কম্পিউটারের ক্লক স্পিডের সাথে সম্পর্কযুক্ত একটি পরিমাপের একক কিংবা কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) কত দ্রুত চলে তার একটি পরিমাপ হলো গিগাহার্টজ।
হার্জ হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কম্পাঙ্কের এস আই একক। একে পড়া হয় ১ সাইকেল প্রতি সেকেন্ড। এর একটি অন্যতম সাধারণ ব্যবহার হল সাইন তরঙ্গ, রেডিও এবং যদিও ক্ষেত্রে, সঙ্গীতের কম্পাংক হিসেবে। এককটির নামকরণ করা হয়েছে হেনরিক হার্টজ এর সম্মানে। তিনিই প্রথম তাড়িৎচৌম্বক তরঙ্গের অস্তিত্ব পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন। গিগাহার্টজের জন্য সংক্ষিপ্ত রূপ হলো GHz।
কম্পিউটার প্রসেসর বা সিপিইউকে উল্লেখ করার সময়, গিগাহার্টজ হ'ল একটি ঘড়ির ফ্রিকোয়েন্সি, এটি একটি ঘড়ির হার বা ঘড়ির গতি হিসাবেও পরিচিত, যা সময়ের চক্রকে উপস্থাপন করে। একটি দোলক সার্কিট প্রতি সেকেন্ডে একটি স্ফটিককে অল্প পরিমাণ বিদ্যুত সরবরাহ করে যাকে হার্টজ, মেগাহার্টজ বা গিগাহার্টজ এ পরিমাপ করা হয়। ”এইচজেড” হলো একটি সংক্ষেপণ রূপ, এবং "কে" কিলো (হাজার) উপস্থাপন করে, "এম" মেগা (মিলিয়ন) এবং "জি" গিগাকে উপস্থাপন করে (হাজার মিলিয়ন)।
প্রথম কম্পিউটার প্রসেসর (সিপিইউ) কেএইচজেডে চালিত হয়েছিল। উদাহরণস্বরূপ, প্রথম প্রসেসর, ইন্টেল 4004 740 kHz এ চালিত হয়েছিল। পরবর্তী প্রসেসরগুলি মেগাহার্টজে অপারেট করে, উদাহরণস্বরূপ, ইন্টেল পেন্টিয়াম প্রসেসর 60 মেগাহার্টজ থেকে 300 মেগাহার্টজ গতিতে ছিল। আজকের প্রসেসরগুলি গিগাহার্টজ ব্যাপ্তিতে কাজ করে।
ভূয়া এবং অযাচিত মেইল এসে Spam এ জমা হয় । এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়। ইমেইল পাঠানোর সময় একমাত্র ' প্রাপকের ই-মেইল ঠিকানা' হল আবশ্যিক। বাকিগুলো খালি রেখেও মেইল পাঠানো যাবে। তবে এটা 'স্প্যাম' হিসাবে গণ্য হওয়ার সম্ভবানা বেশি।
ওয়াইম্যাক্স (WiMAX), হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস এর সংক্ষিপ্তরুপ। এটি একটি টেলিযোগাযোগ প্রযুক্তি, যার মূল উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট-টু-পয়েন্ট থেকে শুরু করে পূর্ণাঙ্গ মোবাইল সেলুলার ইত্যাদি বিভিন্ন রকমের তারবিহীন তথ্য আদানপ্রদান করা। - ওয়াইম্যাক্স নামটি দিয়েছে ওয়াইম্যাক্স ফোরাম যা গঠিত হয়েছিল ২০০১ সালের জুনে। - কয়েকটি wireless communication system হলো TV, Radio, Satellite, Radar, Mobile, Wifi, Bluetooth, WiMax, RFID. এই অপশনে WiMax এর গতি সবচেয়ে বেশি। প্রতি সেকেন্ডে 75Mbps Data Transfer করতে পারে। ক্যাবল হিসেবে সবচেয়ে গতি Fiber Optic-e. - এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.16 নামে পরিচিত।
বাইনারি একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই। ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। এছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে ‘বিট’ বলা হয়। .
-Ms- Excel এ সারি কলাম দ্বারা গঠিত প্রতিটি ক্ষুদ্রতম ঘরকে সেল বলা হয়। সেল এর মধ্যেই আমরা তথ্য সংরক্ষণ করি ,অসংখ্য সেল নিয়ে একটি Worksheet তৈরি হয় ।এক বা একাধিক Worksheet একত্রে তৈরি করে । -কোন নির্দিষ্ট সেল কে বোঝানোর জন্য $ চিহ্ন ব্যবহার করা হয় ।
UNCTAD এর পূর্নরূপ -United Nations Conference on Trade and Development.( উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা)। - সংস্থাটি বৈশ্বিক ব্যবসা, বিনিয়োগ, উন্নয়ন এবং উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সংরক্ষণে কাজ করার পাশাপাশি বিশ্ব বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে।
- এটি প্রতিষ্ঠিত হয়-৩০ডিসেম্বর, ১৯৬৪ সালে।
- এর সদর দপ্তর -জেনেভা, সুইজারল্যান্ড।
- UNCTAD এর প্রধানের পদবী -মহাসচিব।
- বর্তমান সদস্য সংখ্যা -১৯৫টি।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
» Philately - Collection of stamps and postal materials. » Numismatics - a collection of currency » Phonology - language or dialects systematically organize their sounds » Chrematistics - Wealth or a particular theory of wealth as measured in money.
ইউক্রেন ইউরোপ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ ।এর আয়তন ৬০৩৬২৮ বর্গ কিমি ।দেশটির রাজধানী কিয়েভ .২৪ আগস্ট ,১৯৯১ সালে দেশটি সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে ।
ছয়টি দেশ মিলে সাধারন বাজার (Common Market) গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৫৭ সালের ২৫ মার্চ ইতালির রাজধানী রোমে এক চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে গঠিত হয় ''ইউরোপিয়ান ইকোনোমিক কমিউনিটি (European Economic Community-EEC)''। ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে EU -এর একক মুদ্রা চালু হয়। - এর কার্যকরী রাজধানী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। - বর্তমানে এর সদস্যরাষ্ট্র ২৭ টি। - ১৯টি দেশে এর একক মুদ্রা আছে। - এর অফিসিয়াল ভাষা ২৪ টি। - ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রাকে ইউরো মুদ্রা বলে। এর জনক রবার্ট মুন্ডেল। - এটি রাষ্ট্রীয় কাঠামো অনুসরণ করে। - ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা এবং গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখায় ২০১২ সালে EU নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
♦ ইউরোপীয় ইউনিয়নের নিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষা আসা প্রশ্নঃ - EU এর পূর্ণরুপ -European Union - শেনজেন চুক্তি হচ্ছে -অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি - ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় -ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে - Schengen Area ভুক্ত দেশ নয় -ব্রিটেন - ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ -২৭ টি - ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রথম যে দেশ বের হয়েছে যুক্তরাজ্য - বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট -EU - বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট -WTO - কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে -রোম চুক্তি - ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় -১৯৫৭ সালের ২৫ মার্চ - ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর -ব্রাসেলস ,বেলজিয়াম - ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এর সদর দপ্তর -জার্মানির ফ্রাঙ্কফুটে - ব্রেক্রিট হলো -ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন হতে আলাদা হওয়া
আলোক বর্ষ বা আলোকবর্ষ হলো একটি দৈর্ঘ্য পরিমাপের একক, যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। আলো প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে, এই বেগে এক বছরে আলো যে পথ অতিক্রম করে তাকে এক আলোক বর্ষ বলে। এক আলোক বর্ষ সমান ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার বা ৫.৮৮ ট্রিলিয়ন মাইল।
দীর্ঘ ৯ বছর সাধনার পর ১৭৫৫ সালে 'A Dictionary of the English Language ' নামে Dr. Samuel Johnson ইংরেজি ভাষার প্রথম ডিকশনারি রচনা করেন । এ অসামান্য অবদানের জন্য তাকে 'ইংরেজি ডিকশনারির জনক ' বলা হয়
অলিম্পিক গেমস হল আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে .৭৭৬ খ্রিষ্টপূর্বাব্দে গ্রিসে অলিম্পিক গেমসের উৎপত্তি হয় এবং আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হয় ১৮৯৬ সালে । অলিম্পিক পতাকায় ৫ টি ভিন্ন রংয়ের রিং আছে ।রিংগুলোর রং হল -লাল ,নীল ,সবুজ,হলুদ এবং কালো ।এ পাঁচটি রিং এর রং দ্বারা যথাক্রমে আমেরিকা ,ইউরোপ ,ওশেনিয়া ,এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে বোঝায় । আধুনিক অলিম্পিকের জনক ব্যারন পিয়েরে দ্য কোবারতিন ১৯১২ সালে এ পতাকার নকশা করেন ।অলিম্পিক পতাকা ১৯১৪ সালে গৃহীত হলেও ১৯২০ সালে এন্টওয়ার্প অলিম্পিকে এটি প্রথম উত্তোলন করা হয় ।
তিনটি মৌলিক রং হচ্ছে লাল, নীল, সবুজ। এই ৩টি রং এর সমন্বয়ে বাকী রং গুলো তৈরি করা যায়। একটির সাথে আরেকটি মিশালে পাবেনঃ - লাল+নীল=বেগুনী, - হলুদ+সবুজ=লাইম, - লাল+হলুদ=কমলা, - হলুদ+নীল=লাল, - লাল+নীল+হলুদ=কালো, - লাল+ নীল=ম্যাজেণ্টা, - নীল+সবুজ=নীলচে সবুজ, - লাল+সবুজ=হলুদ, - লাল+নীল+সবুজ=সাদা। আর এই জন্যই সূর্য্যের আলো সাদা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি হলো ECNEC (Executive Committee of the National Economic Council)। - এটি ১৯৮২ সালে গঠিত হয়। - এর আহবায়ক পরিকল্পনা মন্ত্রী - এর সদস্য মন্ত্রী সভার সকল সদস্য, - এর কার্যবলী বিভিন্ন প্রকল্প অনুমোদন - ECNEC এর চেয়ারপার্সন হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প চেয়ারপার্সন অর্থমন্ত্রী।
-Bangladesh Rice Research Institute (BRRI) বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। -এটি ১ অক্টোবর, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। পুর্ব পাকিস্তানের ধান গবেষণা ইন্সটিটিউট হিসেবে এর কার্যক্রম শুরু করে। -দেশে স্বাধীন হওয়ার পর এর নাম করণ করা হয় BRRI. -এর সদর দপ্তর গাজীপুরে।
যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম The Bank of England .এটি ১৬৯৪ সালে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় ।পরবর্তীতে ১৯৪৬ সালে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।