উত্তরা ব্যাংক (প্রবেশনারি অফিসার) - ০৯.১১.২০২৪ (99 টি প্রশ্ন )
- এশিয়াটিক সোসাইটি একটি অরাজনৈতিক ও অলাভজনক গবেষণাধর্মী প্রতিষ্ঠান।
- ১৭৮৪ সালের ১৫ জানুয়ারি তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার উইলয়াম জোনস এটি প্রতিষ্ঠা করেন।
- দেশভাগের পর ১৯৫২ সালে এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান নামে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ স্বাধীন হলে ১৯৭২ সালে এর নাম হয় 'এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ'।
- ঢাকার নিমতলীতে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির বর্তমান ভবন অবস্থিত।
- ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস বা বিশ্ব ওজোন দিবস।
- ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমন্ডলের ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলোর ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোনস্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়।
- এই দিনের স্মরণে ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৬ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করে।
- লেক জেনেভা হলো আল্পসের উত্তর দিকের একটি গভীর হ্রদ।
- এটি সুইজারল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে অবস্থিত।
- হ্রদটির সর্বোচ্চ গভীরতা হলো ১০১৭ ফুট (৩১০ মিটার) এবং গড় গভীরতা ২৬২ ফুট বা ৪০ মিটার।
- মাউন্ট সিডলি হলো অ্যান্টার্কটিকার সর্বোচ্চ সুপ্ত আগ্নেয়গিরি এবং এর উচ্চতা ৪১৮১-৪২৮৫ মিটার।
- আর মাউন্ট রেইনিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সক্রিয় আগ্নেয়গিরি যা তাহোমা নামেও পরিচিত।

অন্যদিকে,
- মাউন্ট ইরেবাস অ্যান্টার্কটিকার দ্বিতীয় সর্বোচ্চ সুপ্ত আগ্নেয়গিরি এবং মাউন্ট ডুকনো ইন্দোনেশিয়ার হালামোহেরা দ্বীপের একটি সক্রিয় আগ্নেয়গিরি।
- The Apple Cart: A Political Extravaganza নাটকটি George Bernard Shaw ১৯২৮ সালে রচনা করেন।
- এটি Satricial Comedy ধর্মী নাটক।
- Bernard Shaw এর অন্যান্য উল্লেখযোগ্য নাটক হচ্ছে: The Philanderer, Mrs. Warren's Profession, Arms and the Man, Candida You never Can Tell, Caesar and Cleopatra, Man and Superman ইত্যাদি।
যন্ত্র - নির্ণয়
অডিওমিটার - শব্দের তীব্রতা মাপার যন্ত্র
রেইনগেজ - বৃষ্টিপাত মাপার যন্ত্র
সিসমোগ্রাফ - ভূমিকম্প মাপার যন্ত্র
ফেদোমিটার - সমুদ্রের গভীরতা নির্ণয়। 
- সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করে ইসলাম খানকে বাংলা অধিকারে প্রেরণ করে।
- তিনি মুসা খানকে পরাজিত করে বাংলা অধিকার করেন এবং ১৬১০ সালে রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন এবং নামকরণ করেন 'জাহাঙ্গীরনগর'।
- ঢাকা মোট পাঁচবার রাজধানী হয়-
• ১৬১০ - সুবা বাংলার
• ১৬৬০ - সুবা বাংলার (মীর জুমলা)
• ১৯০৫ - পূর্ববঙ্গ ও আসামের
• ১৯৪৭ - পূর্ব পাকিস্তানের
• ১৯৭১ - বাংলাদেশের। 
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩/২০২৪

• প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, প্রকাশনা ৩২তম( জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-UNDP)।
• প্রতিবেদনের শিরোনাম : Human Development Report 2023/2024 : Breaking the gridlock Reimagining cooperation in a
polarized world .
• অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ১৯৫টি । এর মধ্যে ২টি দেশ— উত্তর কোরিয়া ও মোনাকোকে প্রয়োজনীয় তথ্যের অভাবে দেওয়া হয়নি ।

প্রতিবেদনে বিশ্ব
• সূচক : ০.৭৩৯।
• গড় আয়ু : ৭২.০ বছর।
• মাথাপিছু আয় : ১৭,২৫৪ মার্কিন ডলার ।
• শীর্ষ দেশ : সুইজারল্যান্ড (সূচক ০.৯৬৭)।
• সর্বনিম্ন দেশ : সোমালিয়া (সূচক ০.৩৮০)।
গড় আয়ু > শীর্ষে : জাপান (৮৪.৮ বছর) ও সর্বনিম্ন : শাদ ও লেসোথো (৫৩.০ বছর)।
• মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) > শীর্ষে : লিচটেনস্টাইন (১,৪৬,৬৭৩ মার্কিন ডলার) ও সর্বনিম্ন : দক্ষিণ সুদান (৬৯১ মার্কিন ডলার) |
• মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে শীর্ষে : কাতার (৩৯.৯ টন) ।

প্রতিবেদনে বাংলাদেশ
• সূচক : ০.৬৭০ ৷
• বাংলাদেশের অবস্থান : ১২৯তম।
• গড় আয়ু : ৭৩.৭ বছর > পুরুষ : ৭১.৫ বছর ও নারী : ৭৬.০ বছর।
• মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) : ৬,৫১১ মার্কিন ডলার > পুরুষ : ৯,৩৮৭ মার্কিন ডলার ও নারী : ৩,৬৮৪ মার্কিন ডলার।
• মাতৃমৃত্যু (প্রতি ১,০০,০০০ জীবিত জন্মে) : ১২৩।
• শ্রমশক্তি অংশগ্রহণের হার > পুরুষ : ৮১.৪% ও নারী : ৩৯.২% ।
• দারিদ্রসীমার নিচে বসবাস : ২৪.৩%।
• মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ : ০.৬ টন।

প্রতিবেদনে সার্কভুক্ত দেশ
• সূচকে > শীর্ষ : শ্রীলংকা ও সর্বনিম্ন : আফগানিস্তান।
• গড় আয়ুতে > শীর্ষ : মালদ্বীপ ও সর্বনিম্ন : আফগানিস্তান ।
• মাথাপিছু আয়ে > শীর্ষ : মালদ্বীপ ও সর্বনিম্ন : আফগানিস্তান।
বৈশ্বিক ভাষাচিত্র ২০২৫

- সংস্করণ: ২৮তম
- প্রকাশক: Ethnologue
- বিশ্বে মোট ভাষার সংখ্যা: ৭,১৫৯টি।

মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ৫ ভাষা:
১. মান্দারিন চাইনিজ,
২. স্প্যানিশ,
৩. ইংরেজি,
৪. হিন্দি ও
৫. বাংলা।

ব্যবহৃত শীর্ষ ১০ ভাষা:
১. ইংরেজি
২. মান্দারিন
৩. হিন্দি
৪. স্প্যানিশ
৫. আরবি
৬. ফরাসি 
৭. বাংলা 
৮. পর্তুগিজ
৯. রুশ  
১০. ইন্দোনেশীয়।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মুদ্রা - দেশ:
র‍্যান্ড - দক্ষিণ আফ্রিকা
শিলিং - কোরিয়া, সোমালিয়া, উগান্ডা, তানজানিয়া 
নাইরা - নাইজেরিয়া
পুলা - বতসোয়ানা। 
- 'ডগার ব্যাংক উইন্ড ফার্ম' হলো বিশ্বের বৃহত্তম অফশোর উইন্ডফার্ম।
- যুক্তরাজ্য ২০২৩ সালে এটি উন্মোচন করে।
- এটি উত্তর সাগরে ইংল্যান্ডের ইয়র্কশায়ারের পূর্ব উপকূল থেকে ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
- প্রথমবারের মতো ইলন মাস্কের মহাকাশযান স্পেসএক্সের তৈরি রকেট স্টারশিপ সফলভাবে উৎক্ষেপের পর সেটির নিম্নাংশ সফলভাবে ফিরে আসে।
- এর আগে মোট ৪ বার স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণের চেষ্টা করে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়।
- রকেট স্টারশিপের দুটি অংশ একটি হচ্ছে 'সুপার হেভি বুস্টার' নামের তরল গ্যাসের জ্বালানি চালিত রকেট।
- আর অপর অংশটি হলো 'স্টারশিপ' নামের মহাকাশযান, যা সুপার হেভি বুস্টারের ওপর বসানো।
- ১৩ অক্টোবর, ২০২৪ রকেটটি টেক্সাসের বোকাচিকা মহাকাশ কেন্দ্রে উৎক্ষেপণ করা হয়।
- এক পর্যায়ে দ্বিতীয় ধাপে মহাকাশ যানটি আলাদা হয়ে ভারত মহাসাগরে পড়ে যায়। আর সুপার হেভি বুস্টার উৎক্ষেপণ কেন্দ্রে ফিরে আসে।
- UN- Framework Convention on Climate Change (UNFCCC) ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির সদর দপ্তর বন, জার্মানি।
- বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন এর লক্ষ্যে সংস্থাটি ১৯৯৫ সাল থেকে Conference of the parties (COP) সম্মেলন আয়োজন করে আসছে।
- এরই ধারাবাহিকতায় ৩০ নভেম্বর- ১২ ডিসেম্বর, ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে ২১তম COP সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এ সম্মেলনে গৃহীত চুক্তি প্যারিস চুক্তি নামে পরিচিত।
- এটি ২২ এপ্রিল, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্বাক্ষরিত হয়।
- এ চুক্তিতে বৈশ্বিক উষ্ণায়ন ও কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে গৃহীত হয়।
- আর এ দিনই বাংলাদেশ প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করে এবং ২১ নভেম্বর, ২০১৬ সালে এ চুক্তিটি অনুমোদন করে।
- ২০ জুলাই-২০ আগস্ট, ২০২৩ সালে ৯ম ফিফা নারী বিশ্বকাপ ফুটবল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়।
- এতে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করে।
- এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন এবং রানার্স আপ হয় ইংল্যান্ড।
- ভিটামিন 'কে' হলো এসেনসিয়াল ফ্যাট সলিউবল ভিটামিন।
- দেহে ভিটামিন 'কে' প্রথ্রোম্বিন নামক প্রোটিন তৈরি করে।
- আর প্রথ্রোম্বিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
- এটি হাড় ও হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে।
- Waiting for Godot নাটকটি লিখেছেন ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার Samuel Beckett.
- এটি absurd ধর্মী নাটক।
- হাজারো নৈরাশ্রের মধ্যে একটা কিছু পাওয়ার প্রত্যাশায় মানুষের অন্তহীন পথচলা, বিনিদ্র অপেক্ষা, তারই পেক্ষাপটে নাট্যকার Samuel Beckett তার এই নাটকটি রচনা করেছেন।
- জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়।
- এটাকে আবার 'যুদ্ধোত্তর সংবিধান' নামেও অভিহিত করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালের ৩ মে জাপান পুরনো সংবিধান রহিত করে নতুন সংবিধান রচনা করে।
- মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্দেশনায় জাপানের সংবিধান রচিত হয়েছিল।
- এ সংবিধানে উল্লেখ করা হয় জাপানি জনগণ 'জাতির একটি সার্বভৌম অধিকার হিসেবে চিরতরে যুদ্ধ পরিহার করছে এবং ভূমি, নৌ, ও বিমানবাহিনীসহ অন্যান্য সম্ভাব্য যুদ্ধ সৃষ্টিকারী বাহিনী রাখবে না।'
- এজন্যই মূলত জাপানের সংবিধান শান্তিবাদী সংবিধান নামে পরিচিত।
- গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবটের নাম জেমিনি।
- ডিসেম্বর, ২০২৩ গুগলের অপর চ্যাটবট 'বার্ড' জেমিনির সঙ্গে একীভূত হয়।
- গুগলের তথ্যমতে, জেমিনির ওয়েব সংস্করণ ৪০টির বেশি ভাষায় ব্যবহার করা যায়।
- এছাড়া অ্যানড্রয়েড এবং আইওএস অ্যাপও জেমিনির রয়েছে।
- প্রথম সমাজতান্ত্রিক ও ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১১ জানুয়ারি, ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

দেশ - স্বীকৃতির তারিখ
• পূর্ব জার্মানি - ১১ জানুয়ারি, ১৯৭২
• যুক্তরাজ্য - ৪ ফেব্রুয়ারি, ১৯৭২
• গ্রীস - ১১ মার্চ, ১৯৭২
• স্পেন - ১২ মে, ১৯৭২

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Let the price of third variety per kg be x Tk.

Given that,
(126 × 1) + (135 × 1) + (x × 2) = 153 × (1 + 1 + 2)
⇒ 126 + 135 + 2x = 153 × 4
⇒ 261 + 2x = 612
⇒ 2x = 612 - 261
⇒ 2x = 351
⇒ x = 175.5 Tk.
মনেকরি, ক্রয়মূল্য = x টাকা
প্রশ্নমতে, x এর 2% = 400 - 380
⇒ x এর 2% = 20
⇒ x × 2/100 = 20
⇒ x = (20 × 100)/2
⇒ x = 1000 টাকা
মনেকরি, মোট বিক্রয় = x টাকা

∴ কমিশন = 10000 এর 5% + (x - 10000) এর 4%
= 10000 × 5/100 + (x - 10000) × 4/100
= (50000/100) + (4x - 40000)/100
= (50000 + 4x - 40000)/100
= (10000 + 4x)/100
= 100 + 4x/100
= 100 + x/25

প্রশ্নমতে, x - (100 + x/25) = 31100
⇒ x - 100 - x/25 = 31100
⇒ x - x/25 = 31100 + 100
⇒ (25x - x)/25 = 31200
⇒ 24x/25 = 31200
⇒ x = (31200 × 25)/24
⇒ x = 32500 টাকা
মনেকরি,
Adeeb এর বর্তমান বয়স = x বছর
Arko এর বর্তমান বয়স = 2x বছর

প্রশ্নমতে, 3(x - 8) = 2x - 8 + 6
=> 3x - 24 = 2x - 2
=> 3x - 2x = -2 + 24
=> x = 22

∴ 5 বছর পরে Arko এর বয়স = 2x + 5
= 2.22 + 5
= 44 + 5
= 49
logx(4x - 3) = 2
⇒ x² = 4x - 3
⇒ x² - 4x + 3 = 0
⇒ x² - 3x - x + 3 = 0
⇒ x(x - 3) - 1(x - 3) = 0
⇒ (x - 3)(x - 1) = 0
∴ x = 1, 3
y = √3√x
⇒ y = √3.√-27
⇒ y = √3.√{27.(-1)} 
⇒ y = √3.√(9.3.i²) [∵ i² = -1]
⇒ y = √3.3i.√3
⇒ y = 3i.3 [∵ √3.√3 = 3]
⇒ y = 9i

মনেকরি, সঞ্চয় = x টাকা

প্রশ্নমতে, x + (x + ২০০) + (x + ৪০০) + (x + ৬০০) + (x + ৮০০) + (x + ১০০০) + (x + ১২০০) + (x + ১৪০০) + (x + ১৬০০) + (x + ১৮০০) = ২০০০০

=> ১০x + ৯০০০ = ২০০০০

=> ১০x = ১১০০০

=> x = ১১০০ টাকা


 ১, ২, ৪, ৮, ১৬, ........

এখানে, a = ১
           r = ২ ÷ ১ = ২

আমরা জানি, n তম পদ = ar(n - ১)

১১তম পদ = ar(১১ - ১)

= ar১০

= ১ . ২১০

= ২১০
= ১০২৪


এখানে, cz = a

=> (by)z = a

=> byz = a

=> (ax)yz = a

=> axyz = a1

=> xyz = 1


এখানে, M(x) = 12x - x²

বা, dM/dx = 12 - 2x [x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন]

এখানে, dM/dx = 0 এর জন্য x এর মান সর্বোচ্চ হবে।

∴ 12 - 2x = 0

বা, 12 = 2x

বা, 2x = 12

বা, x = 6


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

এখানে, গড় = (0 + 2 + 4 + 5 + 9) / 5 = 20/5 = 4

∴ সংখ্যাগুলো হতে 4 কে অপসারণ করলেও গড় 4 ই হবে।


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0