'Atticus Finch' চরিত্রটি আধুনিক যুগের কোন বিখ্যাত উপন্যাসের?
A The Great Gatsby
B 1984
C To Kill a Mockingbird
D The Catcher in the Rye
Solution
Correct Answer: Option C
'- Atticus Finch' (অ্যাটিকাস ফিঞ্চ) আমেরিকান লেখিকা হার্পার লি (Harper Lee)-র পুলিৎজার পুরস্কার বিজয়ী বিখ্যাত উপন্যাস 'To Kill a Mockingbird' (১৯৬০)-এর কেন্দ্রীয় চরিত্র।
- চরিত্রের পরিচয়: অ্যাটিকাস ফিঞ্চ পেশায় একজন আইনজীবী। উপন্যাসে তিনি একজন নীতিবান বাবা এবং ন্যায়বিচারের প্রতীক। তিনি জাতিগত কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে টম রবিনসন নামক একজন নিরপরাধ আফ্রিকান-আমেরিকান (কৃষ্ণাঙ্গ) ব্যক্তিকে আদালতে আইনি সহায়তা প্রদান করেন।
অন্যান্য অপশন:
- The Great Gatsby (এফ. স্কট ফিটজেরাল্ড) এর প্রধান চরিত্র জে গ্যাটসবাই।
- 1984 (জর্জ অরওয়েল) এর প্রধান চরিত্র উইনস্টন স্মিথ।
- The Catcher in the Rye (জে. ডি. সালিঞ্জার) এর প্রধান চরিত্র হোল্ডেন কলফিল্ড।