City Bank Ltd. - Probationary Officer - 2016 (52 টি প্রশ্ন )

Solution: 

 Detail - ক্ষুদ্র; খুঁটিনাটি; বিশেষ তথ্য বা উপাত্ত । Exhaustive - সম্পূর্ণ; পুঙ্খানুপুঙ্খ । Exclusive - একচেটিয়া । 

Hasty - ত্বরিত; চটজলদি; দ্রুত । 

বাক্যের অর্থঃ দয়া করে প্রস্তাবটির একটি বিস্তারিত মূল্য বিচার কর । 


Solution: 

 Shabby - জীর্ণ; নোংরা । Elegant - রুচিশীল; অভিজাত । Tattered - (বস্ত্র সম্পর্কে) জীর্ণ; ছিন্নভিন্ন । 

Sleek - নরম; মসৃণ ও চকচকে । 

বাক্যের অর্থঃ রাস্তার এই পাশের বাড়িগুলো অন্য পাশের বাড়িগুলোর চাইতে বেশি নোংরা । 


Solution: 

 Avid - উৎসুক । Purchase - ক্রয় করা; কেনা । Ardent - উৎসাহী । Apathetic - আগ্রহহীন ।

Keen - আগ্রহী । Solitary - একাকী; নিঃসঙ্গ । 

বাক্যের অর্থঃ সে একজন উৎসুক পাঠক এবং ইদানিং প্রচুর বই কিনেছে । 

 


Solution: 

 Impede - ব্যাহত করা । Exonerate - (অভিযোগাদি হতে) মুক্তি দেয়া । Sole - একমাত্র । Blow - আঘাত । 

Thwart - প্রতিহত করা; বাধা দেওয়া । Able - সক্ষম । 

বাক্যের অর্থঃ তোমার জন্য লড়াই করতে শেখার একমাত্র উদ্দেশ্য হলো তোমার নিজেকে আঘাত প্রতিহত করতে সক্ষম করে 

তোলা । 


Solution: 

 Astonishing - বিস্ময়কর; অদ্ভুত । Significant - গুরুত্বপূর্ণ । Puny - ছোট; ক্ষুদ্র । Absolute - চরম । 

Astounding - বিস্ময়কর । Damage - ক্ষতি; হানি; লোকসান । 

বাক্যের অর্থঃ বন্যার কারণে ক্ষতির মোট পরিমাণ হয় একটা বিস্ময়কর অংকের । 


Solution: 

 Parry - ঠেকানো বা এড়িয়ে যাওয়া । Dodge - এড়িয়ে যাওয়া । Superb - চমৎকার । Dexterity - দক্ষতা; নিপুণতা । 

 বাক্যের অর্থঃ সে নিশ্চয়ই একজন চমৎকার তলোয়ারবিদ, যিনি দক্ষতার সাথে আঘাতগুলোকে মোকাবেলা করেন । 


Solution: 

 Decide - সিদ্ধান্ত নেয়া । Hesitant - দ্বিধাগ্রস্ত । Ambivalent - দ্বিধাগ্রস্ত; অনিশ্চিত । Seemingly - আপাতদৃষ্টিতে । 

বাক্যের অর্থঃ যখন আপনি সমস্যাটিকে উভয় দৃষ্টিকোণ থেকেই দেখবেন,তখন আপনি সমাধানের ব্যাপাএ নিজেকে অনেকটা অনিশ্চিত 

অবস্থায় দেখবেন - আপনি আপাতদৃষ্টিতে স্পষ্ট কোন কিছুকে গ্রহণ করতে আর ইচ্ছুক হবেন না । 


Solution: 

 Impede - বাধা দেয়া । Deplorable - শোচনীয় । Postpone - মূলতবি করা; স্থগিত করা । Hinder - ব্যাহত/বিলম্বিত করা । Officiate - কোনো অফিস বা পদের সঙ্গে 

সংশ্লিষ্ট থেকে দায়িত্ব পালন করা । 

বাক্যের অর্থঃ আমি বুঝতে পারছি যে তুমি যদি বাধা দেওয়া ব্যতীত সাহায্য করতে না পারো,তবে সেটা হবে কেবলই নিন্দনীয় কাজ । 


Solution: 

Confounded - বিভ্রান্ত; হতবুদ্ধি; বিষ্মিত । Beneficial - লাভজনক; মঙ্গলকর; উপকারী । 

Surprising - বিষ্ময়কর । Disastrous - দুর্ভাগ্যমূলক; বিপর্যয়কারী । 

বাক্যের অর্থঃ প্রকল্পটির প্রভাব ধবংসাত্মক হতে পারে আমাদের এই প্রাথমিক আশঙ্কার বিপরীত আমাদের এখন 

বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে এটা উপকারী ফলাফল নিয়ে আসবে । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 Chide - বকা দেয়া; তিরষ্কার করা । Loathe - প্রচণ্ড ঘৃণা করা; অপছন্দ করা । Reprimand - কঠোর তিরষ্কার করা । Reason - কারণ; হেতু । 

বাক্যর অর্থঃ এরকম ছোটখাটো বিষয়ের উপর তোমার তাকে তিরষ্কার করার কোনো যুক্তিই হয় না । 


Lead পরে Preposition হিসেবে to বসে; যার অর্থ কোনো কিছু ঘটানো । এ কারণে অপশন c) এবং d) বাদ । আর এক্ষেত্রে Yield এর পরে Preposition হিসেবে 

 of বসবে বলে অপশন a) এর for না হয়ে উত্তর হবে অপশন b) এর of. 

 সঠিক বাক্যঃ The traditional method of rice cultivation leads to a yield of about 700 kg./acre of Amon paddy. 

 বাক্যের অর্থঃ চাল চাষের প্রচলিত পদ্ধতি প্রতি একরে প্রায় ৭০০ কেজি আমন ধান উৎপাদন করে ।  


Solution: 

 Crucial - অত্যন্ত গুরুত্বপূর্ণ; সঙ্কটপূর্ণ; মীমাংসাসূচক । Historic - ঐতিহাসিক; ইতিহাসপ্রসিদ্ধ । Subtle - সূক্ষ্ম ; অতিসূক্ষ্ম; নিগূঢ় । 

Poignant - তীক্ষ্ণ; মর্মভেদী । Entire - সমগ্র; সম্পূর্ণ । Sacrifice - ত্যাগ । 

বাক্যটির শেষ অংশ The entire nation acknowledged the sacrifice of the fighters of the Liberation War হলো প্রথম অংশের 

শূন্যস্থানের ব্যাখ্যা । আর পুরো শেষ অংশটি একটি ঐতিহাসিক ঘটনা বলে উত্তর হবে অপশন b) এর Historic. 

সঠিক বাক্যঃ It was a historic moment when the entire nation acknowledged the sacrifice of the fighters of the Liberation War. 

বাক্যের অর্থঃ এটি ছিল একটি ঐতিহাসিক মূহূর্ত যখন সমগ্র জাতি স্বাধীনতা যুদ্ধের যোদ্ধাদের ত্যাগের স্বীকৃতি দিয়েছিল । 


Solution: 

 Remind - মনে করিয়ে দেওয়া; স্মরণ করানো । Admonish - সতর্ক করে দেওয়া; তিরস্কার করা । Notify - অবহিত; বিজ্ঞপ্তি দেওয়া; জানানো । 

Extent - পরিমাণ; মাত্রা । Abuse - গালাগালি; কটুকাটব্য । Take action - শান্তিমূলক ব্যবস্থা নেওয়া । 

এই বাক্যের ক্ষেত্রে Signal word টি হলো সেমিকলন (;) এর পরের শব্দ for যা বাক্যটির মাঝামাঝিতে আছে । এক্ষেত্রে for এর অর্থ হলো কারণে 

(Because) . আর বাক্যটির প্রথম অংশের Key word গুলো হলো Take action on the extent of his verbal abuse এবং সেমিকলন (;) এর পরের 

অংশের Key words গুলো হলো Many times before. আর এ বিষয়গুলোকে একসাথে করলে উত্তর হবে অপশন b) এর Admonished শব্দটি । আর সেক্ষেত্রে 

বাক্যটির ভাবার্থ হবেঃ তার খারপ ব্যবহারে জন্য তাকে ইতোমধ্যে অনেক বার সর্তক করা হয়েছে । 

সঠিক বাক্যঃ The committee needs to take action on the extent of his verbal abuse; for which he had already been admonished many times 

before. 

বাক্যের অর্থঃ তার মুখের গালিগালাজপূর্ণ কথাবার্তার মাত্রার উপর কমিটির শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন হয়ে পড়েছে, যে জন্য তাকে ইতোমধ্যে পূর্বে বহুবার সর্তক করে 

দেয়া হয়েছিল । 


Solution: 

 Preposterous - সম্পূর্ণ অযৌক্তিক; উদ্ভট; অসম্ভব । Wondrous - বিস্ময়কর । Critical - সঙ্কটপূর্ণ; সমালোচনামূলক । Unusual - অস্বাভাবিক; 

অদ্ভুত । Privileged - বিশেষধিকার প্রাপ্ত । Criticize - সমালোচনা মূলক । 

বাক্যটির শেষ অংশ প্রথম অংশের বিপরীত ভাব প্রকাশ করছে । তাই উত্তর হবে অপশন a) এর Preposterous. 

সঠিক বাক্যঃ It is preposterous to see the privileged, well-housed and well-fed, criticizing the needs of the poor. 

বাক্যের অর্থঃ দরিদ্র লোকদের চাহিদা নিয়ে কথা বলার সময় বিশেষ সুবিধা প্রাপ্ত, ভালো বাসায় বসবাসকারী এবং ভালো খাবার খায় এমন 

ব্যক্তিদের সমালোচনা করাটা খুবই অযৌক্তিক । 


Solution: 

 xplanation - ব্যাখ্যা; কৈফিয়ত । Intimation - সংবাদ; ইঙ্গিত; বিজ্ঞপ্তি । Requirement - প্রয়োজন । Prepared - প্রস্তুত । 

বাক্যটি পড়লে বুঝা যায় যে, সকল শাখা ব্যবস্থাপকগণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আঞ্চলিক প্রধানের নির্দেশনায় কোন একটা প্রয়োজনে 

এসেছিলো । আর অপশন c) এর Requirement দ্বারা এই প্রয়োজনকেই বুঝানো হচ্ছে । 

সঠিক বাক্যঃ All the branch managers of different locations came prepared on requirement form the regional head about 

the meeting. 

বাক্যের অর্থঃ মিটিং সম্পর্কে আঞ্চলিক প্রধানের নিকট হতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের উপর প্রস্তুত হয়ে বিভিন্ন স্থানের সকল ব্রাঞ্চ ম্যানেজারের এসেছিল । 


Solution: 

Optimistic - আশাবাদী । Presumptuous - ঔদ্ধত্যপূর্ণ । Accept - একমত হওয়া; গ্রহণ করতে সম্মত হওয়া । Religious - ধার্মিক; ধর্মনিষ্ঠ । 

এই বাক্যটির ক্ষেত্রে Signal word টি হলো (!) যা বাক্যটির শেষে আছে । আর বাক্যটির প্রথম অংশের Key word টি হলো Only এবং that এর পরের 

অংশের Key words গুলো হলো Plan alone will succeed. আর এ বিষয়গুলোকে একসাথে করলে অপশন b) এর Presumptuous শব্দটি উত্তর হবে । 

আর সেক্ষেত্রে বাক্যটির ভাবার্থ হবেঃ পরিকল্পনাটা স্বয়ং নিজেই সফল হবে দ্বারা আসলে Presumptuous বা ঔদ্ধত্যপূর্ণ মানসিকতাই বুঝাচ্ছে । 

সঠিক বাক্যঃ It is only your presumptuous belief that your plan alone will succeed ! 

বাক্যের অর্থঃ এটা শুধুমাত্র তোমার ঔদ্ধত্যপূর্ণ বিশ্বাস যে তোমার শুধু পরিকল্পনাটা সফল হবে । 


Solution: 

 Diverse - নানা রকম; বিভিন্ন; একাধিক । Varied - বিচিত্র; বিবিধ । Pedantic - পণ্ডিতি মনোভাবসুলভ । Archaic - প্রাচীন; সেকেলে । 

Contingency - আকস্মিক ঘটনা; অনিশ্চিত সম্ভাবনা । Outlook - দৃষ্টিভঙ্গি । 

এ ক্ষেত্রে Signal word টি হলো Hardly যা বাক্যের প্রথম অংশে আছে । আর এই কারণে বাক্যের প্রথম অংশে যে ভাব প্রকাশ করবে পরের 

অংশে তার উল্টাভাব প্রকাশ করবে । প্রথম অংশের Key word টি হলো Contingencies আর কমা (,) এর পরের অংশের Key words টি হলো 

Outlook. আর এ বিষয়গুলোকে একসাথে করলে অপশন d) এর Archaic শব্দটি উত্তর হবে । আর সেক্ষেত্রে বাক্যটির ভাবার্থ হবেঃ এমন সেকেল চিন্তা 

ভাবনায় ব্যক্তির কাছে এমন সম্ভাব্য দৃষ্টিভঙ্গি আশা করা যায় না । 

সঠিক বাক্যঃ One can hardly expect a plan for contingencies, from one with such archaic outlook. 

বাক্যের অর্থঃ এমন সেকেল দৃষ্টিভঙ্গির অধিকারী একজন ব্যক্তির নিকট হতে কোন ব্যক্তি আকষ্মিক ঘটনা মোকাবেলার জন্য কোন পরিকল্পনার কথা প্রত্যাশা 

করতে পারে না বললেই চলে । 


Solution: 

 Skepticism - সন্দেহপ্রবণতা । Decipher - মর্ম উদ্ধার করা । Antipathy - পারস্পারিক বিদ্বেষ । Identify - শনাক্ত/চিহ্নিত করা । Criticism - শিল্প-সাহিত্য 

সমালোচনা; খুঁতসন্ধান । Unlock - উন্মেচনা করা; তালা খোলা । Enthusiasm - প্রবল উৎসাহ । Evaluate - মূল্যায়ন করা । 

এই বাক্যটির ক্ষেত্রে Signal word টি হলো Despite যা বাক্যের প্রথম অংশে আছে । আর এই কারণে বাক্যের প্রথম অংশে যে ভাব প্রকাশ করবে পরের অংশে

তার উল্টাভাব প্রকাশ করবে । প্রথম অংশের Key word টি হলো Critiques আর কমা (,) এর পরের অংশের Key words গুলো হলো Different emotions of the 

contemporary society. এ বিষয়গুলোকে এক সাথে করে বাক্যটি পড়লে উত্তর পাবেন অপশন c) এর Criticism এবং Unlocking. 

সঠিক বাক্যঃ Despite the criticism of money critiques, many writers believe the current music culture is a eans of Unlocking the different emotions 

of the contemporary society. 

বাক্যের অর্থঃ অনেক সমালোচকের সমালোচনা সত্ত্বেও অনেক লেখকই বর্তমান সঙ্গীত সংস্কৃতিকে সমসাময়িক সমাজের বিভিন্ন আবেগকে উন্মেচন করার একটি উপায় হিসেবে মনে 

করেন বা বিশ্বাস করেন । 


Solution: 

Informal - অনানুষ্ঠানিক । Blatant - স্পষ্ট; জাজ্বল্যমান । Plausible - আপাতদৃষ্টিতে যথার্থ বা যুক্তিসঙ্গত । Convincing - বিশ্বাসযোগ্য; দৃঢ় প্রত্যয় উৎপাদক । 

এখানে Did even not stand a chance অংশটির Even শব্দটি দ্বারা এমন একটি Lie এর কথা বলা হচ্ছে যা আসলে স্পষ্ট বা জাজ্বল্যমান । তাই উত্তর হবে অপশন 

a) এর Blatant. আর এটি বাক্যটিতে বসালে ভাবার্থ হবেঃ তার স্পষ্ট মিথ্যার সামনে আমরা কথা বলারও সুযোগ পাইনি । 

সঠিক বাক্যঃ In the informal hearing. we did even not stand a chance in the face of the blatant lie he told. 

বাক্যের অর্থঃ অনানুষ্ঠানিক শুনানিতে সে যে স্পষ্ট মিথ্যাচার করেছিল তার মোকাবেলায় আমাদের সাফল্যের কোন সম্ভাবনাই ছিলো না । 

 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 Ingrain - শক্তভাবে গেড়ে বসা । Race - জাতি । Democratic - গণতান্ত্রিক । Narrow-minded - সংকীর্ণচিত্ত । Intolerant - অসহিষু; অসনশীল । 

Sensitive - স্পর্শকাতর । 

এই বাক্যটির ক্ষেত্রে Signal word টি হলো Yet যা বাক্যের প্রথম অংশে আছে । আর এই কারণে বাক্যের প্রথম অংশে যে ভাব প্রকাশ করবে পরের অংশে তার 

উল্টাভাব প্রকাশ করবে । প্রথম অংশের key word টি হলো Ingrained in people. আর কমা (,) এর পরের অংশের Key word টি হলো Believe that all men are 

equal. যেহেতু প্রথম অংশের লোকেরা All men are equal এটি Believe করে না তাই তারা আসলে সঙ্গীর্ণমনা বা সংকীর্ণচিত্তের হবে যা আছে অপশন b) এর Narrow-minded 

এ । আর এটি বাক্যটিতে বসালে ভাবার্থ হবেঃ সঙ্গীর্ণমনা লোকদের বিশ্বাস করাতে হবে যে সব মানুষই সমান । 

সঠিক বাক্যঃ It is yet to be ingrained in people who are narrow-minded, to believe that all men are equal and we must not discriminate on account of race, 

color, and creed. 

বাক্যের অর্থঃ "সকল মানুষই সমান এবং জাতি, বর্ণ ও বিশ্বাসের কারণে কারো সাথে বৈষম্য করব না" - এই বিশ্বাস বা ধারণা সংকীর্ণমনা মানুষের মধ্যে এখনো শক্তভাবে গেড়ে বসেনি । 


Solution: 

 Superiority complex - নিজেকে অন্যের থেকে বড় মনে করা । Arrogance - ঔদ্ধত্য; অহংকার । Ineptitude - অপটুতা; অযোগ্যতা । Caliber - ধীশক্তি; চরিত্রশক্তি । 

এক্ষেত্রে Key word টি হলো Superiority complex বা নিজেকে অন্যের থেকে বড় মনে করা । তাই অপশনে নেতিবাচক শব্দ হিসেবে b) এর Arrogance হবে । আর এটি 

বাক্যটিতে বসালে ভাবার্থ হবেঃ নিজেকে অন্যের থেকে বড় মনে করাই আসলে arrogance 

সঠিক বাক্যঃ A lot of times people's superiority complex is a result of one's arrogance

বাক্যের অর্থঃ অনেক সময় মানুষ যে নিজেকে অন্যের থেকে বড় মনে করে সেটা আসে তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণো থেকে । 


Solution: 

 Superiority complex - নিজেকে অন্যের থেকে বড় মনে করা । Arrogance - ঔদ্ধত্য; অহংকার । Ineptitude - অপটুতা; অযোগ্যতা । Caliber - ধীশক্তি; চরিত্রশক্তি । 

এক্ষেত্রে Key word টি হলো Superiority complex বা নিজেকে অন্যের থেকে বড় মনে করা । তাই অপশনে নেতিবাচক শব্দ হিসেবে b) এর Arrogance হবে । আর এটি 

বাক্যটিতে বসালে ভাবার্থ হবেঃ নিজেকে অন্যের থেকে বড় মনে করাই আসলে arrogance 

সঠিক বাক্যঃ A lot of times people's superiority complex is a result of one's arrogance

বাক্যের অর্থঃ অনেক সময় মানুষ যে নিজেকে অন্যের থেকে বড় মনে করে সেটা আসে তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণো থেকে । 


Solution: 

 Superiority complex - নিজেকে অন্যের থেকে বড় মনে করা । Arrogance - ঔদ্ধত্য; অহংকার । Ineptitude - অপটুতা; অযোগ্যতা । Caliber - ধীশক্তি; চরিত্রশক্তি । 

এক্ষেত্রে Key word টি হলো Superiority complex বা নিজেকে অন্যের থেকে বড় মনে করা । তাই অপশনে নেতিবাচক শব্দ হিসেবে b) এর Arrogance হবে । আর এটি 

বাক্যটিতে বসালে ভাবার্থ হবেঃ নিজেকে অন্যের থেকে বড় মনে করাই আসলে arrogance 

সঠিক বাক্যঃ A lot of times people's superiority complex is a result of one's arrogance

বাক্যের অর্থঃ অনেক সময় মানুষ যে নিজেকে অন্যের থেকে বড় মনে করে সেটা আসে তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণো থেকে । 


Solution:  

 Rather - বরং; বরঞ্চ । Opponent - প্রতিপক্ষ; প্রতিদ্বন্দী; বিরোধী । Blemish - দাগ বা ত্রুটি; নৈতিক ত্রুটি; দোষ বা কলঙ্ক । 

Affect - প্রভাবিত করা; ক্ষতিগ্রস্ত করা । Highlight - ফুটিয়ে তোলা । Change - পরিবর্তন করা । 

বাক্যের শুরুর অংশে Opponent বা প্রতিপক্ষের কথা বলা হয়েছে । তাই শূন্যস্থানে এই জাতীয় নেতিবাচক শব্দই হবে যা আছে অপশন a) 

এর Blemishes এ । 

সঠিক বাক্যঃ It is not necessarily your opponent, but rather, your own actions that blemishes your reputation. 

বাক্যের অর্থঃ অবশ্যকীয়ভাবে তোমার বিরোধী লোকজন নয়, বরং তোমার নিজের কর্মই তোমার খ্যাতিকে বিনষ্ট করে । 


Solution: 

 Handle - সামলানো । Properly - উপযুক্ত; সঠিকভাবে; যথোচিত । Settle - মীমাংসা/নিস্পত্তি করা । Emphatically - জোরালোভাবে । Resolve - সমস্যা সমাধান করা । 

Carefully - সযত্নে; সতর্কভাবে । Manage - নিয়ন্ত্রণ করা; বশে আনা । Tactfully - কৌশলে; বিচক্ষণতার সঙ্গে । 

বাক্যটি পড়লে বুঝা যায় যে, Situation টি কৌশলের সাথে সামলাতে হবে । আর এটি অপশন d) এর Managed এবং Tactfully এ দুটি শব্দের দ্বারা প্রকাশ করা যায় । 

সঠিক বাক্যঃ The situation can only be managed by tactfully handling the parties involved.  

বাক্যর অর্থঃ সংশ্লিষ্ট দলগুলোকে কৌশলে সামলানোর দ্বারাই কেবল পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করা যেতে পারে । 


Solution: 

Despite - (কিছু) সত্ত্বেও । Terms of contract - চুক্তির শর্তাবলী । Against - বিরুদ্ধে; বিপক্ষে; প্রতিকূলে । Accept - গ্রহণ করা; একমত হওয়া; রাজি হওয়া । 

In accordance with - অনুযায়ী । Acknowledge - স্বীকার করা; প্রাপ্তি স্বীকার করা । 

বাক্যটিতে মূল Key word টি হলো Terms of contract. আর মনে রাখবেন Terms of contract কে হয় Accept অথবা Reject করতে হয় । দেখুন অপশন c) তে 

Accept আছে । আর এই বাক্যটির ক্ষেত্রে কমা (,) এর আগের অংশ এবং পরের অংশ ভিন্ন ধরণের হবে । তাই অপশন b) এর With এবং allow ও অপশন d) এর In accordance with 

এবং Acknowledge হবে না । আর অপশন a) এর Despite এর পরে Choose থাকায় এটি না হয়ে বরং অপশন c) এর Against এবং Accept হবে । আর এ দুটি শব্দ বাক্যটিতে বসালে ভাবার্থ হবেঃ 

ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার শর্তাবলী মেনে নিয়েছিলাম । 

সঠিক বাক্যঃ Against my better judgment, I accept your terms of contract. 

বাক্যের অর্থঃ বুদ্ধিমানের কাজ হবে না জেনেও আমি তোমার চুক্তির শর্তগুলো মেনে নিচ্ছি । 


Solution: 

 Tend - প্রবণতা দেখানো; কোনো বিশেষ দিকে ঝোঁকা । Refrain - বিরত থাকা; নিরন্ত হওয়া । Refuse - অস্বীকার করা । Impose - চাপিয়ে দেওয়া । 

Try - চেষ্ঠা করা । Invoke - আহ্বান করা । Strive - প্রাণপণে চেষ্ঠা করা; চেষ্ঠা কর । Place - স্থাপন করা; রাখা । 

দ্বিতীয় অংশ থেকে শুরু করতে হবে । সেখানে বলা হয়েছে যখন মানুষের উপর Certain conditions বা কিছু শর্ত ____ করা হয় । এখন যুক্তির সাহায্যে চিন্তা 

করলে আপনি বুঝবেন যে, Certain conditions গুলো আসলে মানুষের উপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়; আর এই চাপিয়ে দেয়ার একটি প্রতিশব্দ হলো Impose যা 

অপশন b) ত আছে । এখন অপশন b) এর প্রথম শব্দ Refuse বাক্যে বসালে বাক্যটি সঠিক অর্থ প্রকাশ করে বলে এটি উত্তর । 

সঠিক বাক্যঃ People refuse to work hard when impose certain conditions on them. 

বাক্যের অর্থঃ লোকে কঠোর পরিশ্রম করতে অস্বীকার করে, যখন তুমি তাদের উপর কিছু শর্ত চাপিয়ে দাও । 


Passage :

Ten fabrics of different colors are displayed on ten racks in a cloth store. The racks are placed one after another and numbered consecutively from one to ten. Each rack contains fabric of a single color. One fabric is green, two fabrics are brown, three fabrics are purple and remaining four fabrics are red. 

i) Purple fabrics are on racks one and ten. 

ii) Two brown fabrics are on racks next to each other. 

iii) No red fabric is on a rack next to a brown fabric. 

iv) No purple fabric is on a rack next to the green fabric. 

Solution: 

 এই প্রশ্নে বলা হচ্ছে যে, একটি Purple এবং একটি Brown কাপড় যথাক্রমে iii) ও iv) নং তাকে থাকে

তবে Green কাপড় নিচের কোন তাকে থাকবে ? 

পাঠক Purple এবং Green পাশাপাশি থাকবে না । আর Red কাপড়গুলো Brown কাপড়রে পাশে থাকবে না । 

তাই একটি Purple ও একটি Brown কাপড় যথাক্রমে iii) ও iv) নং তাকে রেখে বাকি কাপড়গুলো নিম্নোক্তভাবে সাজানো হয় । 

দেখুন G কে iv) নং তাকে রাখা যেতে পারে । তাই উত্তর হবে c). 


Solution: 

 নিচের কোন রংয়ের কাপড়গুলো ii), iii), এবং iv) নং তাকগুলোতে থাকতে পারবে ? 

 Red কাপড়গুলো পাশাপাশি থাকবে বলে Red iii) নং তাকে বসালে Green iv) নং এ বসবে না । 

আর Purple i) ও x) নং তাকে বসবে বলে Purple ও ii) নং এ বসবে না । তাই সঠিক উত্তর হবে অপশন a). 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution:

 প্রশ্নে বলা হচ্ছে যে, যদি চারটি Red কাপড় চারটি তাকে পরপর সাজানো থাকে, তাহলে Green কাপড় 

ও একটি Brown কাপড় নিচের কোন তাকগুলোতে থাকতে পারবে ? 

i), ii) ও x) নং তাকে Purple কাপড়গুলো রেখে ii) থেকে v) পর্যন্ত তাকে চারটি Red কাপড় রাখলে vi) 

ও vii) নং তাকে Green ও Brown কাপড় রাখতে কোনো সমস্যা নেই । এটিকে নিচের মতো করে সাজানো যায়ঃ 

তাই উত্তর হবে d). 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0