Solution
Correct Answer: Option C
- 'The Sun Rising হচ্ছে একটি কবিতা যেটি লিখেছেন ইংরেজ কবি John Donne .
- John Donne ছিলেন একজন প্রভাবশালী ইংরেজ কবি যিনি শেকসপিয়র এবং মারলোর সমসাময়িক ছিলেন।
- তিনি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী মেটাফিজিক্যাল পোয়েট্রি [Metaphysical Poetry] নামক কবিতা আবিস্কার করেছিলেন এবং এজন্য তাকে “Father of Metaphysical Poetry” বলা হয়.
- তার বিখ্যাত কবিতা হল-The Undertaking, Loves Growth, The Canonization etc.