Remind - মনে করিয়ে দেওয়া; স্মরণ করানো । Admonish - সতর্ক করে দেওয়া; তিরস্কার করা । Notify - অবহিত; বিজ্ঞপ্তি দেওয়া; জানানো ।
Extent - পরিমাণ; মাত্রা । Abuse - গালাগালি; কটুকাটব্য । Take action - শান্তিমূলক ব্যবস্থা নেওয়া ।
এই বাক্যের ক্ষেত্রে Signal word টি হলো সেমিকলন (;) এর পরের শব্দ for যা বাক্যটির মাঝামাঝিতে আছে । এক্ষেত্রে for এর অর্থ হলো কারণে
(Because) . আর বাক্যটির প্রথম অংশের Key word গুলো হলো Take action on the extent of his verbal abuse এবং সেমিকলন (;) এর পরের
অংশের Key words গুলো হলো Many times before. আর এ বিষয়গুলোকে একসাথে করলে উত্তর হবে অপশন b) এর Admonished শব্দটি । আর সেক্ষেত্রে
বাক্যটির ভাবার্থ হবেঃ তার খারপ ব্যবহারে জন্য তাকে ইতোমধ্যে অনেক বার সর্তক করা হয়েছে ।
সঠিক বাক্যঃ The committee needs to take action on the extent of his verbal abuse; for which he had already been admonished many times
before.
বাক্যের অর্থঃ তার মুখের গালিগালাজপূর্ণ কথাবার্তার মাত্রার উপর কমিটির শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন হয়ে পড়েছে, যে জন্য তাকে ইতোমধ্যে পূর্বে বহুবার সর্তক করে
এই বাক্যটির ক্ষেত্রে Signal word টি হলো Yet যা বাক্যের প্রথম অংশে আছে । আর এই কারণে বাক্যের প্রথম অংশে যে ভাব প্রকাশ করবে পরের অংশে তার
উল্টাভাব প্রকাশ করবে । প্রথম অংশের key word টি হলো Ingrained in people. আর কমা (,) এর পরের অংশের Key word টি হলো Believe that all men are
equal. যেহেতু প্রথম অংশের লোকেরা All men are equal এটি Believe করে না তাই তারা আসলে সঙ্গীর্ণমনা বা সংকীর্ণচিত্তের হবে যা আছে অপশন b) এর Narrow-minded
এ । আর এটি বাক্যটিতে বসালে ভাবার্থ হবেঃ সঙ্গীর্ণমনা লোকদের বিশ্বাস করাতে হবে যে সব মানুষই সমান ।
সঠিক বাক্যঃ It is yet to be ingrained in people who are narrow-minded, to believe that all men are equal and we must not discriminate on account of race,
color, and creed.
বাক্যের অর্থঃ "সকল মানুষই সমান এবং জাতি, বর্ণ ও বিশ্বাসের কারণে কারো সাথে বৈষম্য করব না" - এই বিশ্বাস বা ধারণা সংকীর্ণমনা মানুষের মধ্যে এখনো শক্তভাবে গেড়ে বসেনি ।
Despite - (কিছু) সত্ত্বেও । Terms of contract - চুক্তির শর্তাবলী । Against - বিরুদ্ধে; বিপক্ষে; প্রতিকূলে । Accept - গ্রহণ করা; একমত হওয়া; রাজি হওয়া ।
In accordance with - অনুযায়ী । Acknowledge - স্বীকার করা; প্রাপ্তি স্বীকার করা ।
বাক্যটিতে মূল Key word টি হলো Terms of contract. আর মনে রাখবেন Terms of contract কে হয় Accept অথবা Reject করতে হয় । দেখুন অপশন c) তে
Accept আছে । আর এই বাক্যটির ক্ষেত্রে কমা (,) এর আগের অংশ এবং পরের অংশ ভিন্ন ধরণের হবে । তাই অপশন b) এর With এবং allow ও অপশন d) এর In accordance with
এবং Acknowledge হবে না । আর অপশন a) এর Despite এর পরে Choose থাকায় এটি না হয়ে বরং অপশন c) এর Against এবং Accept হবে । আর এ দুটি শব্দ বাক্যটিতে বসালে ভাবার্থ হবেঃ
ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার শর্তাবলী মেনে নিয়েছিলাম ।
সঠিক বাক্যঃAgainst my better judgment, I accept your terms of contract.
বাক্যের অর্থঃ বুদ্ধিমানের কাজ হবে না জেনেও আমি তোমার চুক্তির শর্তগুলো মেনে নিচ্ছি ।
Tend - প্রবণতা দেখানো; কোনো বিশেষ দিকে ঝোঁকা । Refrain - বিরত থাকা; নিরন্ত হওয়া । Refuse - অস্বীকার করা । Impose - চাপিয়ে দেওয়া ।
Try - চেষ্ঠা করা । Invoke - আহ্বান করা । Strive - প্রাণপণে চেষ্ঠা করা; চেষ্ঠা কর । Place - স্থাপন করা; রাখা ।
দ্বিতীয় অংশ থেকে শুরু করতে হবে । সেখানে বলা হয়েছে যখন মানুষের উপর Certain conditions বা কিছু শর্ত ____ করা হয় । এখন যুক্তির সাহায্যে চিন্তা
করলে আপনি বুঝবেন যে, Certain conditions গুলো আসলে মানুষের উপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়; আর এই চাপিয়ে দেয়ার একটি প্রতিশব্দ হলো Impose যা
অপশন b) ত আছে । এখন অপশন b) এর প্রথম শব্দ Refuse বাক্যে বসালে বাক্যটি সঠিক অর্থ প্রকাশ করে বলে এটি উত্তর ।
সঠিক বাক্যঃ People refuse to work hard when impose certain conditions on them.
বাক্যের অর্থঃ লোকে কঠোর পরিশ্রম করতে অস্বীকার করে, যখন তুমি তাদের উপর কিছু শর্ত চাপিয়ে দাও ।
Passage :
Ten fabrics of different colors are displayed on ten racks in a cloth store. The racks are placed one after another and numbered consecutively from one to ten. Each rack contains fabric of a single color. One fabric is green, two fabrics are brown, three fabrics are purple and remaining four fabrics are red.
i) Purple fabrics are on racks one and ten.
ii) Two brown fabrics are on racks next to each other.
iii) No red fabric is on a rack next to a brown fabric.
iv) No purple fabric is on a rack next to the green fabric.
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।