সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য 'নুরুলদীনের সারা জীবন'। এতে স্থান পেয়েছে ১৭৮৩ সালের রংপুর -দিনাজপুর অঞ্চলের সামন্তবাদ বিরোধী কৃষক কেতা নুরলদীনের সংগ্রাম । রাজস্ব আদায়ে কৃষক প্রজাদের উপর অত্যাচার চরমে পৌছালে রংপুরের কৃষকরা ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। 'নিলক্ষা আকাশ নীল' প্রকাশ করেছে দৃষ্টিসীমা অতিক্রমী আকাশকে ।
- এ নাটকের বিখ্যাত উক্তি -জাগো বাহে,কোনঠে সবায় ।
তার অন্যান্য নাটকঃ
- পায়ের আওয়াজ পাওয়া যায় (মুক্তিযুদ্ধ বিষয়ক)
- গণনায়ক
- ঈর্ষা ইত্যাদি।