Solution
Correct Answer: Option A
দুই বা ততোধিক Principal Clause যখন সমন্বয়কারী অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি Compound Sentence অথবা, দুই বা দুইয়ের অধিক subordinate clause যখন সমন্বয়কারী অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি Principal Clause কে সাথে নিয়ে বাক্য গঠন করে তখন তাকে আমরা Co-ordinate Clause বলে।
যেমন:I went there and found him ill.