Solution
Correct Answer: Option B
- উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (William Wordsworth) রোমান্টিক যুগের একজন প্রখ্যাত ইংরেজ কবি।
- তাঁর রচিত বিখ্যাত কবিতাগুলির মধ্যে 'Daffodils' (I Wandered Lonely as a Cloud) অন্যতম।
- এই কবিতাটি ১৮০৭ সালে তাঁর 'Poems, in Two Volumes' নামক কাব্যগ্রন্থে প্রকাশিত হয়।
- প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা এবং প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা এই কবিতার মূল উপজীব্য বিষয়।
- ইংরেজি সাহিত্যের ইতিহাসে তাকে 'প্রকৃতির কবি' (Poet of Nature) বা 'Lakeside Poet' বলা হয়।