনারি সংখ্যা ০ এবং ১ কে বলা হয় বিট। ০ টি নিম্ন ভোল্টেজ এবং ১ বিট উচ্চ ভোল্টেজ নির্দেশ করে।
Templates হলো প্রি-ডিফাইন ডকুমেন্ট, যেখানে নির্দিষ্ট লেআউট, স্টাইল, নির্দিষ্ট ফিল্ড এবং টেক্সট ব্যবহার করে বিভিন্ন ফরমেট সম্পাদন করে নির্দিষ্ট প্রজেক্টের জন্য একটি প্যাটার্ন তৈরি করে রাখা হয়। ভিজিটিং কার্ড, প্রেজেন্টেশন প্রভৃতি বিষয়ে Templates তৈরি করে রাখা যায়, যা প্রয়োজনে পরবর্তীতে তা ব্যবহার করা যায়।
Bluetooth হলো তারবিহীন personal Area Network, যা ১০ থেকে ১০০ মিটারের দূরত্বে data আদান-প্রদানে ব্যবহৃত হয়। Bluetooth-এ Radio wave ব্যবহৃত হয়। এর স্ট্যান্ডার্ড হলো ৮০২.১৫।
একটি কমান্ডের মাধ্যমে কম্পিউটার অপ হয়ে আবার অন হওয়াকে রিবুট (Roboot) বলে। অর্থাৎ রিস্টার্ট (Restart) হলো রিবুট। কম্পিউটার রিবুট ও নতুন প্রোগ্রাম চালু করতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম Ctrl+Alt+ Delete কমান্ড দিতে হয়। Ctrl + Alt + Delete এর অন্য নাম Three Finger Salute। এ কী বোর্ডটি উইন্ডোজ নিরাপত্তা ও টাস্ক ম্যানেজারকে তলব করে।
প্লটার বিশেষ ধরনের আউটপুট ডিভাইস যা প্রিন্টারের মতোই কাজ করে। মূলত বৃহৎ আকারের ছবি, প্রতীক, মানচিত্র, আর্কিটেকচারাল ডিজাইন ইত্যাদির কাজে প্লটার ব্যবহৃত হয়। তাছাড়া ভবনের নকশা, বিশাল ও সূক্ষ্ম যন্ত্রপাতির নকশা, মানচিত্র ইত্যাদির মুদ্রণ নেওয়ার জন্যও প্লটার ব্যবহৃত হয়। প্লটার সাধারণত ২ প্রকার হয়ে থাকে। যথা: ফ্ল্যাটবেড প্লটার ও ড্রাম প্লটার। ড্রাম প্লটার তার কাজ সম্পাদনের জন্য মেইনফ্রেম ও মিনি কম্পিউটার ব্যবহার করে।
Motherboard এর সাথে সরাসরি যুক্ত একাধিক Chip নিয়ে গঠিত যে Memory-তে read এবং write- দুটি কাজই সম্পন্ন করা যায় তাকে RAM (Random Access Memory) বলে। RAM-এ তথ্য জমা থাকে ইলেকট্রনিক পদ্ধতিতে। ফলে RAM এর এর তথ্য (Volatile) অস্থায়ীভাবে সঞ্চিত থাকে। কম্পিউটারে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে RAM এর সব তথ্য মুছে যায়। ROM (Read Only Memory) হলো স্থায়ী Memory. এতে সংরক্ষিত তথ্যসমূহ কেবল ব্যবহার করা যায়, কিন্তু সংযোজন বা পরিবর্তন করা যায় না।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত program - কে application software বলে। Foxpro, Oracle, dBase III, Adobe Photoshop, MS Word প্রভৃতি application software এর অংশ।
- ইংরেজ ঔপন্যাসিক Charles Dickens এর বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস A Tale of Two Cities. ফরাসী বিপ্লবের পটভূমিকায় রচিত এই উপন্যাসের নাম ভূমিকায় লন্ডন ও প্যারিস শহরকে চিত্রায়িত করা হয়েছে। বিপ্লবের শুরু ও বিপ্লব চলাকালীন সময়ে মানুষের জীবন ও বাস্তবতাই এখানে ফুটে উঠেছে।
- এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: Sydney Carton, Charles Darnay, Lucie Manette
- তার অন্যান্য উপন্যাসসমূহ- Oliver Twist, Great Expectations, David Copperfield, Hard
১১ নভেম্বর, ২০১৮ সালে ডাক বিভাগের ব্র্যান্ড ব্যবহার করে থার্ড ওয়েভ টেকনোলজিস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সেবা 'নগদ' চালু করে। ২৬ মার্চ, ২০১৯ সালে এটি বাজারে লেনদেন শুরু করে।
৫ অক্টোবর, ২০১৯ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এ সমঝোতার আলোকে বঙ্গোপসাগর অঞ্চলে যৌথভাবে একটি Coastal surveillance বা উপকূলীয় নজরদারি ব্যবস্থা চালু করার জন্য ভারত ২০টি আধুনিক রাডার সিস্টেম স্থাপন করবে।
Jamahiriya News Agency (JANA) লিবিয়ার সংবাদ সংস্থা। এটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। তখন এর নাম ছিল The Libyan News Agency (LANA). পরবর্তীতে ১৯৬৯ সালে এর নাম পরিবর্তন করে JANA নামকরণ করা হয়।
বিশ্বের বৃহত্তম ও প্রশস্ততম নদী আমাজন দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এটি আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ আমেরিকার প্রায় ৬৩৮৭ কি.মি. পথ অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। আমাজন নদীর উপর আজও কোনো সেতু নির্মাণ করা হয়নি।
বিচারপতি মোহাম্মদ ইদ্রিস বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার। তিনি ৭ জুলাই, ১৯৭২ সাল থেকে ৭ জুলাই, ১৯৭৭ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ৭ মার্চ, ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন তাঁর কমিশনের অধীনে অনুষ্ঠিত হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি, দেওয়ার পরপরই ইউক্রেনের রাজধানীসহ সারা দেশে ২০২২ সালে পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।
এটি গ্রীষ্মের একটি অংশ হিসাবে মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত হয়েছিল প্রাসাদ এর সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হল এর দেয়াল এবং ছাদে কাঁচের মোজাইক কাজ করা।
সম্রাট শাহজাহানের অন্যতম কৃতিত্ব-
- নিজের নামে মুদ্রা প্রচলন,
- আগ্রায় তাজমহল নির্মাণ,
- মতি মসজিদ,
- দিল্লীর লালা দুর্গ,
- দেওয়ান-ই -খাস,
- দেওয়ান-ই-আম,
- কাশ্মিরের সালিমার উদ্যান,
-ময়ূর সিংহাসন।
২৫ আগস্ট, ২০২১ সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) অধীনে চীন মিয়ানমারের নৌ,স্থল রেলপথ ব্যবহার করে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্যের জন্য নতুন পথ উদ্বোধন করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যুক্তরাষ্ট্র ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ সালে তার নিজস্ব তৈরি অস্ত্র বিক্রয়ের ক্ষেত্রে নতুন Commercial Arms Transfer (CAT) নীতিমালা জারি করে। এ নীতিমালায় কোন দেশের কাছে অস্ত্র বিক্রয়ের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও মানবাধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে।
মোনাকো ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর রাজধানী মোনাকো সিটি। এটি আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ এবং পৃথিবীর সর্বোচ্চ জন ঘনত্বপূর্ণ দেশ।
অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের একটি রাষ্ট্র। এর রাজধানী ক্যানবেরা। দেশটি এশিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ভৌগোলিকভাবে এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
লিবিয়া উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি রাষ্ট্র। এর রাজধানী ত্রিপোলি। অন্যদিকে, সৌদি আরব, লেবানন ও ইসরাইল এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে অবস্থিত। দেশ তিনটির রাজধানী যথাক্রমে রিয়াদ, বৈরুত ও তেল আবিব।
যুক্তরাজ্যের লন্ডন শহরের থিনিচকে মূল মধ্যরেখা ধরে সময়ের হিসাব করা হয়। গ্রিনিচ থেকে পূর্ব দিকের দেশগুলো মিনিচের সময় থেকে ৬ ঘণ্টা এগিয়ে। বাংলাদেশ থিনিচের পূর্বে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সময়ের সাথে গ্রিনিচের সময় থেকে ৬ ঘণ্টা যোগ করা হয়।
জাতীয় স্মৃতিসৌধ (সম্মিলিত প্রয়াস) বাংলাদেশের ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ এর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ১৯৬৬ এর ছয়দফা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৈয়দ মাইনুল হোসেন এটি নির্মাণ করেন। এটি ঢাকা শহরের উপকণ্ঠে সাভারের নবীনগরে অবস্থিত। এর উচ্চতা ১৫০ ফুট (৪৫.৭২ মিটার)। ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন ও ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর হুসেইন মুহাম্মদ এরশাদ উদ্বোধন করেন।
২৩ ফেব্রুয়ারি, ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের Judicial Cooperation Agency (Eurojust) লেদারল্যান্ডসের হেগ শহরে Game Changer তথ্যকেন্দ্র চালু করে। এটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের তদন্ত ও তথ্য সংগ্রহ করবে।
১৯৭৩ সালে মার্টিন কুপার (যুক্তরাষ্ট্র) প্রথম মোবাইল ফোন তৈরি করেন। এজন্য তাকে মোবাইল ফোনের জনক বলা হয়। টাচ স্ক্রিন মোবাইল ফোনের জনক হলেন স্টিভ জবস।
Foreign Agricultural Service / USDA এর তথ্যমতে, ২০২২ সালে তুলা উৎপাদনে শীর্ষ ৫ দেশ যথাক্রমে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অস্ট্রেলিয়া।
হলিউড যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র জগতের প্রাণকেন্দ্র। এটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেস শহরে অবস্থিত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি/ স্বায়ত্তশাসিত সংস্থা। ৩০ এপ্রিল, ১৯৮৭ সালে এটি গঠিত হয়। সংস্থাটির পূর্ব নাম ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি), যা ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। রাজউকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত। এটি রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্পসমূহের পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0