'Tess Durbeyfield' চরিত্রটি টমাস হার্ডির কোন উপন্যাসের নায়িকা?
A Tess of the d'Urbervilles
B The Mayor of Casterbridge
C Far from the Madding Crowd
D Jude the Obscure
Solution
Correct Answer: Option A
- টেস ডার্বিফিল্ড (Tess Durbeyfield) ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত ঔপন্যাসিক টমাস হার্ডি (Thomas Hardy)-র 'Tess of the d'Urbervilles' (১৮৯১) উপন্যাসের প্রধান নারী চরিত্র বা নায়িকা।
- নামকরণ: উপন্যাসের নামানুসারেই এই চরিত্রের নামকরণ বা বংশপরিচয়। টেস এক দরিদ্র গ্রামীণ কিশোরী, যার করুণ ও ট্র্যাজিক জীবনকাহিনি এই উপন্যাসের মূল বিষয়বস্তু। তাকে ইংরেজি সাহিত্যের অন্যতম ট্র্যাজিক হিরোইন বা বিয়োগান্তক নায়িকা হিসেবে গণ্য করা হয়।
অন্যান্য অপশন:
- The Mayor of Casterbridge এর প্রধান চরিত্র মাইকেল হেনচার্ড।
- Far from the Madding Crowd এর নায়িকা বাথশেবা এভারডিন।
- Jude the Obscure এর প্রধান চরিত্র জুড ফলি।