'Atticus Finch' চরিত্রটি আধুনিক যুগের কোন বিখ্যাত উপন্যাসের?

A The Great Gatsby

B 1984

C To Kill a Mockingbird

D The Catcher in the Rye

Solution

Correct Answer: Option C

'- Atticus Finch' (অ্যাটিকাস ফিঞ্চ) আমেরিকান লেখিকা হার্পার লি (Harper Lee)-র পুলিৎজার পুরস্কার বিজয়ী বিখ্যাত উপন্যাস 'To Kill a Mockingbird' (১৯৬০)-এর কেন্দ্রীয় চরিত্র।
- চরিত্রের পরিচয়: অ্যাটিকাস ফিঞ্চ পেশায় একজন আইনজীবী। উপন্যাসে তিনি একজন নীতিবান বাবা এবং ন্যায়বিচারের প্রতীক। তিনি জাতিগত কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে টম রবিনসন নামক একজন নিরপরাধ আফ্রিকান-আমেরিকান (কৃষ্ণাঙ্গ) ব্যক্তিকে আদালতে আইনি সহায়তা প্রদান করেন।

অন্যান্য অপশন:
- The Great Gatsby (এফ. স্কট ফিটজেরাল্ড) এর প্রধান চরিত্র জে গ্যাটসবাই।
- 1984 (জর্জ অরওয়েল) এর প্রধান চরিত্র উইনস্টন স্মিথ।
- The Catcher in the Rye (জে. ডি. সালিঞ্জার) এর প্রধান চরিত্র হোল্ডেন কলফিল্ড।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions